ক্যারিবিয়ানরা রয়েছেন ক্যারিবিয়ান মেজাজেই। বিশ্বকাপ সেমিফাইনালের ২৪ ঘণ্টা আগে কখনও ফুটবল, কখনও অলিম্পিক ঘুরে ফিরে আসছে শিবিরে। আর গত কাল বিতর্কে জড়িয়ে পড়া ক্রিস গেইল কী ভাবছেন?
হোটেলের ঘরে মহিলা নিয়ে ঢোকার অভিযোগে বুধবার শিরোনামে উঠে এলে কী হবে, গেইল আজ ছিলেন পুরো বিন্দাস মেজাজে। বৃহস্পতিবার একের পর এক টুইট করে গিয়েছেন রোনাল্ডো এবং চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল নিয়ে। কিন্তু তাঁর সবচেয়ে চাঞ্চল্যকর টুইটটা আসে রাত দশটার পর। শ্রীলঙ্কা-পাকিস্তান প্রথম সেমিফাইনাল তখন সবে শেষ হয়েছে। আর গেইল টুইট করেন, “ফাইনাল তো তা হলে শ্রীলঙ্কা বনাম ওয়েস্ট ইন্ডিজ হচ্ছে। দুর্ভাগ্য পাকিস্তানের। এখন আমরা জেনে গেলাম পাকিস্তান কাদের সমর্থন করবে।” |
এটাই আমার ডিনার
বৃহস্পতিবার রাতে টুইটারে এই ছবি পোস্ট করেছেন গেইল।
শুক্রবারের ডিনারে কি অস্ট্রেলীয় বোলিং? |
গেইলের অধিনায়ক ডারেন স্যামি আবার বলছেন, লন্ডন অলিম্পিকে উসেইন বোল্ট, ইয়োহান ব্লেক-সহ ক্যারিবিয়ান অ্যাথলিটদের সাফল্যই টি-টোয়েন্টি বিশ্বকাপে তাতাচ্ছে তাঁর দলকে। “টুর্নামেন্ট শুরুর আগে একটা টিম মিটিংয়ে কোচ ওটিস গিবসন স্বদেশী অ্যাথলিটদের প্রসঙ্গ টেনে আমাদের উদ্বুদ্ধ করেছিলেন,” বলছেন স্যামি। বিশ্বকাপ জেতার দৌড়টাকেও অভিনব ভাবে দেখছেন তাঁরা। “টুর্নামেন্টটাকে আমরা একশো মিটার হার্ডল হিসেবে দেখছি। ফিনিশিং লাইন টপকাতে আর দুটো হার্ডল পেরোতে হবে,” ব্যাখ্যা স্যামির। |