পোস্ত চাষ বন্ধ করতে বৈঠক
নিজস্ব সংবাদদাতা • কালনা |
এলাকায় পোস্ত চাষ বন্ধ করতে শুক্রবার একটি বৈঠক করল কালনা মহকুমা প্রশাসন। মহকুমার পুলিশ আধিকারিকেরা ছাড়াও সেখানে ছিলেন বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি, পঞ্চায়েত প্রধানেরা। পোস্ত চাষ করলে কী কী ধরনের শাস্তির মুখে পড়তে হবে তা নিয়ে আলোচনা হয়। পোস্ত চাষ বন্ধ করতে পঞ্চায়েতের কড়া নজরদারির উপরে জোর দেওয়া হয়। গত বছরও অবশ্য পোস্ত চাষ রুখতে এমন বৈঠক হয়েছিল। তা সত্ত্বেও সে বার পূর্বস্থলী-সহ নানা জায়গায় আবগারি দফতরের অভিযানে পোস্ত চাষ ধরা পড়ে।
|
দেওয়াল ধসে মৃত্যু বর্ধমানে
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
মাটির দেওয়াল ধসে মৃত্যু হল আউশগ্রাম থানার নওদা গ্রামের এক দম্পতির। তাঁদের নাম দাসু হেমব্রম (৫৫) ও বাহা হেমব্রম (৫১)। পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় মাটির দেওয়ালের তলা থেকে তাঁদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। শুক্রবার সকালে তাঁদের মৃত্যু হয়। |