টুকরো খবর
মাকে খুনের অভিযোগে গ্রেফতার ছেলে
মা’কে খুনের অভিযোগে গ্রেফতার ছেলে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে বীজপুরের ডাঙাপাড়া রেলওয়ে প্লট এলাকায়। পুলিশ জানিয়েছে, নিহতের নাম কমলা মণ্ডল (৫০)। ছেলে বাপ্পাকে বৃহস্পতিবার সকালে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর বাইশের বাপ্পা বিভিন্ন অসামাজিক কাজে যুক্ত। এর আগেও পুলিশ তাকে গ্রেফতার করেছিল। ছেলেকে নিয়ে বাড়িতে একাই থাকতেন কমলাদেবী। স্বামী শিবু মণ্ডলের তাঁদের বনিবনা ছিল না। পরিচারিকার কাজ করে সংসার চালাতেন কমলাদেবী। পুলিশের দাবি, জেরায় বাপ্পা স্বীকার করেছে, বুধবার রাতে নেশা করে বাড়ি ফিরে মদ কেনার জন্য মা’র কাছে টাকা চেয়েছিল সে। ছেলের ‘আবদার’ না রেখে বকাঝকা করতেই পাল্টা মা’কেও গালিগালাজ শুরু করে বাপ্পা। বাঁশ দিয়ে পেটায়। প্রায় অচৈতন্য মা’কে ঘর থেকে বের করে দেয়। সকালে প্রতিবেশীদের কাছে খবর পেয়ে পুলিশ দেহ উদ্ধার করে এবং বাপ্পাকে গ্রেফতার করে। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, ঘরের বাইরে জখম অবস্থায় পড়ে থাকা কারণেই মারা যান কমলাদেবী। ব্যারাকপুরের গোয়েন্দা প্রধান কল্যাণ মুখোপাধ্যায় বলেন, ‘‘প্রাথমিক ভাবে মনে হচ্ছে মারধরের ফলেই মহিলার মৃত্যু হয়েছে। ভোরবেলা বাপ্পাকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।’’

নারী পাচার রুখতে পদযাত্রা
নারী ও শিশু পাচার এবং বাল্য বিবাহ বন্ধ করতে পুলিশ ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বসিরহাট মহকুমার বিভিন্ন থানা এলাকায় শুরু হয়েছে পদযাত্রা এবং সচেতনতা শিবির। প্রায়ই কাজের লোভ দেখিয়ে সুন্দরবনের প্রত্যন্ত এলাকা-সহ মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে নারী পাচারের ঘটনা ঘটছে। এ ব্যাপারে গ্রামবাসীদের সচেতন করতে এগিয়ে এসেছে পুলিশ। বুধবার বাদুড়িয়ার কাটিয়াহাট বি কে এ পি ইনস্টিটিউশনে এমনই এক সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন ব্লকের নারী ও সমাজকল্যাণ আধিকারিক বিশ্বজিৎ ঘোষ, এসডিপিও (বসিরহাট) আনন্দ সরকার ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যেরা। সকালে আটুরিয়া থেকে কাটিয়াহাট পর্যন্ত প্রায় দেড় হাজার ছাত্রছাত্রী, শিক্ষক এবং বিশিষ্টজনদের নিয়ে একটি পদযাত্রা বের হয়। নারী পাচার প্রতিরোধে কর্মশালার আয়োজন করা হয় হিঙ্গলগঞ্জে।

নান্দনিকের নাট্য কর্মশালা
হাবরার নান্দনিক নাট্যসংস্থার উদ্যোগে স্কুলপড়ুয়াদের নিয়ে আয়োজিত একটি নাট্য কর্মশালা শেষ হল শনিবার। গত ২৪ সেপ্টেম্বর দক্ষিণ হাবরা হাইস্কুলে আয়োজিত ওই কর্মশালার উদ্বোধন করেন হাবরা স্টেট জেনারেল হাসপাতালের সুপার তথা সাহিত্যিক সাত্যকি হালদার। সপ্তম থেকে নবম শ্রেণির ২৭ জন পড়ুয়া কর্মশালায় যোগ দেয়। নাটকের পাঠ শিখিয়েছেন নাট্যকার বরুণ কর এবং দেবব্রত দাস। উদ্যোক্তা সংস্থার পক্ষে শান্তনু চক্রবর্তী বলেন, “সকলকে শংসাপত্র দেওয়া হয়েছে। এলাকায় নাট্যচর্চার প্রসারের জন্য এই প্রয়াস। শিক্ষার্থীদের নিয়ে নাটক মঞ্চস্থ করা হবে।”

গুলি উদ্ধার
বন্দুকের গুলি-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় খবর পেয়ে বাসন্তীর ১৪নং আমঝাড়া এলাকায় আব্দুল রহমান মীরের বাড়ি থেকে ৫৬টি ১২ বোরের বন্দুকের গুলি উদ্ধার করে পুলিশ। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পূর্ব) কঙ্কর প্রসাদ বারুই বলেন, “কেন আব্দুল রহমান মীরের বাড়িতে বন্দুকের গুলি মজুত করা হয়েছিল তা তদন্ত করে দেখা হচ্ছে।”

গুলি করে খুন
এক ফল বিক্রেতাকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। বুধবার, টিটাগড়ে। মৃতের নাম প্রেমকুমার মাহাতো (৩৫)। পুলিশের অনুমান, ব্যবসায়িক শত্রুতার জেরে এই খুন। এ দিকে, ৩০ অগস্ট টিটাগড়ে আনন্দ শর্মা নামে তৃণমূলের কাউন্সিলরের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দুই দুষ্কৃতী গ্রেফতার হয়েছে।

ঋণপ্রদান
বনগাঁ পুরসভার উদ্যোগে গত সোমবার ‘স্বর্ণজয়ন্তী শহরী রোজগার যোজনা’র অধীন মহিলাদের নিয়ে গঠিত ১২টি গোষ্ঠীকে ২ লক্ষ টাকা করে ঋণ দেওয়া হয়। উপস্থিত ছিলেন পুরচেয়ারম্যান জ্যোৎস্না আঢ্য, বিধায়ক বিশ্বজিৎ দাস প্রমুখ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.