ডলারে টাকা ৫১-র ঘরে
ফের ১৯ হাজারের বাধা টপকে গেল সেনসেক্স
দ্বোধনের পরে প্রায় দু’বছর কেটে গেল। এখনও স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠল না দেশের বৃহত্তম দেশপ্রাণ মৎস্যবন্দর।
পূর্ব মেদিনীপুরের দেশপ্রাণ ব্লকের পেটুয়াঘাটে রসুলপুর নদীর মোহনায় প্রায় ১১.৮০ হেক্টর জমির উপরে গড়ে ওঠা এই মৎস্যবন্দরে প্রতি দিন গড়ে ২৮০টি ট্রলার মাছ নিয়ে ভেড়ে। কিন্তু মৎস্যবন্দরে ‘অকশন হল’ থাকা সত্ত্বেও মাছ নিয়ে মৎস্যজীবীরা চলে যান দিঘা মোহনায়। মাছ প্রসেসিংয়ের ইউনিটটি গড়ে না ওঠায় অন্য কোনও কাজকর্মও হয় না। কেন্দ্রীয় সরকারের বরাদ্দ টাকার কিছু বকেয়া থাকায় পরিকাঠামোর কাজও সম্পূর্ণ হয়নি। সব মিলিয়ে শুধু মাছ ওঠা-নামানো ছাড়া কোনও ব্যবহারই নেই মৎস্যবন্দরের।
পেটুয়াঘাট ছেড়ে মৎস্যজীবীরা দিঘা মোহনায় চলে যান কেন?
স্থানীয় মৎস্যজীবী অশোক বর, শ্যামল মণ্ডলেরা জানান, পাইকার বা আড়তদারেরা পেটুয়াঘাটে আসেন না বলেই ফের মাছ নিয়ে দিঘায় যেতে হয়। এতে খরচ বেশি। শ্যামলবাবু বলেন, “অনেক সময় বেশি মাছ উঠলে পেটুয়াঘাটে যাই না। সরাসরি দ্ঘিা মোহনায় চলে যাই। তাতেও জ্বালানি খরচ বাড়ে।”
পাইকাররা-ই বা আসেন না কেন পেটুয়াঘাটে?
কেন্দ্রের আর্থিক সংস্কারের সাহসী পদক্ষেপের সুফল ফলতে শুরু করেছে। চাঙ্গা হচ্ছে শেয়ার বাজার। বাড়ছে টাকার দামও। শীঘ্রই সেনসেক্স পুরনো রেকর্ড ভেঙে ২১ হাজার ছাড়িয়ে যাবে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।
দীর্ঘ ১৫ মাস পরে বৃহস্পতিবার ফের সেনসেক্স ঢুকে পড়ল ১৯ হাজারের ঘরে। এক ধাক্কায় তা বেড়েছে ১৮৮.৪৬ অঙ্ক। বাজার বন্ধের সময়ে মুম্বই বাজারের এই সূচক এসে দাঁড়িয়েছে ১৯,০৫৮.১৫ অঙ্কে। এই নিয়ে গত চার দিনের লেনদেনেই সেনসেক্সের উত্থান ৪৮০ পয়েন্ট। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি-ও গত ১৭ মাসের মধ্যে সর্বোচ্চ অঙ্ক ছুঁয়েছে। বাজার বন্ধের সময়ে ৫০টি শেয়ারের এই সূচক ৫৬.৩৫ পয়েন্ট বেড়ে পৌঁছে যায় ৫৭৮৭.৬০-তে। অন্য দিকে টাকার দাম এক লাফে বেড়েছে ৪২ পয়সা। এর ফলে বাজার বন্ধের সময়ে প্রতি ডলারের দাম কমে এসে দাঁড়িয়েছে ৫১.৭৪ টাকায়। সাড়ে ৫ মাস বাদে ফের ৫১-র ঘরে ঢুকল টাকা।
এ দিন বাজার বন্ধের পরই আর্থিক সংস্কার সংক্রান্ত কেন্দ্রীয় সরকারে নতুন সিদ্ধান্তগুলি ঘোষণা করা হয়। তা সত্ত্বেও আশা জাগিয়ে সেনসেক্সের এই উত্থান। তাই বিশেষজ্ঞদের ধারণা, আজ শুক্রবার থেকে ফের শুরু হতে পারে সূচকের নতুন দৌড়। খুব শীঘ্রই নতুন রেকর্ডও গড়বে সূচক। একই সঙ্গে টাকার দাম আরও বাড়ার সম্ভাবনাও উজ্জ্বল।
ঘোষণাগুলি লেনদেন বন্ধ হওয়ার পরে হলেও বাজারে রটে গিয়েছিল, এ দিনই কেন্দ্রীয় মন্ত্রিসভা আর্থিক সংস্কারের লক্ষ্যে আরও কিছু পদক্ষেপ করবে। যার মধ্যে রয়েছে, বিমা শিল্পে বিদেশি বিনিয়োগের ঊর্ধ্বসীমা ২৬% থেকে বাড়িয়ে ৪৯% করা এবং পেনশন তহবিলে বিদেশি বিনিয়োগের অনুমতি। এর জেরেই চড়তে থাকে সূচকের পারা। বিমা শিল্পে বিদেশি বিনিয়োগ বাড়তে চলেছে, এই আশায় এ দিন বিশেষ করে সেই সব সংস্থার শেয়ারের চাহিদাই ছিল বেশি, যারা বিমা ব্যবসার সঙ্গে যুক্ত।
বিমা ক্ষেত্রে বিদেশি বিনিয়োগের হার ২৬% থেকে বাড়িয়ে ৪৯% করার প্রস্তাব অনেক দিন থেকেই রাজনৈতিক চাপে ঝুলে ছিল। এই দিন কেন্দ্রীয় মন্ত্রিসভা বহু প্রতীক্ষিত ওই প্রস্তাবটি অনুমোদন করে। পাশাপাশি পেনশন ফান্ড সংস্থায় এত দিন বিদেশি লগ্নির অনুমতি ছিল না। এ দিন কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেয় যে, বিমার মতো পেনশন ফান্ডের ক্ষেত্রেও ৪৯ শতাংশ বিদেশি বিনিয়োগ করা যাবে। তবে সব সিদ্ধান্তই কার্যকর হওয়ার জন্য সংসদে পাশ হওয়া জরুরি।
সংসদে এই সব প্রস্তাব পাশ করানো যাবে কি না, তা নিয়ে অনেক মহলেই সংশয় থাকলেও কেন্দ্রীয় সরকারের এই সব সিদ্ধান্তই আশা জাগিয়ে তুলেছে শেয়ার বাজারের লগ্নিকারীদের মনে। ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের ডিরেক্টর এবং বাজার বিশেষজ্ঞ এস কে কৌশিক বলেন, “শেয়ার বাজারেক এখন বেশ কিছু দিন আর পিছনের দিকে তাকাতে হবে না। লগ্নিকারীরা যে-ভাবে উৎসাহিত হয়েছেন, তাতে সেনসেক্স পুরনো সমস্ত রেকর্ড ভেঙে দ্রুত ২১ হাজার ছাড়িয়ে যাবে বলে আমার বিশ্বাস।”
সাধারণত আন্তর্জাতিক শেয়ার বাজারগুলির মুখ চেয়েই ভারতের বাজারের ওঠানামা করার অভ্যাস। তবে এ দিন কিন্তু তা হয়নি। এশিয়ার শেয়ার বাজারগুলি আদৌ চাঙ্গা ছিল না। উত্থান এবং পতন ভাগাভাগি করে নিয়েছিল এশিয়ার বিভিন্ন বাজার। পাশাপাশি ইউরোপের শেয়ার বাজারও ছিল ঠান্ডা। তা সত্ত্বেও ১৯ হাজার পেরিয়ে গিয়েছে সেনসেক্স।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.