|
|
|
|
লাইসেন্স বাতিল হওয়া টেলি সংস্থাকে টাকা ফিরিয়ে দেবে কেন্দ্র |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
আদালতের নির্দেশে যে-সব টেলিকম সংস্থার লাইসেন্স বাতিল হয়েছে, জমা দেওয়া সেই অর্থ (ফি) তাদের ফিরিয়ে দেবে কেন্দ্র। তবে শর্ত একটাই, সংশ্লিষ্ট টেলিকম সংস্থার বিরুদ্ধে কোনও অভিযোগ থাকা চলবে না। সোমবার বিশেষ দায়িত্বপ্রাপ্ত মন্ত্রিগোষ্ঠীর বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে বাড়তি স্পেকট্রাম যে-সব সংস্থার হাতে রয়েছে, তাদের কাছ থেকে একটি এককালীন ফি নেওয়ার বিষয়টিও চূড়ান্ত হয়েছে।
অর্থমন্ত্রী পি চিদম্বরমের নেতৃত্বে এ দিন বৈঠকে বসে ওই মন্ত্রিগোষ্ঠী। বৈঠকের পরে টেলিকম মন্ত্রী কপিল সিব্বল বলেন, “ঘণ্টা দু’য়েকের বৈঠকে আমরা প্রায় সবক’টি বিষয়ই চূড়ান্ত করে ফেলেছি। আগামী ১৬ অক্টোবর ফের বৈঠক হবে।”
প্রাক্তন কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী এ রাজার আমলে দেওয়া বিভিন্ন টেলিকম সংস্থার ১২২টি লাইসেন্স গত ফেব্রুয়ারিতে বাতিলের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এক সরকারি কর্তা এ দিন জানান, যদি সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে কোনও অভিযোগ না-থাকে, তাকে বা তাদের তরফে (লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে) কোনও ভুল না হয়ে থাকে তাহলে সেই অর্থ (১৬৫৮ কোটি টাকা) ফিরিয়ে দেওয়া হবে। আগামী নভেম্বরে ফের ওই লাইসেন্সের নিলামের সময় সংশ্লিষ্ট সংস্থাকে যে অর্থ দিতে হবে তার সঙ্গে ওই টাকার হিসেব মিটিয়ে নেওয়া হবে।
পাশাপাশি ৪.৪ মেগাহার্ৎজ-এর বেশি স্পেকট্রামের জন্য সংশ্লিষ্ট সংস্থাকে এখকালীন একটি ফি-ও দিতে হবে। যে দিন কেন্দ্রীয় মন্ত্রিসভা বিষয়টি চূড়ান্ত করবে, সে দিন থেকই তা ধার্য হবে। সরকারি সূত্রের খবর, এ ভাবে প্রায় ২৭ হাজার কোটি টাকা তোলার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। তবে টেলিকম সংস্থাগুলির উপর যাতে বাড়তি চাপ না-পড়ে, সে জন্য ওই ফি বার্ষিক কিস্তিতে মেটানোর সুযোগ দেওয়া হবে তাদের। তবে কোনও সংস্থা বাড়তি স্পেকট্রাম না-রাখতে চাইলে তা তারা ফিরিয়ে দিতে পারবে। |
|
|
|
|
|