টুকরো খবর
হোম পরিদর্শনে ক্ষোভ
ছবি: শুভ্র মিত্র
আট বছরের এক আবাসিক সারা রাত কুয়োর মধ্যে পড়েছিল। উদ্ধার হয় পরের দিন। কিন্তু কুয়োর ভিতরে তাকে ঠেলে ফেলে দেওয়ায় অভিযুক্ত সপ্তম শ্রেণির পড়ুয়া অন্য আবাসিকের হদিস দু’সপ্তাহ পরেও পাওয়া যায়নি। যে সরকারি হোমকে ঘিরে এই ঘটনা, বিষ্ণুপুরের সেই সুমঙ্গলম হোম বৃহস্পতিবার পরিদর্শন করে গেলেন বিধানসভার নারী ও শিশু কল্যাণ বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্যেরা। এক ঘন্টার পরিদর্শন শেষে কমিটির চেয়ারম্যান মুর্শিদাবাদের রানিনগরের কংগ্রেস বিধায়ক ফিরোজা বেগম বলেন, “চূড়ান্ত অব্যবস্থা ও গাফিলতির নিদর্শন পেয়েছি। হোমের নিরাপত্তা ব্যবস্থাও ভাল নয়। সরকারি হোমের এই চেহারা দেখে খারাপ লাগল।” হোমের ভারপ্রাপ্ত সুপার বাঁকুড়ার জয়পুরের সিডিপিও অশ্বিনী হাঁসদাও স্বীকার করেন, “হোমের সব বিভাগেই কর্মী কম। নিরাপত্তা কর্মীর অভাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।” তিনি জানান, নিখোঁজ আবাসিক জয় মাণ্ডির সন্ধান পুলিশ চালাচ্ছে।

সাঁতুড়ির স্কুলে ফের তালা
অটলাবস্থা কাটছে না সাঁতুড়ির পণ্ডিত রঘুনাথ মুর্মু আদর্শ আবাসিক বিদ্যালয়ে। সোমবারের পরে বৃহস্পতিবার ফের স্কুলের দরজায় তালা ঝুলিয়ে দিল ছাত্রছাত্রীরা। স্কুলের প্রধান শিক্ষক পূর্ণেন্দু মণ্ডলের বিরুদ্ধে নানা বেনিয়মের অভিযোগ তাদের। বুধবার স্কুল খুলেছিল। পড়ুয়াদের দাবি, “সোমবার আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল, অভিযোগগুলি নিয়ে আলোচনার জন্য প্রধান শিক্ষককে ডেকে আনা হবে। তা হয়নি। তাই তালা ঝুলিয়েছি।” সাঁতুড়ি চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক তাপস সেন সোমবার ছাত্র ও অভিভাবকদের সঙ্গে আলোচনায় বসেছিলেন। এ দিন তিনি বলেন, “প্রধান শিক্ষককে ‘শোকজ’ করা হয়েছে। অসুস্থতার জন্য তিনি ছুটিতে রয়েছেন। আগামী শুক্রবার তিনি পরিচালন সমিতির সভা ডেকেছেন।” প্রধান শিক্ষকের দাবি, “আমার বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। ছাত্রাবাসের নানা সমস্যা রয়েছে। কিন্তু কারও সাহায্য পাইনি। ছাত্রাবাসের নিরাপত্তা ব্যবস্থা ও পরিকাঠামো উন্নয়নেরও ব্যাপারেও কারও নজর নেই।”

সদ্যোজাত উদ্ধার
উদ্ধার হওয়া শিশু। ছবি: সুজিত মাহাতো
জমির পাশে ঝোপের মধ্যে একটি সদ্যোজাত শিশুকে দেখতে পেয়ে কোলে তুলে ছিলেন এক ব্যক্তি। অম্বুজ সহিস নামের ওই ব্যক্তি নিজের বাড়িতে নিয়ে যান। নারী ও শিশুদের নিয়ে কাজ করা একটি সংস্থার কর্মীরা খবর পেয়ে সেখানে গিয়ে শিশুটিকে দেওয়ার জন্য অনুরোধ জানান। কিন্তু ওই ব্যক্তি শিশুটিকে কাছছাড়া করতে চাননি। তারপর পুলিশ গিয়ে বোঝানোর পরে শিশুটি উদ্ধার হয়। পাড়া থানার কালুহার গ্রামে বুধবারের ঘটনা। পরে শিশুটিকে পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করানো হয়। জেলা শিশু কল্যাণ সমিতির চেয়ারম্যান অমিতা মিশ্র বলেন, “পরে তাকে ছাতনার চামটাগোড়া হোমে পাঠানো হবে।” বুধবার সকালে ওই ব্যক্তি মাঠে গরু চরাতে গিয়ে শিশুটিকে দেখতে পান। সেই খবর পেয়ে স্থানীয় এক অঙ্গনওয়াড়ি কর্মী মনিপুর গ্রামের ওই স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীদের জানান। ওই সংস্থার কর্মকর্তা নবকুমার দাস বলেন, “বোঝানোয় কাজ না হওয়ায় পুলিশের সাহায্য নেওয়া হয়।”

বধূ নির্যাতনের অভিযোগ, ধৃত ২
বধূ নির্যাতনের অভিযোগে স্বামী ও ভাসুরকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, বধূটির নাম শ্রাবণী লাই। গত ১৫ সেপ্টেম্বর তিনি পাত্রসায়র থানায় স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে তাঁকে মারধর করে শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ দায়ের করেন। পুলিশ বুধবার রাতে বধূটির স্বামী সঞ্জয় লাই ও ভাসুর সুকুমার লাইকে গ্রেফতার করে। বর্ধমানের খণ্ডঘোষ থানার কৈয়র গ্রামে তাঁদের বাড়ি। বছর খানেক আগে পাত্রসায়র থানার হাটকৃষ্ণনগর গ্রামের বাসিন্দা শ্রাবণীর সঙ্গে বিয়ে হয়েছিল সঞ্জয় লাইয়ের। শ্রাবণীদেবীর অভিযোগ, বিয়ের পর থেকে নানা কারণে শ্বশুরবাড়ির লোকেরা অত্যাচার করছেন। কিছুদিন আগে তাঁকে শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.