এ বার ৫০ বছরে মাথাভাঙা আজাদ হিন্দ সঙ্ঘ |
ভিড় টানতে |
থিম শিসমহল। একাধিক কটেজ। সবুজ উদ্যান। কৃষ্ণনগরের শিল্পীর তৈরি
প্রতিমার উপর জলের ধারা পড়বে। সামনে বালির ভাস্কর্য। |
|
গর্বের বিষয় |
|
চিন্তার বিষয় |
প্রতি বছরই মণ্ডপ সজ্জায় চমক থাকে।
কোচবিহারে প্রথম পুরীর শিল্পীর
বালির
ভাস্কর্য দেখার সুযোগ। |
ভিড় সামলানোটাই বড় চিন্তা।
পর্যাপ্ত
সংখ্যায় পুলিশ না থাকলে
সমস্যা।
বাজেট বাড়ায় চিন্তা বেড়েছে। |
ঝুমা মোদক, ছাত্রী |
সুবর্ণজয়ন্তী বলে বাড়তি আনন্দ। সকলে যাতে ভাল ভাবে ঠাকুর দেখতে পারেন তার যথাযথ ব্যবস্থা দরকার। |
গীতা শীলশর্মা, বধূ |
মণ্ডপে ভিড় উপচে পড়ে। সেই তুলনায় মহিলা পুলিশ দেখা যায় না। এবার বাড়তি মহিলা পুলিশ রাখা হলে ভাল হয়। |
|
সঞ্জয় বর্মন, সম্পাদক |
|
পুরীর শিল্পীর বালির ভাস্কর্যের জন্য
বাড়তি
আনন্দ হচ্ছে।
মণ্ডপ, প্রতিমা,
আলো, পরিবেশ ভাল লাগবে। |
|
|
বাজেট ২৫ লক্ষ |