বোলপুরে দু’টি মন্দিরে চুরি |
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
পারিবারিক মন্দির থেকে চুরি গেল সোনা-রুপোর গয়না-সহ নানা দ্রব্য। বোলপুর থানার যশড়া গ্রামের সামন্ত পরিবারের মন্দিরে সোমবার চুরির বিষয়টি নজরে আসে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বোলপুরের ওই সামন্ত পরিবারের নারায়ণ ও ধর্মরাজ মন্দিরে চুরির ঘটনাটি পরিবারের লোকজনদেরই প্রথম নজরে আসে। ওই পরিবারের সনৎ সামন্ত, তুষার সামন্তরা বলেন, “মন্দিরের দরজা খোলা দেখে সন্দেহ হয়। ভেতরে গিয়ে চুরির বিষয়টি ধরা পড়ে। তারপরই পুলিশে খবর দিই।” তাঁদের অভিযোগ, “নারায়ণ মন্দিরে ঠাকুরের সোনার পৈতে, তুলসীপাতা, বেলপাতা চুরি গিয়েছে। পেতলের সিংহাসন, লক্ষ্মী ঠাকুরের সাজ, পেতলের প্রদীপদানি, কাঁসার বাসনপত্র চুরি হয়েছে। চোর পাশের ধর্মরাজ মন্দির থেকে সমস্ত বাসন, পূজা সামগ্রীও চুরি গিয়েছে।” তাঁদের দাবি, আনুমানিক ৫০ হাজার টাকার সোনাদানা চুরি হয়েছে।
|
দুর্ঘটনায় মৃত্যু, ধৃত মদ্যপ চালক |
নিজস্ব সংবাদদাতা • সাঁইথিয়া |
সাঁইথিয়া-মহম্মদবাজার রাজ্য সড়কে বাগডাঙার কাছে রবিবার রাত পৌনে এগারটা নাগাদ পথ দুর্ঘটনায় মৃত্যু হল একজনের। আহত হয়েছেন এক পুলিশ কর্মী-সহ তিনজন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দিন রাতে ময়ূরাক্ষী নদীর নতুন সেতুর উত্তর প্রান্তে রাস্তার ধারে চেয়ারে বসেছিলেন কর্তব্যরত পুলিশকর্মী জগবন্ধু মণ্ডল। অভিযোগ, সেই সময় দ্রুতগতিতে আসা একটি গাড়ি তাঁকে ধাক্কা মারে। ওই পুলিশ কর্মীকে ধাক্কা মারার পরে গাড়িটি কিছুটা দূরে একটি কাঠকলের কাছাকাছি আরও তিনজনকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মারা যান দিবাকর সূত্রধর (৩৭) নামে এক যুবক। আহতদের এক জনকে বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে। কাঠকলের মালিক সুবোধ ঘটক জানান, সপ্তম সূত্রধর নামে তাঁর দোকানের এক কর্মী বাড়ি থেকে রাগারাগি করে কাঠকলে চলে আসার পর তাঁর কাকা দিবাকর সূত্রধর-সহ আরও দু’জন সপ্তমের খোঁজে সেখানে আসেন। রাস্তার ধারে দাঁড়িয়ে কথা বলার সময়ে গাড়িটি তাঁদের ধাক্কা মারে। পুলিশ জানায়, চালক মদ্যপ অবস্থায় ছিল। গাড়িটি আটক করা হয়েছে। চালককেও পরে গ্রেফতার করা হয়েছে।
|
নিজস্ব সংবাদদাতা • জয়পুর |
বিয়ের আয়োজনের খবর পেয়ে রবিবার রাতে এক নাবালিকার বিয়ে আটকাল প্রশাসন। ঘটনাটি বাঁকুড়ার জয়পুর থানার রাজগঞ্জ গ্রামের। জয়পুরের শিশু উন্নয়ন প্রকল্প আধিকারিক (সিডিপিও) অশ্বিনী হাঁসদা বলেন, “১৫ বছরের এক নাবালিকার সঙ্গে স্থানীয় ঘগড়া গ্রামের ২২ বছরের এক যুবকের বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে পুলিশ নিয়ে গিয়ে বুঝিয়ে বিয়ে বন্ধ করে।”
|
নিজস্ব সংবাদদাতা • নলহাটি |
গোপনসূত্রে খবর পেয়ে সোমবার নলহাটি থানার কোঠাতলা মোড়ে একটি গাড়ি থেকে ১৫০০টি ডিটোনেটর উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় জড়িত অভিযোগে ওই গাড়ির চালক নামোপাড়ার রিন্টু শেখ ও বাসিন্দা মিরাজ শেখ এবং হরিওকা গ্রামের রহমান শেখকে গ্রেফতার করে পুলিশ। জেলা পুলিশ সুপার হৃষিকেশ মিনা বলেন, “ঝাড়খণ্ডের ডুমুনগড়িয়া থেকে ডিটোনেটর নিয়ে আসা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
|
‘নিজ গৃহ নিজ ভূমি’ প্রকল্পে ১৩৬ জন ভূমিহীনকে পাট্টা ও পাট্টার দলিল প্রাদন করল প্রশাসন। সোমবার নলহাটি ১ পঞ্চায়েত সমিতির প্রশাসনিক ভবনের সভাগৃহের ওই অনুষ্ঠানে ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, নলহাটি ১ ব্লকের বিডিও তাপস বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি মাধবেন্দ্র ঘোষাল। |