...সময় এল কাছে

ময়ূরের পেটে দুর্গা

বৈষ্ণবঘাটা যাত্রাশুরু সঙ্ঘ: এ বারের থিম ‘পুরাণ বৃক্ষে জীবনবাণী’। নানা পৌরাণিক কাহিনির গাছেদের প্রতিকৃতি দিয়ে সেজে উঠবে মণ্ডপ। মণ্ডপ তৈরিতে ব্যবহৃত হবে বাঁশ ও কাঠ।

মুকুন্দপুর সর্বজনীন: আজকের মেয়েরা কর্মক্ষেত্রে টেক্কা দিচ্ছেন পুরুষদের। তাই এই পুজোয় বাঁশ, কাঠ, বাটাম, প্লাই ও অ্যক্রিলিক পাতে আঁকা প্রতিকৃতির মাধ্যমে তুলে ধরা হবে বিভিন্ন পেশায় যুক্ত নারীদের কথা। আলোর খেলায় মায়বী পরিবেশ। এ পুজোর থিম ‘অন্য দুগ্গা’।
কেন্দুয়া শান্তি সঙ্ঘ বৈষ্ণবঘাটা বালক সমিতি
বৈষ্ণবঘাটা বালক সমিতি: এ বার ৫৫ বছরে কালিম্পংয়ের এক বৌদ্ধ মঠের আদলে তৈরি হবে মণ্ডপ। ব্যবহার হচ্ছে বাঁশ, কাপড়, থার্মোকল ও প্লাইউড। সিকিম থেকে আনা হয়েছে রংবেরঙের নিশান। প্রবেশপথের দু’ধারে থাকবে ‘প্রেয়ার হুইল’।

রায়পুর ক্লাব: বিশাল ময়ূরের আকারে তৈরি হচ্ছে মণ্ডপ। তার মুখের ভিতর দিয়ে মণ্ডপে ঢুকতে হবে দর্শনার্থীদের। মণ্ডপ সাজানো হবে দুর্গা, কার্তিক, গণেশ, লক্ষ্মী ও সরস্বতীর বাহনের মডেল দিয়ে।

বাঘাযতীন বি ও সি ব্লক সর্বজনীন: ওড়িশার ধবলগিরির মন্দিরের আদলে তৈরি হচ্ছে বিশাল মণ্ডপ। প্রতিমা সাবেক।
বৈষ্ণবঘাটা বালক সমিতি কেন্দুয়া শান্তি সঙ্ঘ
সন্তোষপুর রাসমণি বাগান দুর্গোৎসব: এই পুজোর বয়স ছয় দশকেরও বেশি। প্রতিমায় থাকবে সাবেকিয়ানার ছোঁয়া। অষ্টমীর দুপুরে প্রীতিভোজের আসর এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

কেন্দুয়া শান্তি সঙ্ঘ: উৎস থেকে মোহনা পর্যন্ত গঙ্গার সর্বত্রই দূষণ ছড়িয়ে পড়েছে। হরিদ্বারের পরিবেশ এবং সেখানে গঙ্গার দূষণ তুলে ধরা হবে শান্তি সঙ্ঘের পুজোর মণ্ডপসজ্জায়। গঙ্গার দূষণ রোধে সচেতনতা গড়ে তুলতেই এই থিম বলে উদ্যোক্তারা জানিয়েছেন।
বৈষ্ণবঘাটা যাত্রাশুরু সঙ্ঘ
পূর্ব রাজাপুর অধিবাসীবৃন্দ: এই পুজোর থিম ‘আবার আরণ্যক’। বাঁকুড়ার মৃৎশিল্প, বাংলাদেশ এবং ত্রিপুরার হস্তশিল্পের মেলবন্ধনে গড়ে উঠবে মণ্ডপ। সেই সঙ্গে আলোকসজ্জায় ব্যবহার করা হচ্ছে শোলার ল্যাম্প। মণ্ডপ জুড়ে থাকছে উষ্ণায়নের বিপদ সম্পর্কে প্রচার।

পূর্ব সন্তোষপুর মহিলাবৃন্দ: পাড়ার মহিলারাই প্রতি বছর এই পুজোর আয়োজন করেন। চাঁদা তোলা থেকে প্রতিমা নিরঞ্জন সবই করেন তাঁরা। সাবেকিয়ানা বজায় রেখেই হবে পুজোর আয়োজন।

ছবি: পিন্টু মণ্ডল




অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.