...পুজোর মঞ্চ ঢাকের তালে...
লছে প্রস্তুতি। চা-বিস্কুট-শিঙাড়া-নিমকিও। সামনেই পরীক্ষা।
পরীক্ষার উপলক্ষ পুজো, লক্ষ্য নিজেদের সুপ্ত প্রতিভাকে তুলে ধরা।
সল্টলেকে ব্লক ও আবাসনের অধিকাংশে এখন চলছে সাংস্কৃতিক অনুষ্ঠানের মহড়া। উদীয়মানদের সঙ্গে নামজাদা শিল্পীদের অনুষ্ঠানের তালিকায় নাচ-গান-কবিতা-নাটক কী নেই! সব থেকে বেশি করে যেটা আছে সেটা হল পুজোর আগেই পুজোর আমেজ।
সিজে ব্লক এফডি ব্লক
ডিএল ব্লকের গৃহবধূ ভারতী চট্টোপাধ্যায়ের কথায়: “দশমী অবধি ব্লকেই থাকব। মহড়া দিতে দিতে কোথা থেকে যে দিনগুলো চলে যায় বুঝতেই পারি না। এত আনন্দ যদি বছরের সব সময়ে পেতাম! তা কি আর সম্ভব!”
এফডি ব্লক পুজো কমিটির সম্পাদক প্রদীপ তরফদার বললেন, “আয়োজন সম্পূর্ণ। এ বার আমাদের পুজোয় আকর্ষণ নামী শিল্পীদের গান। বাকি প্রায় সব দিনেই থাকছে স্থানীয় প্রতিভাদের নানা অনুষ্ঠান।” ফাল্গুনী আবাসিক সমিতির সম্পাদক অসিত ভট্টাচার্য বললেন, “আমাদের আবাসনের প্রায় প্রতিটি ঘরের কচিকাঁচা নিয়ম করে রেওয়াজ করছে। এখন ওদের খেলাধূলা নেই। সন্ধ্যার সময়ে মায়ের হাত ধরে ঠিক হাজির হচ্ছে। কী উৎসাহ ভাবতে পারবেন না।” কথা বলতে বলতেই বারো বছরের নভনীল গড়গড়িয়ে বলে গেল রবীন্দ্রনাথের আস্ত একটা কবিতা। দশ বছরের চিত্রনিভা শোনাল, ‘আলোকের এই ঝর্ণাধারায়’।
ফাল্গুনী
ষষ্ঠী থেকে দশমী অনুষ্ঠানের মঞ্চে আগমনী, রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি কোথাও কোথাও ছুঁয়ে যাবে হিন্দি ও ইংরেজি গানের রেশও। বিডি ব্লক পুজো কমিটির কোষাধ্যক্ষ ইমন চক্রবর্তী বললেন, “নতুন প্রজন্মের চাহিদার সঙ্গে তাল রেখে চলতে হচ্ছে।”
আর নাটক? সিজে ব্লক সম্পাদক কোয়েলি ভক্তের কথায়: “নাটক বাছাইয়ে নতুন নাটকের পাশাপাশি পুরনো নাটককেও সমান গুরুত্ব দিয়ে থাকি, কিছুটা নস্ট্যালজিয়া থেকেই।” আইএ ব্লকের প্রবীণ বাসিন্দা সমীর পাল বলেন, “সল্টলেকের সাংস্কৃতিক ঘরানায় রুচির মেলবন্ধন আগে যা ছিল এখনও তাই আছে।”

কোথায় কী
ইসি: আগমনী, গিটারে আধুনিক গানের সুর, আবৃত্তি, ফিউশন নাচ, নাটক ‘ঘুমন্ত রাজকন্যা’, ‘বিন্দুর ছেলে’, শ্রুতিনাটক ‘একটি পারুল বোন’।
সিজে: নাটক ‘লালকমল নীলকমল’, ‘যমপুরীতে ধর্মঘট’, ‘দত্তক’, ‘একটি অবাস্তব গল্প’ বাউল গান, জুন মাল্য ডান্স ট্রুপের অনুষ্ঠান।
আইবি: ছো নাচ, আর ডি বর্মণ স্মরণ, বাউল গান, নাটক ‘অবাস্তবের নেপথ্যে বাস্তব’, ‘হনুমতিপালা বা মন্দোদরী হরণ’, ক্যালকাটা ইউথ কয়্যারের অনুষ্ঠান।
জিডি: আবৃত্তি, জাপানি শিল্পীর বাউল গান।
এফডি: আধুনিক গান, নাটক ‘অবাক জলপান’, শ্রুতিনাটক ‘বিধাতা পুরুষ’, নাটক ‘চমচমকুমার’, ‘অদলবাদল’, ‘রণদুন্দুভি’, হিন্দি ও বাংলা ব্যান্ড।
বিডি: বনশ্রী সেনগুপ্তের আধুনিক, সমকালীন সিনেমার গান।
এইচএ: নৃত্যনাট্য ‘সবুজপাখি নীলপাখি’, আধুনিক গান, নাটক ‘তাসের দেশ’, ম্যাজিক শো, বাংলা ব্যান্ড।
বিএল: সমকালীন গানে নাচ, নাটক ‘ভাড়াটে চাই’, শ্রুতিনাটক ‘আজ বসন্ত’।
ইই: বিশ্ব বিবেকানন্দ আলেখ্য, চাঁদ সদাগরের পালা।
ফাল্গুনী: নাটক ‘অথঃ ভগবতী কথা’, ‘সত্যি ভূতের গপ্পো’।
লাবণি: পুরনো গানের কোলাজ।

ছবি: শৌভিক দে




অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.