কাঁধ পর্যন্ত চুলটি লম্বা থাকবে এবং মাথার মাঝখানে লেয়ার্স কাটা হবে।
|
স্টেপস চিরদিনই ফ্যাশনের মধ্যে আছে, তবে এক এক জনের ক্ষেত্রে এক এক রকম ভাবে কাটা হয়। যাঁদের চুলে হালকা ওয়েভ আছে, তাঁদের সম্পূর্ণ চুলে স্টেপস কাটা থাকলে খুব ভাল লাগবে। এর সঙ্গে যদি গ্লোবাল কালার করেন, তবে আপনার দিক থেকে কেউ চোখ ফেরাতে পারবে না।
|
সামনের দিকটি ফেদার হবে, পেছনের অংশ ছোট থাকবে। হালকা বা সফট কালার দিয়ে হাইলাইট করলে দেখতে খুব ভাল লাগবে। যাঁদের চুল স্ট্রেট, তাঁদের এটি বেশি মানাবে।
|
পাতলা এবং কোঁকড়ানো চুলের জন্য এই বিশেষ হেয়ার কাট’টি খুব ভাল। পিছন দিকে ৪৫ ডিগ্রি অ্যাঙ্গল রেখে একপেশে করে চুলটি কাটা হবে। সামনের দিকে ছোট লেয়ার্স হবে। চুলের একটি অংশে কালার করাবেন, সেটি যেন লাল বা কোনও আকর্ষণীয় রং হয়। এটি এই হেয়ারস্টাইলটির বৈশিষ্ট্য।
|
সামনের দিকটা লম্বা থাকবে, পিছনের অংশে কাট-এর দৈর্ঘ্য থাকবে গলার উপর পর্যন্ত, যাতে গলাটি দেখা যায়। কপালের কাছে ফ্রিঞ্জ করে নেবেন। যাঁদের উচ্চতা কম, গোল মুখ, তাঁদের পক্ষে এই কাট’টি মানানসই। |