টুকরো খবর
মণ্ডপে ওঠায় মার, নালিশ
স্কুলের মাঠে পুজোর জন্য তৈরি বাঁশের মণ্ডপে ওঠায় পঞ্চম শ্রেণির এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে এক ডেকোরেটর্স কর্মীর বিরুদ্ধে। প্রতিবাদে শনিবার শিলিগুড়ির ঘোঘোমালি এলাকায় মিছিল করলেন শিক্ষক ও পড়ুয়ারা। বাসিন্দারা জানান, ঘোঘোমালি প্রাথমিক স্কুলের ওই ছাত্র শিলিগুড়ি হাসপাতালে চিকিৎসাধীন। ঘোঘোমালি হাইস্কুলের প্রধান শিক্ষক বিকাশ সেন জানান, সেখানে একই চত্বরে তিনটি স্কুল রয়েছে। ঘোঘোমালি হাইস্কুল, প্রাথমিক স্কুল এবং গার্লস স্কুলের ছাত্রছাত্রীরা ওই মাঠে খেলা করে। মাঠে স্থানীয় একটি ক্লাবের পুজো মণ্ডপের কাজ চলছে। পড়ুয়াদের অভিযোগ, সেখানে কয়েকজন ছাত্র গেলে তাঁদের মারধর করা হয়। ওই ছাত্রের পা ভেঙে গিয়েছে। বিকাশবাবু বলেন, “এটা অন্যায়। তাই প্রতিবাদে সামিল হয়েছি।” ক্লাবের সম্পাদক মণি সাহা বলেন, “মণ্ডপের জন্য তৈরি করা বাঁশের কাঠামোতে ওঠায় ডেকোরেটর্সের এক কর্মী তাঁদের বকাবকি করে। সে সময় সেখান থেকে নামতে গিয়ে এক ছাত্র জখম হন। তাঁকে মারধর করা হয়েছে বলে অভিযোগ পেয়েছি। বিষয়টি মিটিয়ে নেওয়া হয়েছে।”

অনুন্নয়ন নিয়ে সরব বামফ্রন্ট
শিলিগুড়ি পুরসভার বিরুদ্ধে দুর্নীতি ও অনুন্নয়নের অভিযোগ তুলে সভা করল বামফ্রন্ট। শনিবার বিকালে শিলিগুড়ির ঝঙ্কার মোড় ও টিকিয়াপাড়ায় দু’টি সভা করে তারা। দু’টি সভাতেই শিলিগুড়ির পুর কর্তৃপক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ করেন বাম নেতারা। তাঁদের অভিযোগ, শহরের বিভিন্ন রাস্তা বেহাল হয়ে পড়েছে। পানীয় জল সরবরাহ, আবর্জনা সাফাই-সহ সবরকম পরিষেবা মুখ থুবড়ে পড়েছে। থমকে উন্নয়ন। পাশাপাশি পুরসভার ক্ষমতায় থাকা কংগ্রেস ও তৃণমূল নেতারা ব্যর্থতার দায় নিয়ে চাপান উতোর শুরু হয়েছে। তার কটাক্ষ করেন তাঁরা। অভিযোগ ওঠে দুর্নীতির। মূল্যবৃদ্ধি এবং খুচরো বাজারে বিদেশী বিনিয়োগ নিয়েও সভায় সরব হন বামফ্রন্ট নেতৃত্ব। ছিলেন সিপিএমের দার্জিলিং জেলা সম্পাদকমণ্ডলীর অন্যতম সদস্য তথা প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য, জেলার ভারপ্রাপ্ত সম্পাদক জীবেশ সরকার প্রমুখ।

অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু
অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক বধূর। নাম দেবযানী মৈত্র (২৮)। শুক্রবার রাত শহরের অরবিন্দনগরে ঘটনাটি ঘটে। এই ঘটনায় মহিলার স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে নির্যাতন ও খুনের অভিযোগ দায়ের হয়েছে জলপাইগুড়ি কোতোয়ালি থানায়। পুলিশ জানায়, বছর দুয়েক আগে দেবযানীদেবীর সঙ্গে অজয়বাবুর বিয়ে হয়। দেবযানীর বাপের বাড়ির সদস্যদের অভিযোগ, প্রতি রাতে মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে স্ত্রীকে মারধর করত অজয়। শুক্রবার সন্ধ্যায় স্বামী-স্ত্রীর বচসা হয়। দেবযানীর বাপের বাড়ির লোক গিয়ে বচসা মিটিয়ে দেন বলে জানা গিয়েছে। শনিবার কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করে দেবযানী দেবীর পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, স্বামী ও শাশুড়ি মিলে দেবয়ানীদেবীর গায়ে আগুন লাগিয়ে তাকে মেরে ফেলেছে।

দেশি মদে মৃত্যুর অভিযোগ
দেশি মদ খেয়ে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠল। শনিবার মালবাজারের হাটখোলার ঘটনা। মৃতের নাম লখিন্দর দাস (৪০)। বেআইনি ঠেকের দোকান থেকে মদ খেয়ে তিনি অসুস্থ হন বলে অভিযোগ। মালবাজার মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। মালবাজারের মহকুমা পুলিশ আধিকারিক অরিন্দম সরকার বলেন, “কেন ওই ব্যক্তি মারা গেলেন, খতিয়ে দেখা হচ্ছে।” এই ঘটনায় লখিন্দরের মেয়ে সরিতা দাস হাটখোলার বেআইনি ঠেকের এক মদ বিক্রেতার বিরুদ্ধে অভিযোগ করেন। স্থানীয় পুরসভার চেয়ারম্যান সুপ্রতীম সরকার বলেন, “এলাকায় কিছু বেআইনি মদের ঠেক গজিয়েছে। পুলিশ ও আবগারি দফতরকে ব্যবস্থা নিতে বলব।” মালবাজার আবগারি দফতরের আধিকারিক সুপ্রকাশ মন্ডল বলেন, “এলাকায় অভিযান চালানো হবে।”

বিধি মানা হচ্ছে না
উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং কোচবিহার শহরে বহুতল নির্মাণে দমকল বিধি মানা হচ্ছে না বলে অভিযোগ রাজ্য বিধানসভার পাহাড়, দমকল এবং আবাসন বিষয়ক স্থায়ী কমিটির। শনিবার কমিটির প্রতিনিধিরা জলপাইগুড়িতে এসেছিলেন। শহরের কয়েকটি সরকারি আবাসন তাঁরা পরিদর্শন করেন, বিভিন্ন এলাকার বহুতলও পরিদর্শন করেছেন তাঁরা। বহুতল নির্মাণে দমকল বিধি মানা হয়নি বলে কমিটির তরফে এ দিন অভিযোগ করা হয়েছে।

কলেজে বিক্ষোভ
কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বিক্ষোভ দেখাল তৃণমূল ছাত্র পরিষদ। শনিবার সংগঠনের সদস্যেরা রায়গঞ্জ ইউনির্ভাসিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষেক কাছে স্মারকলিপি জমা দেন। তাঁদের অভিযোগ, নিয়মিত ক্লাস হয় না। শিক্ষকদের একাংশ সময়মত কলেজে আসেন না। প্রাক্তন পড়ুয়ারা শংসাপত্র-সহ অন্য নথি সংগ্রহ করতে গিয়ে হয়রান হন। ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেবাশিস বিশ্বাস সমস্ত অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

স্কুলে মাদক, ধৃত ৩
স্কুল চলাকালীন ক্লাসে বসে মাদক খাওয়ার সময় দ্বাদশ শ্রেণির তিন ছাত্রকে ধরে পুলিশের হাতে তুলে দিলেন স্কুল কর্তৃপক্ষ। শনিবার গাজলের হাজিনাকু হাইস্কুলের ঘটনা। প্রধান শিক্ষক শ্যামল কুমার রায় জানান, ওই তিন ছাত্র নেশাগ্রস্ত ছিল। গাজল থানার ওসি সঞ্জয় ঘোষ বলেন, “তিন ছাত্রকে আটক করে তাদের অভিভাককদের ডেকে পাঠানো হয়েছে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.