অমীমাংসিত একটা ম্যাচের পরেও যে দু’দলের কোচের মুখ থেকে এত ভাল-ভাল কথা শোনা যেতে পারে, অভাবনীয়! আসলে রবিবারের ‘এল ক্লাসিকো’ যে শেষ পর্যন্ত হয়ে উঠেছিল দুই মহাতারকার মহাযুদ্ধ। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আর লিওনেল মেসি—বিশ্বের দুই সেরা ফুটবলারের থেকে একই ম্যাচে দু’জোড়া গোল এলে তো সেটা ‘এল ক্লাসিকো’কেও ছাপিয়ে যায়!
রিয়াল কোচ হোসে মোরিনহোর কথাই ধরুন। সি আর সেভেন ছাড়াও প্রতিদ্বন্দ্বী দলের সেরা তারকা লিও মেসির প্রশংসা করায় বিন্দুমাত্র দ্বিধা নেই। মোরিনহোর কথায়, “ওরা যেন ফুটবলার নয়, অন্য গ্রহের প্রাণী! মেসি-রোনাল্ডোর মধ্যে কে সেরা, তা নিয়ে আলোচনা করে সময় নষ্টের মানেই হয় না।” তবে এ মরসুমে ইউরোপ সেরার খেতাব রোনাল্ডোই পান, এমনটাই চাইছেন রিয়াল কোচ। |
বার্সা কোচ তিতো ভিলানোভা অবশ্য মেসির প্রশংসাই বেশি করেছেন। “ওর সীমা আমাদের কারও জানা নেই। ম্যাচে তো বটেই, এমনকী রোজ প্র্যাক্টিসেও মেসির থেকে নতুন কিছু না কিছু পাওয়া যায়। ওর মতো ফুটবলার পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। মেসি-ই বিশ্বসেরা।” আর রোনাল্ডো? “মেসি না থাকলে রোনাল্ডো আরও জনপ্রিয় হত।”
মেসি অবশ্য নিজে রোনাল্ডোর সঙ্গে তুলনা নিয়ে সরাসরি মন্তব্যে নারাজ। বলেছেন, “শুধু আমি বা রোনাল্ডো কেন, সবাই ভাল খেলার জন্যই মাঠে নামে।” তবে গত রাতের ‘এল ক্লাসিকো’ নিয়ে মেসি বলেছেন, “রিয়াল মাদ্রিদের মতো অসাধারণ দলের বিরুদ্ধে জেতা তো আর কোনও সোজা ব্যাপার নয়। তবে ম্যাচটা দুর্দান্ত হয়েছে, যে কোনও দলই জিততে পারত।” রবিবারের ২-২ ড্রয়ের পর বার্সা আগের মতোই রিয়ালের চেয়ে লা লিগায় ৮ পয়েন্টে এগিয়ে থাকল। কিন্তু মেসি এখনই লিগ জয়ের ব্যাপারে নিশ্চিন্ত নন। |