আজ আই লিগে নামছে লাল-হলুদ |
মাঠ বিভ্রাটে মেহতাবদের প্র্যাক্টিস করতে হল গোয়ার সমুদ্র সৈকতে |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ফেড কাপ থেকে আই লিগ। শিলিগুড়ি থেকে মারগাঁও। মাঠ-সমস্যার জুজু যেন কিছুতেই পিছু ছাড়ছে না ইস্টবেঙ্গলের!
রবিবার আই লিগ অভিযান শুরুর মুখে ফের মাঠ বিভ্রাটের কবলে লাল-হলুদ শিবির। ফেডারেশনের নিয়ম অনুয়ায়ী ম্যাচের আগের দিন স্টেডিয়ামের মাঠেই অনুশীলন করার কথা মেহতাবদের। কিন্তু শনিবারের ডেম্পো-চার্চিল ডার্বি ম্যাচের দোহাই দিয়ে মূল স্টেডিয়ামে ইস্টবেঙ্গলের অনুশীলন বাতিলই করে দেয় গোয়া ফুটবল সংস্থা। বদলে যে মাঠ দেওয়া হয় ফেড কাপ চ্যাম্পিয়নদের, তা প্র্যাক্টিসের অযোগ্য। অগত্যা সমুদ্র-সৈকতেই প্রস্তুতি সারলেন চিডি-পেনরা। ক্ষুব্ধ লাল-হলুদের ব্রিটিশ কোচ ট্রেভর মর্গ্যান গোয়া থেকে ফোনে বলে দিলেন, “নিয়ম থাকলেও আমাদের মূল স্টেডিয়ামে প্র্যাক্টিস করতে তো দেওয়া হলই না। উল্টে যে মাঠ দেওয়া হল, তা ভয়ানক। এ রকম মাঠে ইস্টবেঙ্গল দলকে প্র্যাক্টিস করতে দেওয়ার মানে কী? আই লিগের প্রথম ম্যাচের আগে আমার দল ঠিক করে অনুশীলন করতেই পারল না।” |
রবিনের সঙ্গে চোট এ বার চিডিরও। |
কোচের মতো বিরক্ত ফুটবলাররাও। মেহতাব হোসেন যেমন বলছিলেন, “সত্যিই খুব সমস্যা। আমাদের জন্য এ রকম একটা মাঠের ব্যবস্থা করা হবে কল্পনা করতে পারিনি।” ইতিমধ্যেই ইস্টবেঙ্গল ম্যানেজার মণীশ বন্দ্যোপাধ্যায় এই ম্যাচের সংগঠক স্পোর্টিং ক্লুবের বিরুদ্ধে ফেডারেশনকে ফোনে অভিযোগ জানিয়েছেন। তবে কঠোর কোনও পদক্ষেপ নেওয়া হবে কি না, সে ব্যাপারে ক্লাবের অন্যতম প্রধান কর্তা দেবব্রত সরকার বললেন, “আমরা আগে ম্যানেজারের রিপোর্ট দেখব। তার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেব।”
প্র্যাক্টিস মাঠের সমস্যার চেয়েও মর্গ্যানকে অবশ্য বেশি চিন্তায় রেখেছে স্ট্রাইকারদের চোট-আঘাত সমস্যা। রবিন সিংহ তো কাঁধের ব্যথায় ভুগছিলেনই, এ বার নতুন সংযোজন চিডি। শনিবার নাইজিরিয়ান গোলমেশিন নিজেই ফোনে স্বীকার করে নিলেন, “আমি পুরো সুস্থ নই। জানি না কোচ আমাকে শুরু থেকে খেলাবেন কি না। তবে সুযোগ পেলে নিজের সেরাটাই দেওয়ার চেষ্টা করব।” |
আসলে সামান্য হ্যামস্ট্রিংয়ের ব্যথা নিয়েই গোয়া এসেছিলেন চিডি। যদিও ক্লাব সূত্রের খবর, মননদীপের সঙ্গে তিনিই শুরু করবেন রবিবার। মাঝমাঠে হরমনজিৎ সিংহ খাবরার পরিবর্তে দলে ঢুকছেন ইসফাক আমেদ। বাকি তিন মিডিও পেন-মেহতাব-সঞ্জু। রক্ষণে ওপারা-অর্ণবের দু’পাশে সৌমিক ও নওবা। গোলে অভিজিৎ মণ্ডল। আর রবিন? শোনা যাচ্ছে, খুব দরকার না পড়লে রবিনকে প্রথম দলে রাখা হবে না।
আই লিগের শুরুতেই মোহনবাগান মুখ থুবড়ে পড়েছে। এখন দেখার, ইস্টবেঙ্গল বাংলার মান ফের রক্ষা করতে পারে কি না? |