ফরওয়ার্ড ব্লকের জলপাইগুড়ি জেলা সম্পাদক গোবিন্দ রায় ও তাঁর স্ত্রী সবিতাদেবীকে গ্রেফতারের নির্দেশ জারি করল পুলিশ। তবে দফায় দফায় তাঁদের বাড়িতে হানা দিয়েও ওই দম্পতির খোঁজ মেলেনি। ২৫ সেপ্টেম্বর আলিপুরদুয়ার থানায় ওই দম্পতির বিরুদ্ধে সরকারি টাকায় আলু কেনা নিয়ে দুর্নীতির অভিযোগ দায়ের করেন দলেরই এক নেতা। সেই অভিযোগেই তাদের বিরুদ্ধে, প্রতারণা, ভুয়ো নথি তৈরি, সরকারি টাকা আত্মসাতের মত পাঁচটি জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করে পুলিশ। গোবিন্দবাবুর পারিবারিক সূত্রে জানা গিয়েছে, থানায় অভিযোগ দায়ের হওয়য়ার পরেই স্ত্রীকে সঙ্গে নিয়ে কলকাতায় গিয়ে হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছেন তাঁরা। যশুক্রবার আগাম জামিনের আবেদন বিষয়ে শুনানি হওয়ার কথা থাকলেও তা বাতিল হয়ে যায়। আগামী মঙ্গলবার ফের তাদের মামলার শুনানি হতে পারে বলে জানা গিয়েছে। অন্য দিকে অভিযোগ গ্রহণের পরে জমা পড়া নথি পরীক্ষা করে দেখে পুলিশের তদন্ত দল। কয়েকজন সরকারি কর্মীকেও জেরা করা হয়। অভিযোগের প্রাথমিক প্রমাণ মেলার পরেই গোবিন্দবাবু ও তাঁর স্ত্রীকে গ্রেফতার করার সিদ্ধান্ত নিয়েছে জেলা পুলিশ। জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার অমিত জাভালগি বলেন, “গোবিন্দ রায় ও তাঁর স্ত্রীর খোঁজে প্রতিদিনই তাদের পান্ডাপাড়ার বাড়িতে যাচ্ছে পুলিশ। কিন্তু এখনও তাঁদের পাওয়া যায়নি।” |