টুকরো খবর
জন্মসার্ধশতবর্ষে শ্রদ্ধাজ্ঞাপন
ছবি: হিমাংশুরঞ্জন দেব।
যথাযোগ্য মর্যাদায় মহারাজা নৃপেন্দ্র নারায়ণের জন্ম সার্ধশতবর্ষ উদযাপিত হল কোচবিহারে। বৃহস্পতিবার কোচবিহারের সাগরদিঘির পাড়ে প্রয়াত মহারাজার জন্ম দিবস উদযাপনের মূল অনুষ্ঠানটি হয়। সেখানে মহারাজার মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব, কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি দিলীপ বিশ্বাস, কোচবিহারের জেলা ও দায়রা বিচারক অমিতাভ চট্টোপাধায়, বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ, অর্ঘ্য রায়প্রধান, জেলাশাসক মোহন গাঁধী সহ অনেকেই। কোচবিহার ক্ষত্রিয় সোসাইটি, হেরিটেজ সোসাইটি, গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন সংগঠন ও দলের পক্ষ থেকেও সাগরদিঘি পাড়ে মহারাজার মূর্তিতে শ্রদ্ধা জানান হয়েছে। কোচবিহারের মহারাজা নৃপেন্দ্রনারায়ণ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ দিনভর বণার্ঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে জন্ম সার্ধ শতবার্ষিকী পালন করেন। সকালে মহারাজার প্রতিকৃতি নিয়ে স্কুলের ছাত্রদের শোভাযাত্রা শহর পরিক্রমা করে। তুফানগঞ্জের নৃপেন্দ্রনারায়ণ মেমোরিয়াল হাই স্কুলের ছাত্রছাত্রীরাও এ দিন এলাকায় শোভাযাত্রা করেন। ওই স্কুলে মহারাজার প্রতি শ্রদ্ধা জানাতে নৃপেন্দ্র নারায়ণ বিষয়ক আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। দুটি স্কুল ভবনে ছিল আলোকসজ্জার ব্যবস্থাও। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব বলেন, “কোচবিহারের মহারাজাদের কীর্তি রক্ষা করতে হবে। দলিল, দস্তাবেজ, নথি সমস্ত কিছুই সংরক্ষণ করা দরকার। মহারাজাদের অবদান নিয়ে গবেষণাও হতে পারে।” দিনহাটা, মাথাভাঙা সহ জেলার অন্যান্য এলাকাতেও মহারাজার প্রতি শ্রদ্ধা জানাতে নানা অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুন্নয়ন, বামদের দুষলেন শান্তিরাম
বাম সরকারের ব্যর্থতা ও পরিকল্পনার অভাবে রাজ্যে স্বনির্ভর গোষ্ঠীর উন্নয়ন হয়নি বলে অভিযোগ করলেন স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি প্রকল্প দফতরের মন্ত্রী শান্তিরাম মাহাত। বৃহস্পতিবার রায়গঞ্জের ইনস্টিটিউট মঞ্চে রায়গঞ্জ ক্ষুদিরাম সোসাইটির উদ্যোগে জেলার স্বনির্ভর গোষ্ঠীর সম্মেলনে যোগ দিয়ে মন্ত্রী বলেন, “বামফ্রন্ট সরকারের ধারাবাহিক ব্যর্থতা, পরিকল্পনার অভাবেপ্রায় ১৫ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীকে দিশা দেখানো যায়নি। ৭০ শতাংশ গোষ্ঠীর সদস্যরা নিজেদের পায়ে দাঁড়াতে পারেননি। পরিকাঠামো ছাড়াও অধিকাংশ জায়গায় বিপণন কেন্দ্র তৈরি হয়নি। রাজনৈতিক স্বার্থে গোষ্ঠীগুলিকে ব্যবহার করা হয়েছে। পরিস্থিতি বদলাতে মুখ্যমন্ত্রীর নির্দেশে নানা পরিকল্পনা করেছি।” মন্ত্রী জানান, সরকারি অনুদানের পরিমাণ ১০ থেকে ২০ শতাংশ করা হচ্ছে। তা ছাড়া প্রতিটি ব্লক, মহকুমা এবং জেলাস্তরে বিপণন কেন্দ্র তৈরি করা হবে। সেখানে শুধু জিনিস বিক্রি নয়, প্রশিক্ষণেরও ব্যবস্থা থাকবে। জেলাশাসককে এর জন্য জমি চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে। এক বছরের মধ্যে পরিস্থিতি বদলানো হবে। এদিনের সম্মেলনে হাজারের উপরে মহিলারা উপস্থিত ছিলেন। ক্ষুদিরাম সোসাইটির সম্পাদক রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক দিলীপ দাস বলেন, “মন্ত্রীর মুখে সরকারি উদ্যোগের কথা শুনে গোষ্ঠীর সদস্যরা উৎসাহ পেয়েছেন।” আর জেলা বামফ্রন্টের সচিব অপূর্ব পাল বলেন, “মুখ্যমন্ত্রীর নির্দেশে পঞ্চায়েত ভোটের আগে সুবিধা পেতে শান্তিরামবাবু বামেদের বিরুদ্ধে অপপ্রচার করছেন। স্বনির্ভর গোষ্ঠী নিয়ে কারা রাজনীতি করছেন তা পরিষ্কার হয়ে গিয়েছে।’’

স্ত্রীকে কোপ মেরে থানায় আত্মসমর্পণ
পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে ধারালে অস্ত্র দিয়ে কুপিয়ে ফাঁড়িতে গিয়ে আত্মসমর্পণ করেছে স্বামী। মালদহের রতুয়ার চৌদুয়ার এলাকায় বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটে। জখম স্ত্রীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ অভিযুক্ত স্বামী আসরাফুল হককে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৭ মাস আগে প্রতিবেশী সীমা বিবিকে বিয়ে করেন পেশায় দিনমজুর আসরাফুল। বিয়ের পর থেকে নানা কারণে অশান্তি শুরু হয়।

প্রতিবাদে রায়গঞ্জে
বৃহস্পতিবার ছবিটি তুলেছেন তরুণ দেবনাথ।
ডিজেলের মূল্যবৃদ্ধি, রান্নার গ্যাসে ভর্তুকি তোলা, খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগের কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতিবাদে রায়গঞ্জ শহরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন। বৃহস্পতিবার সংগঠনের জেলা সভাপতি অরিন্দম সরকারের নেতৃত্বে ওই মিছিল হয়েছে।

ধর্ষণে গ্রেফতার
বিয়ের প্রলোভন দেখিয়ে ফুঁসলিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে পুলিশ এক যুবককে গ্রেফতার করেছে। মালদহের চাঁচলের রামপুর থেকে বৃহস্পতিবার সকালে পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, ধৃতের নাম আনোয়ার কামাল। বিবাহিত ওই যুবক ভিনরাজ্যে শ্রমিকের কাজ করেন। গত রবিবার রাতে হরিশ্চন্দ্রপুরের বিরুয়ায় ওই ধর্ষনের ঘটনাটি ঘটে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.