র‌্যান্টিদের নতুন টোটকা কিশোরকুমারের গান
ভুল শুনছি না তো? সাতসকালে ফুটবল মাঠে কিশোর কুমারের গান!
না, ভুল নয়। আই লিগে নামার আগের দিন র‌্যান্টি মার্টিন্সদের মনঃসংযোগ বাড়াতে প্রয়াগ ইউনাইটেড কোচ সঞ্জয় সেনের অভিনব টোটকা এখন কিশোর-কণ্ঠ।
‘অভিশপ্ত’ ফেড কাপের পাশাপাশি কলকাতা লিগে ছোট দলের কাছেও হার। ব্যর্থতার ময়নাতদন্তে ধরা পড়েছে, প্রয়াগের প্রধান সমস্যা ম্যাচে মাঝেমধ্যে মনঃসংযোগের অভাব। দেশে সেরা টুর্নামেন্টে অভিযান শুরুর আগে সেই দুর্বলতাকে গোড়া থেকে উপড়ে ফেলার উদ্যোগ নিতে দেখা গেল কোচকে। শনিবার বিধাননগর স্পোর্টস কমপ্লেক্সে মাঠের চেয়ে ড্রেসিংরুমে বেশি সময় কাটালেন র‌্যান্টি-কার্লোসরা। কোচের ‘ভোকাল টনিক’ আর কিশোর কুমারের গানের তালে।
কিন্তু তাতে কি এয়ার ইন্ডিয়াকে মাটিতে নামানো যাবে? পরিসংখ্যানের সূত্র ধরে হাঁটলে অন্য দৃশ্যই ভাসছে বিমানকর্মীদের আস্তানায়। সদ্য-সাফল্যের পোঁটলায় উঁকি মারলে দেখা যাবে সবার উপরে রাখা ডুরান্ড কাপ। তার পরে একে একে ফেড কাপে মোহনবাগানকে হারানোর আত্মবিশ্বাস, দুই বিদেশি জুনিয়র-হেনরির দুরন্ত ফর্ম, বহু টালমাটাল অবস্থা পেরিয়ে গডফ্রে পেরিরার কোচিং-মন্ত্রে গোটা দলকে এক সূত্রে বেঁধে রাখা। প্রতিদ্বন্দ্বী কোচ সঞ্জয় সেনও বলছিলেন, “ওরা কখন কী করবে আগে থেকে বলা খুব কঠিন। জুনিয়র আমার দলে খেলে গিয়েছে। তাই ওকে চিনি। কিন্তু বাকি দলটা তো ভাবাচ্ছেই আমাকে।”
ফেড কাপের ব্যর্থতা ভুলে নতুন শুরুর খোঁজে র‌্যান্টি। ছবি: শঙ্কর নাগ দাস
সঞ্জয়ের নিজের দল আই লিগ শুরুর মুখেই অণুবীক্ষণ যন্ত্রের তলায়। আর রবিবারের ম্যাচে যাঁর দিকে সবার আলাদা নজর থাকবে তিনি অবশ্যই র‌্যান্টি। এ বার মরসুম শুরুর আগে গত দু’বারের আই লিগের সর্বোচ্চ গোলদাতা আনন্দবাজারকে সাক্ষাৎকারে বলেছিলেন, “র‌্যান্টিকে পেতে পরিশ্রম করতে হয়।” প্রয়াগ কর্তা-স্পনসরদের সেই ‘পরিশ্রমে’ কোনও ত্রুটি নেই। এ বার নাইজিরিয়ান গোলমেশিনের জ্বলে ওঠার পালা। এখন দেখার ময়দান দাপানো মজিদ বাসকর, চিমা ওকোরি, হোসে ব্যারেটোর মতো মহাসফল ফরোয়ার্ডদের দলে নাম লেখাতে র‌্যান্টি পারেন কি না। পরীক্ষা শুরু রবিবারই।
র‌্যান্টির সঙ্গে তীক্ষ্ম নজরে প্রয়াগে সঞ্জয় সেনের কোচিং ভবিষ্যৎ-ও। স্পনসর-কর্তাদের রক্তচক্ষুতে বহু জল্পনা ময়দানের আনাচে-কানাচে ঘুরে বেড়াচ্ছে। এরই ফাঁকে যদি আই লিগের প্রথম ম্যাচে ফের অঘটন ঘটে, তা হলে বোধহয় আর নিস্তার নেই প্রয়াগ কোচের। এই অবস্থায় ফেড কাপের দল নিয়েই বিমানের উড়ান থামাতে চাইছেন সঞ্জয়। রক্ষণে বেলো আর ধনচন্দ্রর দু’পাশে সুখেন আর দীপক। মাঝমাঠে কার্লোস, আসিফ, বিনীত ও তুলুঙ্গা। ফরোয়ার্ডে র‌্যান্টি-রফিক জুটি। একটাই পরিবর্তন দেশের সেরা গোলকিপার সুব্রত পালের গোড়ালিতে চোট। তার বদলে খেলবেন পোড়খাওয়া কিপার সংগ্রাম মুখোপাধ্যায়।

আজ আই লিগে
ইস্টবেঙ্গল : স্পোর্টিং ক্লুব দ্য গোয়া (মারগাঁও)
প্রয়াগ ইউনাইটেড : এয়ার ইন্ডিয়া
(যুবভারতী, ২-০০)




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.