টুকরো খবর
ব্যবসায়ীদের জন্য অগ্নি লাইসেন্স এ বার অনলাইনে
অগ্নি লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে ব্যবসায়ীদের হয়রানি কমাতে রাজ্য সরকার অনলাইন ব্যবস্থায় তা মঞ্জুর করতে চলেছে বলে জানিয়েছেন দমকলমন্ত্রী জাভেদ খান। কনফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশন্স-এর অন্যতম নেতা ফিরোজ আলি বলেন, “ফায়ার লাইসেন্স পাওয়ার ব্যাপারে ব্যবসায়ীদের হয়রানি বন্ধ করার দাবি দীর্ঘ দিন ধরে জানিয়ে আসছি। অনলাইন ব্যবস্থা চালু হলে তার সুরাহা হবে।” তবে ব্যবসা করতে প্রয়োজনীয় ট্রেড লাইসেন্স পাওয়ার জন্য আগেই ফায়ার লাইসেন্স পাওয়ার আইন একমাত্র পশ্চিমবঙ্গেই চালু আছে বলে অভিযোগ করেন সংগঠনের সাধারণ সম্পাদক সুশীল পোদ্দার। এ দিকে, কলকাতায় অগ্নি নির্বাপণ ব্যবস্থার পরিকাঠামো উন্নত করতে রাজ্য ৭৫ কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা হাতে নিয়েছে। সম্প্রতি এই নিয়ে ওই সংগঠনের এক সভায় এ কথা জানান জাভেদ খান।

নতুন সুগন্ধি
আগামী বছরের মধ্যে দেশে বাজার দখল ২০ শতাংশে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে সুগন্ধি সংস্থা ভানেসা। এই লক্ষ্যে পুরুষদের জন্য ডেনভার ব্র্যান্ডের রক-অন এবং মহিলাদের জন্য ভানেসা ব্র্যান্ডের এনভি ১০০০ এবং অ্যাকোয়া নামের সুগন্ধি এনেছে তারা।

ইয়েস ব্যাঙ্ক
ঋণপত্র ব্রোকারেজ ব্যবসায় নামতে রিজার্ভ ব্যাঙ্কের অনুমতি পেল ইয়েস ব্যাঙ্ক। আগামী অর্থবর্ষ থেকে এই নয়া পরিষেবা চালু করা হবে বলে জানিয়েছে ব্যাঙ্ক। ফলে এখন থেকে গ্রাহকদের ব্যাঙ্কিং ক্ষেত্রের সমস্ত পরিষেবাই দিতে পারবে তারা। যার মধ্যে রয়েছে আমানত, ঋণ এবং লগ্নির অন্যান্য ক্ষেত্র।

কোনার্কের উদ্যোগ
গ্রাহকদের জন্য ফের ‘খুশিও-কে বারিশ’ প্রকল্প আনল কোনার্ক সিমেন্ট। এর আওতায় ১০টি সিমেন্ট ব্যাগ কিনলে মিলবে নিশ্চিত উপহার। আছে লাকি ড্র-এর সুযোগ।

ব্যথার উপশমে
নতুন রূপে বাজারে ফাস্ট রিলিফ ব্র্যান্ডের ব্যথার মলম আনল ইমামি। সংস্থার দাবি, নতুন উপাদানে তৈরি এই মলমে দ্রুত ব্যথা কমবে। টিউব ছাড়া মিলবে স্যাশেতেও।

বোতলবন্দি জল
বাজারে বোতলবন্দি পানীয় জল আনল অলমাইটি গোষ্ঠী। এই অলমাইটি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার মিলবে ৫০০ মিলি এবং ১,২,৫ ও ২০ লিটারের বোতলে।

সেবি-র নির্দেশিকা
অনাবাসী ভারতীয় থেকে বিদেশি আর্থিক সংস্থা। ভারতে সব বিদেশি লগ্নিকারীরই টাকা ঢালা সুগম করতে একই রকম খসড়া নির্দেশিকা তৈরি করছে শেয়ার বাজার নিয়ন্ত্রক সেবি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.