টুকরো খবর
কম দামি ট্যাবলেট বি এস এন এলের
প্যানটেল টেকনোলজিস-এর সঙ্গে গাঁটছড়া বেঁধে সস্তার ট্যাবলেট আনল বিএসএনএল। ক্রমবর্ধমান ট্যাবলেটের বাজার ধরার পাশাপাশি থ্রি-জির ব্যবসা বাড়াতেও রাষ্ট্রায়ত্ত সংস্থাটির বাজি নয়া ট্যাবলেট। সাধ ও সাধ্যের মধ্যে ফারাক এখনও ইন্টারনেট পরিষেবা বিস্তারে বাধা। থ্রি-জি পরিষেবা কম দামি মোবাইলে অমিল বলে তা সাড়া ফেলতে পারেনি। সস্তার ট্যাবলেট এই দু’সমস্যারই সমাধান বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। প্যানটেল জানিয়েছে, নয়া ট্যাবলেটের দাম ৪,০০০ টাকারও কম। বিএসএনএলের কলকাতা সার্কেলের সি জিএম সোমনাথ মাইতির দাবি, ট্যাবলেটের সঙ্গে তাঁদের প্রকল্প নেট পরিষেবাকে অনেকেরই নাগালে আনবে। যা থ্রি-জি পরিষেবাও দ্রুত ছড়াতে সাহায্য করবে। পশ্চিমবঙ্গ সার্কেলে সংস্থার থ্রি-জি গ্রাহক ৭০ হাজার। নয়া ট্যাবলেটের হাত ধরে মার্চের মধ্যে তা আরও ২০-২৫ হাজার বাড়বে বলে আশা সার্কেলের সিজিএম গোপাল বসুর।

প্লাস্টিক শিল্পের লগ্নি পরিকল্পনা রাজ্যে
পূর্ব ভারতে বছরে গড়ে প্লাস্টিকের মাথাপিছু ব্যবহার ৩.৫ কেজি। ভারতে সংখ্যাটা ৮ কেজি। বিশ্ব জুড়ে তা ৩০ কেজি। আর এই কারণেই ইন্ডিয়ান প্লাস্টিক ফেডারেশন (আইপিএফ)-এর মতে, আগামী কয়েক বছরে এই অঞ্চলে ব্যবসা বাড়ানোর সুযোগ অনেকটাই বেশি। সেই লক্ষ্যে পশ্চিমবঙ্গে ৩০০ কোটি টাকা লগ্নির পরিকল্পনা রয়েছে এই শিল্পের। সংগঠন জানিয়েছে, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে দক্ষ কর্মী তৈরির লক্ষ্যে সাঁকরাইলে ৫০ একর জুড়ে তৈরি পলি পার্কের ১.০২ একরে একটি নলেজ সেন্টার তৈরি করা হচ্ছে। এই আইপিএফ নলেজ সেন্টারে পলিমারের বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়া হবে। রয়েছে হাতেকলমে কাজ শেখার সুযোগও। পাশাপাশি, মূলত শিল্পের জন্য একটি প্রদর্শনী ‘ইন্ডপ্লাস’-এরও আয়োজন করেছে প্লাস্টিক শিল্পের এই সংগঠন। সায়েন্স সিটিতে আজ থেকে ৪ দিন চলবে এই প্রদর্শনী। যোগ দেবে ৩৫০টিরও বেশি দেশি-বিদেশি সংস্থা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.