পুস্তক পরিচয় ৩...
‘আ প্রেস’ নয়, ‘দ্য প্রেস’
ফ্যাক্ট ইজ অফেন স্ট্রেঞ্জার দ্যান ফিকশন।
মন্তব্যটি করেছিলেন এম জি হ্যালে, জিম করবেটের ভুবনবিখ্যাত ম্যান-ইটারস অব কুমায়ুন-এর প্রথম সংস্করণ (অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস ইন্ডিয়া, ১৯৪৪)-এ। কিপলিংয়ের সঙ্গে করবেটের তুলনায় করা মন্তব্যটা মনে পড়ছিল শুক্রবার, শমীক বন্দ্যোপাধ্যায়ের করবেট-পাঠ-এর সূত্রে। উপলক্ষ ছিল ভারতে ওইউপি-র শতবর্ষ, যে ১০০ বছর প্রমাণ করেছে ফ্যাক্ট ইজ অফেন স্ট্রেঞ্জার দ্যান ফিকশন
করবেটই অবশ্য ওইউপি-র প্রথম বই নয়। ১৯১২-য় বোম্বেতে ভারতে প্রথম অফিস চালু করার পরে প্রকাশিত হয় প্রথম বই সর্বেপল্লি রাধাকৃষ্ণণের এসেন্সিয়ালস অব সাইকোলজি। কিন্তু এ হেন ‘অ্যাকাডেমিক’-এই আটকে থাকেনি ওইউপি, ১৯২২-এ তার ‘ফিকশন’-এ প্রবেশ, শ্রীকান্ত-র ইংরেজি অনুবাদে। পরের বছর এডওয়ার্ড টমসনের পরামর্শ বিশ্বখ্যাত প্রকাশনাটিকে, ‘ভারতীয়রা যা লিখছেন তা প্রকাশ করুন।’ ক্রমে পুরোদস্তুর ভারতীয় হয়ে উঠতে থাকল ওইউপি ইন্ডিয়া। একের পরে এক প্রকাশিত হল নেহরুর লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার (১৯৩১), গাঁধীর মাই আর্লি লাইফ: ১৮৬৯-১৯১৪ (১৯৩২), টি এল এইচ স্মিথ-পিয়ার্সের ইংলিশ এররস ইন ইন্ডিয়ান স্কুলস (১৯৩৫), জিম করবেটের ম্যান-ইটিং লেপার্ড অব রুদ্রপ্রয়াগ (১৯৪৭)...
এই ত্রিবিন্দুচিহ্নটিতে নিহিত আছে এক যাত্রা। তার ভিতরের কথা গ্রন্থতালিকা বাড়ানো নয়, ঔপনিবেশিক ভারতে পথ চলা শুরু করে ভারতীয় মননকে প্রকাশের চ্যালেঞ্জ। ম্যাক্সমুলারের পঞ্চাশ খণ্ডের সেক্রেড বুকস অব দি ইস্ট বিক্রি দিয়ে ভারতে বইয়ের ব্যবসা শুরু করেছিল যারা ক্রমে তারা বোঝে এ দেশে তাদের লক্ষ্যপাঠক অ্যাংলো-ইন্ডিয়ানরা নয়, ভারতীয়রাই। সেটা বিংশ শতকের গোড়া, গ্রিম-গল্প সরিয়ে তখন জাগছে বেতাল পচ্চিসি, হয়ে উঠছে ভারতীয় লোককথার পুনরুজ্জীবন পর্ব। সময়ের মনটাকে বুঝেছিলেন ম্যানেজার আর ই হকিন্স, ভারতীয় বিদ্বজ্জনের পরামর্শ নিয়েছিলেন সম্পাদনা, অনুবাদ এবং নিজস্ব ঘরানা তৈরিতে। সময়ের সঙ্গে, কখনও বা আগেও, এগিয়ে চলার সেই ধারা আজও বজায় আছে, ইংরেজি-ইংরেজি-বাংলা অভিধান প্রকাশের প্রকল্প যার অন্যতম প্রমাণ।
ভারত অক্সফোর্ডের কাছে তাই নিছক আর একটা বিপুল বাজার নয়, প্রকাশনার একটা স্বতন্ত্র ক্ষেত্র। এই স্বাতন্ত্র্যেই অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস ইন্ডিয়া ‘আ প্রেস’ নয়, ‘দ্য প্রেস’, যে নামে নিজেদের সংস্থাকে ডাকেন তার কর্মীরা।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.