দ্বিজেন্দ্রলাল রায়ের সার্ধশত জন্মবর্ষে ‘তরঙ্গ’ আয়োজিত অনুষ্ঠানে শুরুতেই কুমকুম বন্দ্যোপাধ্যায় শোনালেন ৬টি গান। তার মধ্যে ‘নীলাকাশের অসীম ছেয়ে’ উল্লেখযোগ্য। মলিনা রুদ্র শোনালেন ‘চাহি অতৃপ্ত নয়নে’, ‘গিরি গোবর্ধন’ প্রভৃতি। পরবর্তী শিল্পী শান্তনু রায়ের নিবেদনে আন্তরিকতা ছিল, কিন্তু যথার্থ প্রশিক্ষণের অভাব। ফলে দ্বিজেন্দ্রলালের সঙ্গীতের রূপটি ফুটে ওঠেনি তাঁর গানে। সব শেষে মঞ্চে এলেন নীলা মজুমদার। এ দিন তিনি পরিবেশন করলেন দ্বিজেন্দ্রলালের নাটকের গান। ‘ওই মহাসিন্ধুর ওপার থেকে’ (চন্দ্রগুপ্ত), ‘আমরা মলয় বাতাসে’ (ভীষ্ম), ‘আজি এসেছি’ (সাজাহান), ‘যদি এসেছ বঁধু হে, ‘দয়া করি কুটিরে আমারি’ (দুর্গাদান) প্রভৃতি গানগুলি। দ্বিজেন্দ্রলালের সুরবৈচিত্রের অসাধারণত্ব ফুটে উঠেছে শেষের গানটিতে। কীর্তনাঙ্গের ‘তুমি যে হে প্রাণের বঁধু’ (চন্দ্রগুপ্ত) শিল্পীর কণ্ঠের অসাধারণ পরিবেশন। ‘তোমারেই ভালবেসেছি’ (পরপারে) গানটি তাঁর কণ্ঠে শুনে শ্রোতারা মুগ্ধ। তবে হাসির গানটি ‘আনন্দ বিদায়’ নাটকের ‘কৃষ্ণ বলে আমার রাধে একবার বদন তুলে চাও’ শুনে শ্রোতাদের হাসি যেন থামতেই চায় না। শিল্পীর অনুষ্ঠান শেষ হল ‘ধনধান্যে পুষ্পে ভরা’ (সাজাহান) দিয়ে।
|
সম্প্রতি ইন্দুমতী সভাগৃহে ‘অন্বেষা’র আয়োজনে হয়ে গেল বর্ষার গান ও আবৃত্তির অনুষ্ঠান। বাচিক শিল্পী সুপ্রকাশ মুখোপাধ্যায় শুরুতেই আবৃত্তি শোনালেন। তাঁর কণ্ঠে রামচন্দ্র পালের ‘বৃষ্টি পড়ে তোমার নামে’, তরুণ সাহার ‘কত দিন বৃষ্টি খাই না’ প্রভৃতি বর্ষার কবিতাগুলি প্রেক্ষাগৃহে এক অন্য মাত্রা এনে দিয়েছিল। এ ছাড়া ভাল আবৃত্তি করলেন উষসী সেনগুপ্ত, অনিন্দিতা মিত্র পাইক, সৌমি চক্রবর্তী। গানে জয়তী ভট্টাচার্যের কণ্ঠে শুনতে ভাল লাগে ‘বাদল দিনের প্রথম কদম ফুল’, সুছন্দা ঘোষের কণ্ঠে ‘বাদল মেঘে মাদল বাজে’, মানসী ভট্টাচার্যের কণ্ঠে ‘আজি ঝর ঝর মুখর বাদল দিনে’, মালবিকা ভট্টাচার্যের কণ্ঠে ‘টাপুর টুপুর সারা দুপুর’ প্রভৃতি গান।
|
সম্প্রতি আশুতোষ শতবার্ষিকী হলে অনুষ্ঠিত হল একটি সুন্দর সাংস্কৃতিক সন্ধ্যা। হৈমন্তী শুক্লর গানগুলিতে ছিল নস্টালজিক অনুভূতি। জোজো, পল্লব ঘোষ, সৈকত মিত্র, সাক্ষর বসু প্রমুখ শিল্পীও শোনালেন পুরনো গানগুলি নতুন করে। মালবিকা সুর শোনালেন ‘ঘুম ঘুম চাঁদ’ এবং অমানুষ ছায়াছবির একটি গান। প্রত্যেক শিল্পীই এ দিন তাঁদের গুণগত মান বজায় রেখেছেন।
|
শুনতে হলে |
|
কান্নার রবীন্দ্রনাথ:
গানে-অলক রায়চৌধুরী,
সুছন্দা ঘোষ,
শ্রাবণী ঘোষ। গ্রন্থনায়- শ্রাবণী
ও
সঞ্জয় ঘোষ। সিডি। ইউ ডি। |
|
একলা তোর:...:
আধুনিক গানে অন্বেষা।
১০টি গানের সিডি।
রাগরঞ্জনী থেকে প্রকাশিত। |
|
এবার নজরুল:
রাঘব চট্টোপাধ্যায়ের
কণ্ঠে নজরুলগীতি।
সিডিতে ৯টি গান।
আশা থেকে প্রকাশিত। |
|
পরম পিতা শ্রীরামকৃষ্ণ:
ভক্তিগীতি উজ্জ্বল হালদারের
কণ্ঠে। ৯টি গান।
সিডি। ইউ ডি। |
|