স্কুল পরিচালন সমিতির সম্পাদক নির্বাচন ঘিরে প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তুফানগঞ্জ শহরের নৃপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল হাইস্কুলের ঘটনা। তার জেরে তৃণমূল সমর্থিত অভিভাবক প্রতিনিধিদের একাংশ সম্পাদক নির্বাচন বাতিলের দাবি তুলেছেন।ওই স্কুলের নির্বাচনে অভিভাবক প্রতিনিধি ও শিক্ষক প্রতিনিধিদের সবকটি আসন তৃণমূল সমর্থিত প্রার্থীরা দখল করেন। শুক্রবার তাঁদের নিয়ে নতুন কমিটি গঠনের বৈঠক হয়।
তাতে সম্পাদকের নাম চূড়ান্ত করা নিয়ে মতবিরোধ দেখা দেয়।
অভিযোগ, দলের জেলা সভাপতির প্রস্তাবিত নাম বাদ দিয়ে সম্পাদক হিসেবে বিকল্প নাম প্রস্তাব করেন তৃণমূল সমর্থিত শিক্ষক প্রতিনিধিদের একজন। প্রতিবাদে বৈঠক ছেড়ে চলে যান ক্ষুব্ধ জেলা সভাপতির অনুগামী ৫ অভিভাবক প্রতিনিধি। তৃণমূলের তুফানগঞ্জ শহর কমিটির সহ-সভাপতি তন্ময় দে বলেন, “কমিটির নির্বাচন বাতিলের দাবিতে ডিআইয়ের কাছে লিখিত আর্জি জানাব।” তৃণমূলের তুফানগঞ্জ শহর সভাপতি হিরন্ময় চট্টোপাধ্যায় অভিযোগ অস্বীকার করে বলেন, “বৈঠকে তন্ময়ের নামের পাশাপাশি বিকল্প নাম কেউ প্রস্তাব করলে কি করার আছে!” কিশোরবাবু ওই বিষয়ে মুখ খোলেননি। তৃণমূল শিক্ষা সেলের সদস্য গোপাল বিদ্যানন্দ অবশ্য বলেন, “দলের জেলা সভাপতির নির্দেশের কথা পরে শুনেছি। শুরুতে জানালে সমস্যা হত না।” এ দিকে জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ অস্বস্তি এড়াতে বলেন, “নির্বাচিত সদস্যরা সম্পাদক, সভাপতি ঠিক করেন। এখানে আমার নির্দেশের কোনও ব্যাপার নেই।” |