...সময় এল কাছে আবাসনে অর্চনা
লাবণি আবাসন: থিম ‘দুগ্গা থেকে দুর্গা’। মণ্ডপ, প্রতিমা, আলোকসজ্জায় ভিন্ন আর্থসামাজিক প্রেক্ষাপটে দুই নারীর অসম অবস্থানকে তুলে ধরা হচ্ছে। থিম ফুটিয়ে তুলতে বাঁকুড়ার কাঠ খোদাই শিল্প ব্যবহার করা হচ্ছে। ১৫ ফুটের কাঠের প্রতিমা।

ইই ব্লক: ১৫তম বর্ষে প্রথম থিমের পথে হাঁটা। এ বারের ভাবনা স্বামী বিবেকানন্দের সিমলার বাড়ি। মোহনবাঁশি রুদ্রপালের একচালার প্রতিমা। স্বামীজির জীবনের নানা ঘটনার ছবি এবং তথ্যের প্রদর্শনী। বিচিত্রানুষ্ঠান এবং পংক্তিভোজন বিশেষ আকর্ষণ।

ইসি ব্লক: ৩৬তম বর্ষে মন্দিরের আদলে মণ্ডপ, সাবেক প্রতিমা। মন্দিরের গায়ে ১৮টি স্তম্ভে থাকবে গীতার বিভিন্ন অধ্যায়ের নির্বাচিত শ্লোক। মন্দিরের দেওয়ালে পুরাণের নানা ঘটনাবলি ভাস্কর্য ও ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হবে। মন্দিরের ভিতরেও বিভিন্ন দেবদেবীর মূর্তির পাশাপাশি থাকবে নানা কারুকার্য।

বিদ্যাসাগর আবাসন: উদ্যোক্তাদের দাবি, এটি বিধাননগরের সব থেকে পুরনো আবাসনের পুজো। ৪২তম বর্ষে সাবেক রীতিতে পুজো। একচালার প্রতিমা। ঠাকুরদালানের আদলে মণ্ডপ। এই আবাসনের বাসিন্দাদের একাংশ দেশের বাইরে থেকেও পুজো পরিচালনায় সহযোগিতা করেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

করুণাময়ী জি ব্লক: ৩০তম বর্ষে দক্ষিণ ভারতের নাটমন্দিরের আদলে মণ্ডপ। সাবেক রীতিতেই পুজো। সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পংক্তিভোজনে বাসিন্দাদের অংশগ্রহণই মুখ্য উদ্দেশ্য।
এএইচ ব্লক ইসি ব্লক সৌরভ আবাসন
ফেস ১ (এ-ডি ব্লক): ৩৩তম বর্ষ। সাবেক রীতিতেই মণ্ডপ ও প্রতিমার পরিকল্পনা।

ফেস ৪ সৌরভ আবাসন: দশম বর্ষে সাবেক মণ্ডপ। প্রতিমার ডাকের সাজ। প্রতিমা এখানেই তৈরি হয়। চলে আগমনী গান। আবাসিকদের নিয়ে বিচিত্রানুষ্ঠানের অয়োজন করা হয়। অনাথ শিশুদের নিয়ে কাজের মতো নানা সামাজিক কাজও হয়।

কেএলএম: ঘরোয়া পুজো। সাবেক একচালার প্রতিমা ও মণ্ডপ। পংক্তিভোজন এবং বিচিত্রানুষ্ঠান বিশেষ আকর্ষণ।

অমর্ত্য আবাসন: দশম বর্ষে সাবেক রীতির পুজো। মণ্ডপ এবং প্রতিমা সাবেক। বিচিত্রানুষ্ঠান এবং পংক্তিভোজনে আবাসিকদের অংশগ্রহণই উদ্দেশ্য।

কেসি ব্লক: ২৬তম বর্ষে সাবেক রীতিতে পুজোর আয়োজন। সাবেক প্রতিমা ও মণ্ডপ। পুজোর ক’দিন পংক্তিভোজন আর
বিচিত্রানুষ্ঠান চলবে।

পূর্বাচল স্পোর্টস অ্যান্ড কালচারাল কমিটি: উদ্যোক্তাদের দাবি, বিনা চাঁদায় পুজোর আয়োজন করা হয়। ১৫ ফুটের ডাকের সাজের সাবেক প্রতিমা। মণ্ডপ সাবেক। চন্দননগরের আলোকসজ্জা। পূর্বাচলের ১২ ও ১৪ নম্বর ক্লাস্টারের বাসিন্দারা এই পুজোয় সহযোগিতা করেন।

লাবণি

এজে ব্লক
পূর্বাচল ক্লাস্টার ৮: দ্বিতীয় বর্ষে সাবেক রীতিতে পুজো। সাবেক মণ্ডপ ও প্রতিমা। বাসিন্দাদের অংশগ্রহণই মুখ্য আকর্ষণ। প্রদীপ জ্বালানো, শঙ্খবাদন-সহ নানা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পংক্তিভোজনের আয়োজন হচ্ছে।

বৈশাখী আবাসন: ২৮তম বর্ষে পুরনো মন্দিরের আদলে মণ্ডপ। কুমোরটুলির মহিলা শিল্পীর গড়া শোলার সাজের প্রতিমা।

শ্যামলী আবাসন: ৩৫তম বর্ষে সাবেক রীতিতে পুজোর আয়োজন করা হচ্ছে।

এফই ব্লক: ২৪তম বর্ষে সাবেক রীতিতে পুজোর আয়োজন। বাগবাজারের মূর্তির আদলে প্রতিমা। কাল্পনিক মন্দিরের
আদলে মণ্ডপ।

জেসি ব্লক: ১৩তম বর্ষে সাবেক ঘরানাতেই পুজোর আয়োজন। পংক্তিভোজন, সাংস্কৃতিক অনুষ্ঠান অন্যতম আকর্ষণ।

এজে ব্লক: ২৮তম বর্ষে নদী ও জেলেদের জীবন নিয়ে ভাবনা। জেলেদের জীবনের নানা উপকরণ দেখা যাবে। প্রতিমা সাবেক।

শ্রাবণী আবাসন: ৩৪তম বর্ষে সাবেক রীতিতেই পুজোর আয়োজন। আবাসনেই প্রতিমা তৈরি হচ্ছে। সাংস্কৃতিক অনুষ্ঠান ও পংক্তিভোজন মুখ্য আকর্ষণ।

ছবি: শৌভিক দে




অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.