|
|
|
|
|
|
...সময় এল কাছে
|
‘পাগলু’ গায় |
|
খোকাবাবু যায়...
পরমা দাশগুপ্ত |
|
পুজোর ফ্যাশনে ‘পাগলু’র কোয়েলের স্কার্ট-টপ কিংবা দেবের স্পোর্টি জ্যাকেট!
ভাবছেন টিন-এজার কন্যে কিংবা কলেজে পা দেওয়া সদ্য তরুণের জন্য? আজ্ঞে না, এ সব এ বার বাড়ির খুদে সদস্যদের জন্য। নিউ মার্কেট পাড়ার ভিড়ে ঠাসা শপিং মলে যা হইহই করে কিনে ফেলছে বাবা-মায়ের হাত ধরা পুঁচকে-পুঁচকিরা।
সাদা ফ্রকের গলার কাছে নানা রঙের ফুল। কিংবা সাদা ফ্রকের নীচের অংশেও তেমনই লাল, হলুদ, সবুজের রংবাহার। এটাই ‘পাগলু’ কিংবা ‘আওয়ারা’ ফ্রক। কিংবা ‘পাগলু’র পেঁয়াজ রঙের সিকুইন করা টপ আর ম্যাচিং স্কার্ট। ছোট্ট আঙুল বাড়িয়ে সেটাই দেখিয়ে দিচ্ছে পাঁচ-ছয়-সাতের খুদে কোয়েলরা। কালো স্পোর্টি জ্যাকেটে লাল, সবুজ, সাদা বর্ডারে দেবের সাজও ছোট্টদের মন টানছে দেদার। |
|
দোকানের ম্যানেজার বি বি তিওয়ারি জানালেন, সাদা কুর্তা, লেগিংসের সঙ্গে চকচকে কালো ওয়েস্ট কোটে ‘ভাইয়াজি’ কিংবা এক দিকে কাঁধখোলা ‘ঝলক দিখলা দে’ ফ্রকেরও চাহিদা তুঙ্গে। আর সেই সঙ্গেই বরাবরের মতো দেদার বিক্রি হচ্ছে ছোট্ট মেয়েদের নানা রঙের পাতিয়ালা স্যুট, থাকে থাকে নেমে আসা প্রিন্সেস ফ্রক, ফ্রিল-লেস-নেটের পার্টি ফ্রক, কিংবা ছেলেদের উজ্জ্বল রঙের টিশার্ট, জিন্স।
ওই শপিং মলেরই আর একটি দোকানে আবার ছোট্ট ছেলেদের জন্য ‘বোল বচ্চন’-এর কায়দায় বিজি প্যান্ট এবং কুর্তা এবং ধোতির দারুণ বিক্রি। নানা রঙের অ্যাংরি বার্ড টিশার্টের চাহিদাও আকাশ ছুঁয়েছে। বড়দের মতো এ বার পুঁচকিরাও কিনছে নানা রঙের টিউনিক, ধোতি প্যান্ট, পাতিয়ালা স্যুট কিংবা চুড়ি প্যাটার্নের হারেম প্যান্ট। সঙ্গে নানা ডিজাইনের পার্টি ফ্রক তো রয়েছেই। |
|
শহরের একটি পোশাক বিপণি চেনের গড়িয়াহাট শাখায় আবার ছোট্ট ছেলেরা বেশি ঝুঁকছে জিন্সের সঙ্গে রংচঙে টিশার্ট, ডাংরি সেট কিংবা কার্গো প্যান্টের দিকে। আর খুদে কন্যেরা চাইছে ফ্লেয়ার্ড পার্টি ফ্রক, নানা রকম ফ্যান্সি টপ, ক্যাপ্রি, ধোতি স্টাইলের লং স্কার্ট। দোকানের তরফে রবি সঙ্খি জানালেন আগের কয়েক বছরের হলুদ, কমলা রংকে এ বার চাহিদায় পিছনে ফেলে দিয়েছে বেগুনি আর সবুজ।
আনোয়ার শাহ রোডের একটি শপিং মলে আবার ছোট্ট ছেলেদের ফ্যাশনে হাজির হলিউডি স্টাইলে হাল্কা রঙের ওয়েস্ট কোট আর গাঢ় রঙের শার্ট, হারেম প্যান্টের সেট, দু’রঙা শার্ট আর জামাইকান থ্রি কোয়ার্টার প্যান্ট। আর তার সঙ্গে অবশ্যই অ্যাংরি বার্ড টিশার্ট। দোকানের তরফে শুভ্র জানালেন, বাচ্চা মেয়েদের ফ্রকে বরাবরের মতোই চাহিদা রয়েছে উজ্জ্বল রং আর ফ্লোরাল প্যাটার্নের। তবে পুঁচকে মেয়েদের ফ্যাশনে ‘হিট’ বেলুন ফ্রক, হল্টার নেকের ফ্রক এবং এথনিক পার্টি ফ্রক। চাহিদা তুঙ্গে নিউ মার্কেটের সেই ‘পাগলু’ ফ্রকেরও, তবে অন্য নামে।
কে বলেছে স্টাইল-টাইল সব বড়দের জিনিস? |
|
|
|
|
|