টুর্নামেন্টে তিনি বাকিদের ঘুম ছুটিয়ে দিয়েছিলেন। আর টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর সেই ক্রিস গেইলের চোখেই কিনা ঘুম নেই! দেশে ফেরার প্লেনে উঠে তিনি যখন টুইট করছেন, ভারতীয় সময়ে রাত ন’টা বেজে গিয়েছে।
রবিবার রাতে ফাইনালে জিতে চব্বিশ ঘণ্টারও বেশি জেগে থাকার পরে গেইল লিখেছেন, “একটা ছোট চুমুক। তার পর ঘুম!!!”
সারা রাত পার্টি, জয়োৎসব। শ্রীলঙ্কায় রাত নেমেছে, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে তখন ভোর। আর ওয়েস্ট ইন্ডিজকে বিশ্বকাপ এনে দেওয়ার পর ডারেন স্যামি বলেছেন, “আমরা এখন শুধু যোগ দেওয়ার জন্য টুর্নামেন্টে নামি না। আমরা জেতার জন্য নামি। গত এক বছর ধরেই আমরা বড় বড় প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে ম্যাচ জিতে আসছি। শুধু ধারাবাহিকতা দেখাতে পারিনি। আশা করছি, বিশ্বকাপ জয়ের মধ্যে দিয়ে আমাদের দেশের ক্রিকেটে নতুন একটা যুগ শুরু হবে।” |
দেশে ফেরার বিমানে ঘুমের চেষ্টা গেইলের। ছবি টুইটারের। |
কাপ জেতার পরে স্যামি এই জয় উৎসর্গ করেছেন ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেট ভক্তদের জন্য। বলেছেন, “আমাদের দেশের ক্রিকেট ভক্তরা আমাদের দলের একটা সাফল্য, একটা ট্রফির জন্য অনেক বছর ধরে অপেক্ষা করে আছে। এত দিনে ওদের স্বপ্ন সফল করতে পারলাম। এই ট্রফি তাই ওদের জন্যই।”
ওয়েস্ট ইন্ডিয়ানদের এই সাফল্যের পর ক্রিকেট বিশ্বের নানা জায়গা থেকে অভিনন্দনের বার্তা ভেসে এসেছে স্যামিদের কাছে। শুধু বিশ্বকাপ জয়ের জন্যই নয়, গেইলের ‘চিকেন ডান্স’ও সাড়া ফেলে দিয়েছে ক্রিকেটারদের মধ্যে। রায়না থেকে যুবরাজ সিংহ, অনেকেই টুইট করে বলেছেন, গেইলের ওই নাচটা দেখার জন্য তাঁরা মুখিয়ে আছেন।
গত কাল ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টি বিশ্বকাপ এনে দেওয়ার পিছনে যাঁর অবদান সব থেকে বেশি, সেই মার্লন স্যামুয়েলস বলেছেন, “এই জয়টা আমার এবং আমার দলের কাছে যে কত বড়, সেটা ভাষায় বলা যাবে না। ওয়েস্ট ইন্ডিয়াজ ক্রিকেট অবশেষে ঠিক দিকে যাচ্ছে। আমাদের সামনে খুব ভাল ভবিষ্যৎ আছে। কাজটা এখন শুধু ঠিকঠাক করে যেতে হবে। দলে অনেক জুনিয়র আছে। যাদের ঠিকঠাক গাইড করা দরকার।”
স্যামি মনে করেন, তাঁর দল একেবারে ঠিক সময় ‘পিক’ করেছিল। “আমাদের পরিকল্পনাটাই ছিল একটা একটা করে হার্ডল টপকাব। সেই মতোই কাজ করে গিয়েছি।” আর আপনাদের নাচ? সেটা নিয়ে কী বলবেন? এ বার হেসে ফেলেন ওয়েস্ট ইন্ডিয়ান অধিনায়ক। বলেন, “আমরা কিন্তু ওটা প্র্যাক্টিস করিনি। ওই নাচটা খুব স্বাভাবাকি ভাবেই আমাদের এসে যায়।” সেই নাচ যিনি একাই বিখ্যাত করেছেন, সেই গেইল শ্রীলঙ্কা ছাড়া আগে টুইট করেছেন, “শ্রীলঙ্কা ছাড়ার আগে আর একটা টুইট করছি। চোখের জল চাপতে পারছি না। লঙ্কাকে মিস করব। এ বার ফোনটা লুকোতে হবে। ফ্লাইট অ্যাটেন্ডেন্ট আসছে।” |