টুকরো খবর
বিশ্ব টি-টোয়েন্টি দলে শুধু বিরাট
টি-টোয়েন্টি বিশ্বকাপে খারাপ পারফরম্যান্সের ধাক্কায় আইসিসি র্যাঙ্কিংয়ে দুই থেকে তিনে নেমে গেলেন মহেন্দ্র সিংহ ধোনিরা। বিশ্বকাপ ফাইনালে হারলেও এক নম্বরে রয়েছে শ্রীলঙ্কাই। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সুবাদে পাঁচ ধাপ উঠে দুই নম্বরে ওয়েস্ট ইন্ডিজ। আইসিসি-র বিশ্ব টি-টোয়েন্টি দলে ভারত থেকে একমাত্র জায়গা করে নিতে পেরেছেন বিরাট কোহলি। হালফিলে দেশের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি এটা। টি টোয়েন্টি বিশ্বকাপেও ভারতীয়দের মধ্যে সবচেয়ে ধারাবাহিক ছিলেন বিরাট। আইসিসি টিমে দ্বাদশ ব্যক্তি হয়েছেন সুরেশ রায়না। বিশ্ব একাদশের অধিনায়ক মাহেলা জয়বর্ধনে। যিনি গতকালই ফাইনালে হারার পরে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছেড়ে দিয়েছেন। মেয়েদের বিশ্ব টি-টোয়েন্টি দলেও ভারত থেকে একমাত্র সুযোগ পেয়েছেন পুনম রাউত।
বিশ্ব টি-টোয়েন্টি দল: ক্রিস গেইল, শেন ওয়াটসন, বিরাট কোহলি, মাহেলা জয়বর্ধনে (অধিনায়ক), লুক রাইট, ব্রেন্ডন ম্যাকালাম (উইকেটকিপার), মার্লন স্যামুয়েলস, মিচেল স্টার্ক, লাসিথ মালিঙ্গা, সঈদ আজমল, অজন্তা মেন্ডিস। দ্বাদশ ব্যক্তি: সুরেশ রায়না।

দলীপের দলে ঝাড়খণ্ডের পাঁচ
বিশেষ কোনও চমক নেই, বরং প্রত্যাশা মাফিক দলীপ ট্রফির পূর্বাঞ্চল টিমে বাংলা থেকে ডাক পেলেন তিন জন। অনুষ্টুপ মজুমদার, অশোক দিন্দা এবং ইরেশ সাক্সেনা। এঁদের মধ্যে সহ-অধিনায়ক হিসেবে বাছা হয়েছে অনুষ্টুপকে। অধিনায়ক ওড়িশার নটরাজ বেহরা, যিনি গত বার দলীপ চ্যাম্পিয়ন পূর্বাঞ্চল টিমের অধিনায়ক ছিলেন। সোমবার রাঁচিতে পূর্বাঞ্চলীয় বৈঠকের আগেই ঠিক হয়ে যায়, রঞ্জি ট্রফি খেলেছেন এমন ক্রিকেটারদেরই শুধু নেওয়া হবে। সেই কারণে সন্দীপন দাসের মতো ক্রিকেটারের নাম প্রস্তাব করা যায়নি। মনোজ-ঋদ্ধিমান-সামি আহমেদরা চ্যাম্পিয়ন্স লিগ খেলতে ব্যস্ত থাকবেন বলে তাঁদের নাম বিবেচনা করা হয়নি। পনেরো জনের দলে সবচেয়ে বেশি ক্রিকেটার ঝাড়খণ্ড থেকে। সৌরভ তিওয়ারি সহ পাঁচ ক্রিকেটার। চার জন ওড়িশার। বাংলার পেসার সৌরভ সরকারকে রাখা হয়েছে স্ট্যান্ড বাই হিসেবে।

মিলান ডার্বিতে জিতল ইন্টার
বার্সেলোনায় যখন ‘এল ক্লাসিকো’ চলছে, প্রায় একই সময়ে মিলানে মুখোমুখি হয়েছিল এসি মিলান এবং ইন্টার মিলান। সান সিরোয় সিরি এ-র ১৫৭তম মিলান ডার্বিতে শেষ হাসি হাসল ইন্টার। চার মিনিটে আর্জেন্তিনীয় ডিফেন্ডার ওয়াল্টার স্যামুয়েলের গোলে ১-০ জিতল তারা। আগের দিন ম্যাঞ্চেস্টার থেকে ইতালি ফিরে আসা প্রাক্তন ইন্টার তারকা মারিও বালোতেলি দিব্যি গ্যালারিতে বসে দেখেছেন মিলান-ডার্বি। অন্য ম্যাচে সিয়েনাকে ২-১ হারিয়ে লিগ তালিকার শীর্ষে রইল জুভেন্তাস। তাদের হয়ে গোল দু’টি করেন আন্দ্রে পির্লো এবং মার্চিসিও। সেই সঙ্গে সিরি এ-তে টানা ৪৭টি ম্যাচে অপরাজিত রইল পির্লো-বুঁফোদের দল। জুভেন্তাসের ঠিক পিছনেই আছে নাপোলি। যারা গত রাতে উদিনেসকে ২-১ হারিয়েছে। আর লাজিও ৩-০ হারিয়েছে পেস্কারাকে। লাজিও-র হয়ে জোড়া গোল মিরোস্লাভ ক্লোজের।

চ্যাম্পিয়ন্স লিগে খেলছেন সহবাগ
চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি খেলার জন্য ফিট সার্টিফিকেট পেয়ে গেলেন বীরেন্দ্র সহবাগ। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাওয়া চোটের জন্য দিল্লি ডেয়ারডেভিলস ওপেনারের দক্ষিণ আফ্রিকা যাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। সোমবার তাঁর বাঁ গোড়ালির এমআরআই রিপোর্ট দেখার পর বোর্ডের তরফে সহবাগকে চোটমুক্ত ঘোষণা করা হয়েছে। চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে দিল্লি ডেয়ারডেভিলসের প্রথম ম্যাচ ১৩ অক্টোবর কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে।

নেতৃত্ব ছাড়লেন জয়বর্ধনে
টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে হারের পরপরই শ্রীলঙ্কার টি টোয়েন্টি টিমের নেতৃত্ব ছেড়ে দিলেন মাহেলা জয়বর্ধনে। তবে ওয়ান ডে এবং টেস্ট দলের নেতৃত্ব তিনিই দেবেন। “টুর্নামেন্টটা শুরু হওয়ার আগেই আমি জাতীয় নির্বাচকদের সঙ্গে কথা বলে নিয়েছিলাম। বলেছিলাম, টি টোয়েন্টি বিশ্বকাপের পরেই নেতৃত্ব ছেড়ে দেব। আমার মনে হয় শ্রীলঙ্কান ক্রিকেটকে এগোতে গেলে তরুণ নেতার দরকার পড়বে। নির্বাচকেরা আমার সিদ্ধান্তে খুশি,” এ দিন বলেছেন জয়বর্ধনে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.