বেনামে সিম, গ্রেফতার ২
নিজস্ব সংবাদদাতা • বরাবাজার |
কারচুপি করে মোবাইলের সিম নেওয়ার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করল পুলিশ। বরাবাজারের ঘটনা। পুলিশ জানিয়েছে, ধৃতেরা হলেন বরাবাজার পঞ্চায়েতের চুক্তিতে নিযুক্ত কম্পিউটার এন্ট্রি অপারেটর সতীনাথ বড়াল ও এক মোবাইলের দোকানদার সঞ্জয় চৌধুরী। বরাবাজারে তাঁদের বাড়ি। বৃহস্পতিবার রাতে পুলিশ তাঁদের ধরে। শুক্রবার পুরুলিয়া আদালতে তোলা হলে বিচারক ধৃতদের এক সপ্তাহের জেল হাজতের নির্দেশ দেন। বরাবাজার মুসলমানপাড়ার বাসিন্দা শেখ রহিমের অভিযোগ, “ইন্দিরা আবাস প্রকল্পে সম্প্রতি আমার নামে একটি ঘর মঞ্জুর হয়েছে। সে জন্য বরাবাজার পঞ্চায়েত অফিসে প্রয়োজনীয় নথি জমা দিয়েছিলাম। সম্প্রতি জানতে পারি, সতীনাথবাবু আমার ওই সব নথি জমা করে মোবাইলের সিম-কার্ড নিয়েছেন। আমাকে প্রতারণা করা হয়েছে।’’ ওই ঘটনায় ওই মোবাইল ব্যবসায়ীও অভিযুক্ত বলে পুলিশের দাবি। তবে চেষ্টা করেও ওই দু’জনের বক্তব্য পাওয়া যায়নি।
|
মদের দোকান সরানোর দাবি
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথপুর |
স্কুলের সামনে থেকে মদের দোকান সরানোর দাবি তুলল যুব তৃণমূল। রঘুনাথপুর ২ ব্লকের গোবরান্দা ও দক্ষিণ চেলিয়ামা এলাকায় দু’টি মদের দোকান সরানোর জন্য তাঁরা আবগারি দফতরের কাছে আর্জি জানিয়েছেন। তাঁদের অভিযোগ, গোবরান্দা মোড়ের কাছে একটি দেশি মদের দোকান রয়েছে। তার খুব কাছে রয়েছে একটি প্রাথমিক স্কুল। খানিক দূরেই রয়েছে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। দক্ষিণ চেলিয়ামা প্রাথমিক স্কুলের কাছেও রয়েছে একটি মদের দোকান। রঘুনাথপুর ২ ব্লকের যুব তৃণমূল সভাপতি স্বপন মাহাতা বলেন, “স্কুলগুলির সামনেই মদের দোকান থাকায় তা পড়ুয়াদের প্রভাবিত করছে এবং তা নিয়ম বর্হিভূত।” আবগারি দফতরের রঘুনাথপুর মহকুমার ডিইসি অশোক মালাকার বলেন, “আমরা তদন্ত করে দেখেছি স্কুলগুলি স্থাপন হওয়ার অনেক আগে থেকেই মদের দোকানগুলি রয়েছে। তখন স্কুল না থাকায় মদের দোকান করার ছাড়পত্র দেওয়া হয়েছিল।” তবে পুরো বিষয়টি আরও খতিয়ে দেখা হবে।
|
কার্ড নিয়ে ক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
কিষান ক্রেডিট কার্ড না দেওয়ার অভিযোগ উঠেছে পুরুলিয়ার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে। এই অভিযোগ নিয়ে কৃষি দফতরের দ্বারস্থ হয়েছেন পুরুলিয়া ২ ব্লকের শিহলী গ্রামের কৃষকেরা। অমর সরকার, উপেন মাহাতো, নেপাল সরকারদের অভিযোগ, চলতি বছরের জানুয়ারি মাসে কিষান ক্রেডিট পাওয়ার জন্য ব্যাঙ্ক থেকে কাগজপত্র পাই। তারপর থেকে নানা অজুহাতে ব্যাঙ্ক কর্তৃপক্ষ আমাদের ঘোরাচ্ছেন। কিন্তু কার্ড দিচ্ছেন না।” জেলা কৃষি দফতরের উপঅধিকর্তা অশ্বিনীকুমার কুণ্ডু বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।” ব্যাঙ্ক কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
|
স্মারকলিপি
নিজস্ব সংবাদদাতা • মানবাজার |
তৃণমূল পরিচালিত মানবাজার ব্লকের কামতা জাঙ্গিদিরি পঞ্চায়েতের বিরুদ্ধে নানা অভিযোগে বৃহস্পতিবার কৃষকসভা স্মারকলিপি দিল। স্থানীয় সিপিএম নেতা ইন্দ্রজিৎ মাহাতোর অভিযোগ, “পঞ্চায়েত কর্তৃপক্ষ ১০০ দিনের কাজের প্রকল্পে মজুরি দিতে গড়িমসি করছে। নানা প্রকল্পে যাঁরা ভাতা পান, তাঁদেরও দেরিতে টাকা দেওয়া হচ্ছে। এই সমস্যাগুলি মেটাতে হবে।” পঞ্চায়েতের উপপ্রধান তৃণমূলের সত্যনারায়ণ মাহাতো বলেন, “দাবিগুলি বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
|
শান্তি বৈঠক
নিজস্ব সংবাদদাতা • মানবাজার |
দুর্গাপুজোয় এলাকায় শান্তি বজায় রাখার জন্য শুক্রবার মানবাজার থানায় বৈঠক হল। বিভিন্ন দফতরের আধিকারিক, পুজো কমিটির উদ্যোক্তা এবং মন্দিরের পুরোহিতেরা ছিলেন। |