...সময় এল কাছে |
তালপাতা থেকে বাউলের দেশ
ইলিশ মাছ থেকে ঘুঁটে। থিম পুজোয় বাদ নেই কিছুই।
চমক দেওয়ার
হরেক আয়োজন।
খোঁজ নিলেন আর্যভট্ট খান |
|
|
উল্টোডাঙা ইউনাইটেড ক্লাব: থিম ইলিশ মাছ। ৫০ বছরের এই পুজোর মণ্ডপে থাকবে বিভিন্ন আকারের ফাইবারে ইলিশ। থাকছে ইলিশ নিয়ে নানা বার্তাও। যেমন নদী-দূষণের ফলে কী ভাবে ইলিশের ক্ষতি হচ্ছে, খোকা ইলিশ না-ধরার আর্জি।
লাইট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন: উল্টোডাঙা অঞ্চলের ৪৮ বছরের এই পুজোর মণ্ডপ হচ্ছে প্যাগোডার আদলে। প্যাগোডার কারুকার্য হুবহু তুলে ধরা হবে। এ ছাড়াও থাকবে ঠাকুরদালান।
গুরুদাস দত্ত গার্ডেন লেন সর্বজনীন: ঘুঁটের তৈরি নানা শিল্প। মাদুরের ওপর ঘুঁটের মডেল। মণ্ডপে গ্রামবাংলার মাটির ঘরের সোঁদা গন্ধ।
|
|
|
মুরারিপুকুর বিধান সঙ্ঘ |
উল্টোডাঙা ইউনাইটেড ক্লাব |
|
শুঁড়ির বাগান সর্বজনীন: ৪৮ বছরের এই পুজোর মণ্ডপ জুড়ে তালপাতা। তালপাতার বাঁশি ও পাখা, তালপাতায় লেখার নিদর্শনও। প্রতিমার পোশাক, অলঙ্কারও তালপাতার।
মুরারিপুকুর বিধান সঙ্ঘ: মাটির ভাঁড়, হাঁড়ি, গরুর গাড়ি, নৌকা থাকবে ৪৪ বছরের এই
পুজোর মণ্ডপে। দেখা যাবে কুমোর কী ভাবে মাটির জিনিস তৈরি করেন। বাঁশ ও খড় দিয়ে
তৈরি হবে মণ্ডপ।
কবিরাজবাগান সর্বজনীন: সাবেক পুজো হলেও ৪৮ বছরের এই পুজোর মণ্ডপ হবে তিরুপতির মন্দিরের আদলে।
উল্টোডাঙা পল্লিশ্রী: ৬৮ বছরের এই পুজোর থিম পদ্মফুলের দেশ। মণ্ডপে ঢোকার সময় দেখা যাবে পদ্মের কুঁড়ি। সেই কুঁড়ি ধীরে ধীরে ফুটবে মণ্ডপের শেষে। এখানে দেবীর অধিষ্ঠান পদ্মফুলে। জলের ওপর পদ্মফুল ফুটে থাকতে দেখা যাবে মণ্ডপে।
দাসপাড়া সর্বজনীন: থিম বাউলের দেশে। তালপাতার ছাউনির উপর বাউলদের জীবনযাত্রা তুলে ধরা হবে। বাউলদের দৈনন্দিন কাজে ব্যবহৃত টুকিটাকি জিনিসপত্রও দেখা যাবে মণ্ডপে। মণ্ডপের দেওয়ালে লেখা থাকবে বাউল গান। শোনা যাবে বাউল গানও। |
|
|
শুঁড়ির বাগান সর্বজনীন |
দাসপাড়া সর্বজনীন |
|
১৩ ও ১৪ পল্লি সর্বজনীন: মণ্ডপ জুড়ে থাকবে ডেঙ্গি, ম্যালেরিয়া, এডস, থ্যালাসেমিয়া, পোলিও নিয়ে সচেতনতার বার্তা। কিছু লেখা ও কিছু মডেল। কী ভাবে ওই সব রোগের হাত থেকে বাঁচা যায় তা নিয়েও থাকবে নানা তথ্য।
গৌরিবেরিয়া সর্বজনীন: ৭৯ বছরের এই পুজো মণ্ডপ জুড়ে থাকবে প্যাকাটির ওপর বার্নিশ করে নানা ধরনের কাজ। রামায়ণের নানা কাহিনি তুলে ধরা হবে।
বিডন স্ট্রিট সর্বজনীন: ৭২ বছরের এই পুজোর মণ্ডপ বাঁকুড়ার রাজবাড়ির আদলে। প্রতিমা একচালার। রাজবাড়ির ভেতর ঠাকুরদালান। মণ্ডপ জুড়ে থাকবে রাজবাড়ির পুজোর নানা নিদর্শন।
মাধব দাস লেন সর্বজনীন: ৪২ বছরের পুরনো এই পুজোর প্রতিমা সাবেক। মন্দিরের
আদলে মণ্ডপ।
গোয়াবাগান সর্বজনীন দুর্গোৎসব: রাজস্থানের মন্দিরের আদলে মণ্ডপ। সেই সঙ্গে রাজস্থানের গ্রামের ব্যবহার করা নানা দৈনন্দিন জিনিসপত্রও এই মণ্ডপে দেখা যাবে। ৮১ বছরের এই
পুজোর প্রতিমা রাজস্থানের শ্বেতপাথরের মূর্তির অনুকরণে। |
ছবি: স্বাতী চক্রবর্তী |
|