অঙ্গনওয়াড়িকেন্দ্রে বিক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
দশ দিন ধরে এলাকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে খাবারে ডিম দেওয়া হচ্ছে না। অবিলম্বে ডিম দেওয়ার দাবিতে সোমবার রামপুরহাট থানার আয়াষ অঞ্চলের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে বিক্ষোভ দেখাল তৃণমূল। এদিন ৪০টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রায় দু’ঘণ্টা ঘেরাও-বিক্ষোভ চলে।
তার মধ্যে দাদপুর গ্রামে ৪টি কেন্দ্রে বিক্ষোভে নেতৃত্বে ছিলেন আয়াষ অঞ্চলের প্রাক্তন তৃণমূল প্রধান আকবর শেখ। ওই চারটি কেন্দ্রে কর্মীদের তালাবন্দি করে রাখা হয়েছিল বলে স্বীকার করে নিয়েছেন। বর্তমান প্রধান নবকুমার মণ্ডল বলেন, “দশদিন ৪০টি কেন্দ্রে ডিম দেওয়া হচ্ছে না। এটা উপর থেকে নির্দেশ আছে বলে কর্মীরা জানাচ্ছেন। তাই প্রতিবাদ জানাতে সব কেন্দ্রে বিক্ষোভ দেখানো হয়।” কিন্তু ডিম দেওয়ার ক্ষেত্রে সমস্যা কোথায়? একটি কেন্দ্রের কর্মী ফজিলা বিবি বলেন, “এটা সরকারি ভাবে বন্ধ করা হয়েছে।” |
দাদপুর অঙ্গনওয়াড়িকেন্দ্রে তোলা নিজস্ব চিত্র। |
যদিও সুসংহত শিশুবিকাশ প্রকল্পের রামপুরহাট ১ ব্লক আধিকারিক সৌরভ কোলে বলেন, “সপ্তাহে তিনদিন ডিম ঝোল ও ভাত, বাকি তিনদিন খিঁচুড়ি দেওয়ার সরকারি নির্দেশ আছে। তবে গত ২৮ সেপ্টেম্বর ব্লকের ৯টি অঞ্চলের কর্মীরা জিনিসপত্রের দাম বাড়ার কারণে ডিম ঝোল রান্না করবেন না বলে জানিয়েছিলেন। কিন্তু কর্মীদের ঝোল রান্না করতে মানা করা হয়নি। আয়াষ অঞ্চলের কর্মীরা কার নির্দেশে এমন করলেন খোঁজ নিয়ে দেখব।” তিনি জানান, চারটি কেন্দ্রে কর্মীদের ঘেরাও করে রাখার খবর আছে। তবে সব কেন্দ্রে ঘেরাও-বিক্ষোভ চলেছে কি না খোঁজ নিয়ে দেখা হবে। |