এ বার ৫৫ বছরে রায়গঞ্জের অমর সুব্রত |
ভিড় টানতে |
ক্রিস্টাল ও প্লাইউড দিয়ে লক্ষ্মীর সাতটি ঘটের আদলে মণ্ডপ।
চন্দননগরের আলোয় ছোটদের বিভিন্ন রূপকথার চরিত্র-সহ ঘটনাবলি। |
|
গর্বের বিষয় |
|
চিন্তার বিষয় |
দুঃস্থদের বই-খাতা-পোশাক বিলি।
অষ্টমী ও নবমীতে এলাকায় জুড়ে
ভোগের প্রসাদ বিলির আয়োজন। |
শেষ পর্যন্ত ঠিকঠাক চাঁদা উঠবে তো?
পুলিশ এবং স্বেচ্ছাসেবক ভিড়,
যানজট সামলাতে পারবে তো? |
বর্ণালী নন্দী, ছাত্রী |
অনেকেই কর্মসূত্রে বাইরে থাকেন, পুজোর চার দিন তাঁদের সঙ্গে দেখা হওয়ার সুযোগ মেলে। |
চন্দন গঙ্গোপাধ্যায়, প্রবীণ |
ষষ্ঠীতে পুজোর উদ্বোধনে প্রবীণদের সংবর্ধনা দেওয়া হয়। আমাদের কাছে এর চেয়ে ভাল ব্যাপার আর কী হতে পারে! |
|
অরূপ দত্ত, সম্পাদক |
|
প্রতিবছরই একাধিক পুরস্কার মেলে। মন্ডপ চত্বরে বিশালাকার হাতির মডেল শুঁড় দিয়ে জল ছুড়বে। |
|
|
বাজেট ৭.৫ লক্ষ |