...সময় এল কাছে কার্টুন থেকে ক্যালেন্ডার

খড়দহ রবীন্দ্রপল্লি সর্বজনীন দুর্গোৎসব: এ বার ৫৯ বছর। কাল্পনিক মন্দিরের আদলে মণ্ডপ। একচালার সাবেক প্রতিমা। মানানসই আলো।

খড়দহ নেতাজি স্পোর্টিং ক্লাব: ৫২তম বছরে থার্মোকল দিয়ে মণ্ডপ সাজানো হচ্ছে। ছোট-বড় অসংখ্য থার্মোকলের থাম দিয়ে তৈরি মণ্ডপে থাকছে সূক্ষ্ম কারুকাজ। মানানসই প্রতিমা।

কুলীনপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটি: ৭৫তম বছরে থিম ‘শক্তিরূপেণ সংস্থিতা’। কঞ্চির উপরে শাড়ির পাড় দিয়ে মাদুরের মতো বুনে তৈরি হচ্ছে গোটা মণ্ডপ। মণ্ডপের মাঝে থাকবে কৃত্রিম ভাবে তৈরি অগ্নিকুণ্ড। দুর্গার ৫১টি রূপের আঁকা ছবি থাকছে। দুর্গার বাহন এখানে ঘোড়া।

খড়দহ আদর্শপল্লি: প্লাইউড, কাপড় দিয়ে কোচবিহার রাজবাড়ির আদলে তৈরি হচ্ছে মণ্ডপ। কাচের উপর নকশা কেটে মণ্ডপের গায়ে লাগানো হচ্ছে। মণ্ডপ সংলগ্ন মাঠে মেলা হয়।

মিত্র মঞ্চ (রহড়া বকুলতলা): ২২তম বছরে থিম পুরুলিয়ার ছো নাচ। উঠে আসছে পুরুলিয়ার গ্রাম। মণ্ডপসজ্জায় ব্যবহার হচ্ছে ছো নাচের বিভিন্ন মুখোশ। টালি, মাটির গ্লাস, কল্কে দিয়ে সাজানো হচ্ছে মণ্ডপ। মানানসই প্রতিমা। পুজোর চার দিন ছো নাচের আয়োজন করা হবে।
কুলীনপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটি খড়দহ নেতাজি স্পোর্টিং ক্লাব

রহড়া গভার্নমেন্ট কলোনি (মহিলা পরিচালিত পুজো): ৫০তম বছরে থিম বাংলার ক্যালেন্ডার। বাংলা ক্যালেন্ডারের বিশেষ দিনগুলির গুরুত্ব বোঝানোর জন্য বিভিন্ন মডেল, ভাস্কর্য ও ছবির ব্যবহার করা হচ্ছে। মণ্ডপসজ্জায় কুলো, ঘট, সরা, পাট, ইত্যাদি ব্যবহার করা হচ্ছে। প্রতিমা গ্রাম্যবধূর আদলে।

পঞ্চবটী উন্নয়নী সমিতি (সোদপুর): কাল্পনিক রাজবাড়ির আদলে মণ্ডপ। প্লাই, পাট, প্লাস্টার অফ প্যারিস, থার্মোকল দিয়ে তৈরি হচ্ছে মণ্ডপ।
পিয়ারলেসনগর সর্বজনীন দুর্গোৎসব কমিটি (সোদপুর): পুরনো দালান বাড়ির আদলে বেল দিয়ে সাজছে মণ্ডপ। থাকছে বেলের তৈরি মডেলও।

আগরপাড়া কল্যাণপুর মিলনী: ৬৪তম বর্ষ। নারকেল গাছের পাতা, দড়ি, ছোবড়া-সহ হোগলা পাতা, বেড়া দিয়ে সেজে উঠছে মণ্ডপ। নারকেল পাতার ডগার শক্ত অংশ দিয়ে তৈরি হচ্ছে বিভিন্ন মডেল।
নতুনপল্লি (উত্তর বাসুদেবপুর) মিত্র মঞ্চ (রহড়া বকুলতলা)

নতুনপল্লি (উত্তর বাসুদেবপুর): ৫৫তম বর্ষ। এ বারের থিম পুরীর ধবলগিরির মন্দির। ৭৫ ফুট উঁচু মণ্ডপ তৈরি হচ্ছে প্লাই, কাপড়, কাঠ দিয়ে।

মহাজাতিনগর সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি: ৬৩তম বর্ষ। বেলুড় মঠের আদলে মণ্ডপ। সাবেক প্রতিমা।

সাতেরপল্লি সর্বজনীন দুর্গোৎসব কমিটি: ৬১তম বর্ষ। থিম কার্টুন। নন্টে-ফন্টে, হাঁদা-ভোঁদা, বাঁটুল থেকে টম ও জেরি হাজির সবাই। রঙের ব্যবহার নজর কাড়বে।

শহিদ কলোনি সর্বজনীন শারদোৎসব: ৬৩তম বছরের পুজো। এ বারের থিম লালকেল্লা। বাঁশ, কাঠ, প্লাই দিয়ে তৈরি মণ্ডপ। প্রাচীন মূর্তির আদলে মণ্ডপ।

শক্তিনগর সর্বজনীন: ২৯তম বছরের পুজোয় থিম গোলকুন্ডার দুর্গ। কৃষ্ণনগরের প্রতিমা। ডাকের সাজ।

পূর্ব পানিহাটি সর্বজনীন: ৬৫তম বছরের পুজোয় প্রাচীন, জীর্ণ মন্দিরের অনুকরণে মণ্ডপ তৈরি হচ্ছে। প্রাচীন মূর্তির আদলে প্রতিমা।

ছবি: অলকেশ মণ্ডল




অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.