ভর্তুকি দেওয়া, ভর্তুকি ছাড়া দু’ধরনের রান্নার গ্যাসের দামই শনিবার থেকে প্রায় সাড়ে এগারো টাকা বেড়ে গেল। এ দিন গ্যাস ডিলারদের কমিশন সিলিন্ডার-পিছু ১১ টাকা ৪২ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক। গ্রাহকদেরই এই বাড়তি কমিশনের বোঝা বইতে হবে। কেন্দ্রের এই সিদ্ধান্ত সম্পর্কে এ দিন ফেস বুকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, “ভেরি ব্যাড, ভেরি স্যাড (খুব খারাপ, খুব দুঃখের)।”
এ রাজ্যে এত দিন ভর্তুকি দেওয়া রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ছিল ৪০১ টাকা। শনিবার থেকে তা বেড়ে ৪১২.৫০ টাকা হল বলে ইন্ডিয়ান অয়েল সূত্রে জানানো হয়েছে। ভর্তুকি ছাড়া রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ৯১৩ টাকা থেকে বেড়ে হল ৯২৫ টাকা এবং বাণিজ্যিক কাজে ব্যবহৃত গ্যাসের সিলিন্ডারের দাম ১১০৯.৫০ টাকা থেকে বেড়ে ১১২২ টাকা হয়েছে।
এলপিজি-র পর পেট্রোল এবং ডিজেলের ক্ষেত্রেও ডিলারদের কমিশন বাড়তে চলেছে বলে পেট্রোলিয়াম মন্ত্রক সূত্রের খবর। যার জেরে পেট্রোল-ডিজেলের দামও বাড়ানো হতে পারে বলে সংশ্লিষ্ট মহলের আশঙ্কা। পেট্রোলের কমিশন লিটার পিছু ২৩ পয়সা এবং ডিজেলের ১০ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছে পেট্রোলিয়াম মন্ত্রক।
অল ইন্ডিয়া পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল অজয় বনশল জানান, “আমরা পেট্রোলের ক্ষেত্রে লিটার পিছু ৬১ পয়সা এবং ডিজেলের ৪২ পয়সা কমিশন বাড়ানোর দাবি করেছিলাম। কিন্তু সেই দাবি কেন্দ্রীয় সরকার মানেনি।” বর্তমানে পেট্রোলে লিটার পিছু ১.৪৯ পয়সা এবং ডিজেলে ৯১ পয়সা করে কমিশন পান ডিলাররা। ৯১ পয়সা করে কমিশন পান ডিলাররা। |