যানজট থেকে রক্ষা করেও শহরকে ভোগাল হঠাৎ বৃষ্টি
‘নায়ক’ হয়ে যানজটের হাত থেকে যে বাঁচাল, ‘ভিলেন’ হয়ে সে-ই দুর্ভোগে ফেলল মানুষকে।
ধর্মতলায় মিছিল ও সমাবেশের জেরে বৃহস্পতিবার দুর্ভোগের যে আশঙ্কা ছিল, টানা দেড় ঘণ্টার বৃষ্টিতে তার হাত থেকে রেহাই মিললেও শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় জল জমায় এ দিন বিপদে পড়লেন নিত্যযাত্রী ও পুজোর কেনাকাটা করতে বেরোনো লোকজন। জল জমে যাওয়ায় অনেকেরই বাড়ি ফিরতে দেরি হয়। কোথাও গোড়ালি অবধি, কোথাও হাঁটু জল যানবাহনের গতিও কমিয়ে দেয়।
কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে খবর, শহরে গত কয়েক দিন ধরেই বাস-মিনিবাস কম চলায় গন্তব্যে পৌঁছনোর প্রধান ভরসা হয়ে পড়েছে মেট্রো। এ দিন কিন্তু সেই মেট্রোও সকাল থেকেই ভুগিয়েছে যাত্রীদের। অনেক স্টেশনেই স্বাভাবিকের চেয়ে বেশিক্ষণ দাঁড়িয়ে থেকেছে ট্রেন। মেট্রো কর্তৃপক্ষ দাবি করেছেন, অত্যধিক ভিড়ের চাপেই এই দশা। নিত্যযাত্রীদের অভিযোগ, সকাল থেকে রাত পর্যন্ত মেট্রো ঠিক সময়ে চলেনি। কোনও স্টেশনে সাত মিনিট ট্রেন দাঁড়িয়ে থেকেছে, এমনও ঘটেছে।
বিকেল। বর্ষণের পরে বানভাসি পথে। ছবি: রাজীব বসু
লালবাজারের পুলিশকর্তারা জানান, ‘অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট’-এর উদ্যোগে এ দিন রানি রাসমণি অ্যাভিনিউয়ে বেলা ১টা থেকে সমাবেশের আয়োজন করা হয়েছিল। বৃষ্টির জন্য তা নির্ধারিত সময়ের অনেক আগেই শেষ হয়ে যায়। ফলে যে পরিমাণ যানজটের আশঙ্কা ছিল, তেমনটা হয়নি। তবে কলেজ স্কোয়ার থেকে শুরু হওয়া মিছিল কলেজ স্ট্রিট, নির্মলচন্দ্র স্ট্রিট, এস এন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলায় পৌঁছনোর সময়ে অল্পক্ষণের জন্য মধ্য কলকাতার কয়েকটি রাস্তায় যান চলাচলে সামান্য বিঘ্ন ঘটে। সমাবেশের জন্য জওহরলাল নেহরু রোড, পার্ক স্ট্রিট উড়ালপুল সাময়িক ভাবে বন্ধও রাখা হয়। ফরওয়ার্ড ব্লকের যে মিছিল রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মহাকরণ পর্যন্ত যাওয়ার কথা ছিল, সেটিও বৃষ্টির কারণে বানচাল হয়ে যায় বলে লালবাজারের কর্তাদের দাবি। তবে আজ, শুক্রবার ফের কয়েকটি ধর্মীয় সংগঠন সমাবেশ করবে ধর্মতলায়। তার জেরে এক দিকে ভোগান্তির আশঙ্কা যেমন রয়েছে, তেমনই রয়েছে বৃষ্টির সম্ভাবনাও। তাই আজও বৃষ্টির কারণে যানজটের ভোগান্তি কমতে পারে বলে মনে করছেন লালবাজারের পুলিশকর্তারা।
এ দিন টানা দেড় ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে শহরের অনেক রাস্তা। আলিপুর আদালত চত্বরে হাঁটুজল জমে যায়। এলগিন রোড, পার্ক সার্কাস ও রাসবিহারী অ্যাভিনিউ কানেক্টর, প্রিন্স আনোয়ার শাহ রোড, বর্ধমান রোড, গড়িয়াহাট রোড ও ডায়মন্ড হারবার রোডের কিছু অংশে, মিন্টো পার্কে, সাদার্ন অ্যাভিনিউয়ের সাফারি পার্কে দীর্ঘক্ষণ জল জমে থাকায় নিত্যযাত্রীরা বাড়ি ফেরার সময়ে দুর্ভোগে পড়েন।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.