জপুর ব্যায়াম সমিতি: মণ্ডপসজ্জায় থাকবে সাতটি পক্ষীরাজ ঘোড়া-সহ স্বর্গরথ। ঘোড়াগুলি তৈরি হবে কাস্ট আয়রন ও ফাইবার দিয়ে। রথে থাকবে গ্লাস পেন্টিংয়ে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের ছবি। সঙ্গে আলোর খেলা।
প্রগতি পল্লি: কালিন্দী এলাকার এই পুজোর থিম ছত্তীসগঢ়ের লোকশিল্প।
দমদম পার্ক ভারত চক্র: থিম ‘আলোর সন্ধানে’। মণ্ডপসজ্জায় থাকবে বিশাল সূর্য। তার জ্যোতিতে উদ্ভাসিত হবে বর্ণময় জীবজগৎ।
দমদম পার্ক যুবকবৃন্দ: জাপানি শিল্প অরিগ্যামিকে ফুটিয়ে তোলা হবে
মণ্ডপে। কাগজ কেটে তৈরি হবে
মণ্ডপসজ্জার উপকরণ।
দমদম পার্ক তরুণ দল: উলের তৈরি পদ্ম, শিউলি, মেঘ ও মাছ দিয়ে সেজে উঠবে মণ্ডপ। ৫০ ফুট উঁচু, ৩০ ফুট চওড়া উলের পদ্মফুলে ঢুকে প্রতিমাকে দেখতে পাবেন দর্শকেরা। থাকবে উলের মৎস্যকন্যাও। |