দ্য গ্রেট ছাঁটাই

মহিলাদের জন্য
টপ লেয়ার্ড শোল্ডার লেংথ
কাঁধ পর্যন্ত চুলটি লম্বা থাকবে এবং মাথার মাঝখানে লেয়ার্স কাটা হবে।

অলওভার স্টেপস বা নাইনটি ডিগ্রি কাট
স্টেপস চিরদিনই ফ্যাশনের মধ্যে আছে, তবে এক এক জনের ক্ষেত্রে এক এক রকম ভাবে কাটা হয়। যাঁদের চুলে হালকা ওয়েভ আছে, তাঁদের সম্পূর্ণ চুলে স্টেপস কাটা থাকলে খুব ভাল লাগবে। এর সঙ্গে যদি গ্লোবাল কালার করেন, তবে আপনার দিক থেকে কেউ চোখ ফেরাতে পারবে না।

ফ্রন্ট ফেদার অ্যান্ড হাইলাইট
সামনের দিকটি ফেদার হবে, পেছনের অংশ ছোট থাকবে। হালকা বা সফট কালার দিয়ে হাইলাইট করলে দেখতে খুব ভাল লাগবে। যাঁদের চুল স্ট্রেট, তাঁদের এটি বেশি মানাবে।


ইনভার্টেড উইথ ব্লান্ট

অলওভার স্টেপস

হাইলাইট করার কায়দা

লিজার্ড টেল

টপ লেয়ার্ড শোল্ডার লেংথ
 
৪৫ ডিগ্রি হেয়ার কাট বা স্লাইডিং হেয়ার কাট
পাতলা এবং কোঁকড়ানো চুলের জন্য এই বিশেষ হেয়ার কাট’টি খুব ভাল। পিছন দিকে ৪৫ ডিগ্রি অ্যাঙ্গল রেখে একপেশে করে চুলটি কাটা হবে। সামনের দিকে ছোট লেয়ার্স হবে। চুলের একটি অংশে কালার করাবেন, সেটি যেন লাল বা কোনও আকর্ষণীয় রং হয়। এটি এই হেয়ারস্টাইলটির বৈশিষ্ট্য।

ইনভার্টেড উইথ ব্লান্ট
সামনের দিকটা লম্বা থাকবে, পিছনের অংশে কাট-এর দৈর্ঘ্য থাকবে গলার উপর পর্যন্ত, যাতে গলাটি দেখা যায়। কপালের কাছে ফ্রিঞ্জ করে নেবেন। যাঁদের উচ্চতা কম, গোল মুখ, তাঁদের পক্ষে এই কাট’টি মানানসই।

বব ক্রাঞ্চি
অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া এই হেয়ার স্টাইলটিকে বিখ্যাত করেছেন। চুলটিকে বব-কাট করা হবে এবং আউট কার্ল করে সেট করা হবে। এই দু’টির সামঞ্জস্য আনটাইডি লুক এনে দেবে। যাঁরা পুজোর সময় পরিপাটি সাজতে চান না অথচ সকলের দৃষ্টি আকর্ষণ করতে চান, তাঁদের জন্য এই কাট আদর্শ। অত্যন্ত ক্যাজুয়াল যাঁদের জীবনদর্শন, তাঁরা দৌড়ে যান।

পুরুষদের জন্য
ফাঙ্কি হেয়ার স্টাইল
ছেলেদের জন্য সব সময়ই খুব ফ্যাশনেবল। পাশ দুটি অসমান করে সম্পূর্ণ মাথাটিতে স্পাইক করাবেন এবং ক্রাউন এরিয়াতে হাইলাইট করাবেন।

টিক্কি কাট বা লিজার্ড টেল
ছেলেদের জন্য সর্বাধুনিক স্টাইল হল এই ‘টিক্কি কাট’। পেছন দিকটি ‘ভি’ বা ‘ইউ’ শেপ করে কাটা থাকবে এবং পেছনে একটি ছোট টিকি থাকবে চুলের সঙ্গে মেশানো, কিন্তু মাঝেমধ্যে উঁকিঝুঁকি মারবে। বরফি’তে রণবীর কপূর এই রকম হেয়ারস্টাইল রেখেছেন।

পুজোর হেয়ার স্টাইলে সব থেকে জরুরি কথা হল, চুলকে বিভিন্ন ভাবে হাইলাইট করা। চুলের কাট এবং হাইলাইট একটি অপরটির ওপর নির্ভরশীল। শুধুমাত্র ফ্যাশনেবল কাট নয়, ঠিক ভাবে হাইলাইট করা হলে তবেই সম্পূর্ণ লুক’টি আসবে।

সাক্ষাৎকার: কস্তুরী মুখোপাধ্যায় ভারভাদা



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.