গেইল নিয়ে আলাদা ভাবনা নেই মাহেলার
সংবাদসংস্থা • কলম্বো |
টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনিই সবচেয়ে আলোচিত ক্রিকেটার। তিনি ক্রিস গেইল। কিন্তু যাদের বিরুদ্ধে রবিবার ফাইনালে নামবে গেইল-বাহিনী, সেই শ্রীলঙ্কার অধিনায়ক মাহেলা জয়বর্ধনে বিধ্বংসী গেইলকে বাড়তি গুরুত্ব দিতে নারাজ। শনিবার সাংবাদিকরা তাঁর সামনে গেইল প্রসঙ্গ তুলতেই মাহেলা বলেন, “গেইল দুর্দান্ত একটা দলের একজন সদস্যমাত্র। আর কিছুই না।” গেইলের চেয়ে বরং গোটা ওয়েস্ট ইন্ডিজ দলটাকে বেশি গুরুত্ব দিতে চাইছেন মাহেলা। বললেন, “আমরা কোনও দিনই কোনও বিশেষ ক্রিকেটারের উপর জোর দিইনি। এ বারও দেব না। ওয়েস্ট ইন্ডিজের গোটা দলটাই ভাল। তাই গোটা দলটাকে নিয়েই ভাবছি আমরা। শুধু গেইলকে নিয়ে নয়।”
|
পাক ক্রিকেটারদের একহাত নিলেন শোয়েব আখতার
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
ক্রিকেটে প্রচুর অর্থ ও গ্ল্যামারই তরুণ ক্রিকেটারদের বিপথে চালিত করছে, মনে করেন পাকিস্তানের সবচেয়ে বিতর্কিত ক্রিকেটার শোয়েব আখতার। তাঁর মতে, “১৮ বছরের একটা ছেলেকে কি করে বলবেন, মেয়েদর দিকে তাকিও না? সবসময়ই ওদের চারদিকে ঘুরঘুর করছে গ্ল্যামারাস মেয়েরা। আর ২০ বছর বয়সের ক্রিকেটারগুলোর পকেটে প্রচুর টাকা। ওরা তো বিপথে যেতেই পারে।” কয়েক দিন আগেই ক্রিস গেইলের হোটেলের ঘর থেকে তিন ব্রিটিশ তরুণীর গ্রেফতার হওয়া প্রসঙ্গেই এই কথাগুলো বলেন শোয়েব। তাঁর মতে, পাকিস্তানের ক্রিকেট সংস্কৃতিতে গড়াপেটা ব্যাপারটা রয়েছে। কারণ, পাক ক্রিকেটারদের সেরকম আয় নেই। বোর্ডের নিয়মকানুনের শিকার হন পাক ক্রিকেটাররা। আইপিএল-কে ‘ব্যবসা ও বিনোদন’ আখ্যা দিতেও ছাড়েননি শোয়েব। |