টুকরো খবর
মেয়ে বিক্রির চেষ্টা, নালিশ
মদের টাকার জন্য ৫ বছরের মেয়েকে বিক্রি করার চেষ্টার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। বুধবার সকালে মালদহ থানার বাগানপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। এলাকার বাসিন্দা ভোঁদল দাসের বিরুদ্ধে তার স্ত্রী অর্চনা দাস ওই অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পেয়ে পুলিশ তল্লাশি শুরু করে। দুপুরে গ্রামে ঢোকার মুখে রাস্তায় এক রিকশা চালক শিশুটিকে ফেলে রেখে পালান বলে অভিযোগ। ঘটনার পর পর অভিযুক্ত ভোঁদল দাস পালিয়ে গিয়েছেন। মালদহ থানার আইসি বিনোদবিহারী ভট্টাচার্য বলেন, “স্বামীর বিরুদ্ধে স্ত্রী শিশুকন্যাকে বিক্রির অভিযোগ করেছিলেন। পুলিশ তদন্তে নামতেই অভিযুক্ত একটি রিকশা করে মেয়েকে এলাকায় ফেলে দিয়ে গিয়েছেন বলে জানা যাচ্ছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, পেশায় গাড়ির চালক ভোঁদল দাস প্রায় চার মাস ধরে বাড়িতে বসে ছিলেন। তাঁর তিন সন্তান। স্ত্রী পরিচারিকার কাজ করে সংসার চালান। রেলের জমিতে তাঁদের ছোট বাড়ি রয়েছে। এদিন অর্চনাদেবী জানান, মদের টাকার জন্য স্বামী প্রায়ই মারধর করে। মঙ্গলবার রাতে ছেলে মেয়েদের সঙ্গে শুইয়ে ছিলাম। মাঝরাতে দেখি মেজ মেয়ে মানসী নেই। স্বামীও ঘরে ছিল না। সকালে স্বামী বাড়িতে ফিরে আমারে মারধর করে পালায়। তখন বুঝতে পারি, মদ জোগাড়ের টাকার জন্য মেয়ে কোথাও সম্ভবত বিক্রি করে এসেছে। পুলিশে জানানোর পর মেয়েকে বাড়িতে পাঠিয়েছে। তবে ওঁর কড়া শাস্তি চাই।

মালদহ কলেজে হোর্ডিং টাঙানো নিয়ে মারামারি
বুধবার হোর্ডিং টাঙানোকে কেন্দ্র করে বুধবার তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে এসএফআইয়ের গোলমালের জেরে মালদহ কলেজে উত্তেজনা দেখা দেয়। দলের বিরুদ্ধে ‘কুরুচিকর’ হোর্ডিং টাঙানোয় ক্ষুব্ধ তৃণমূল কর্মীরা কলেজে বিক্ষোভ দেখান। পরে টিএমসিপি কর্মীরা হোর্ডিংটি খুলে ইংরেজবাজার থানায় জমা দেন। এসএফআই-র ইংরেজবাজার জোনাল সম্পাদক-সহ তিন জনের বিরুদ্ধে থানায় অভিযোগও জানানো হয়েছে। তৃণমূল যুব কংগ্রেসের ইংরেজবাজারের সভাপতি বিশ্বজিৎ রায় বলেন, “রাজ্য সরকারকে বদনাম করতে ও ধর্ষণে কলেজ ছাত্রদের উৎসাহিত করতেই এসএফআই ওই হোর্ডিং দিয়েছে। কলেজ কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা না নেওয়ায় তা পুলিশকে দিয়েছি।” অভিযোগ প্রসঙ্গে এসএফআইয়ের জোনাল সম্পাদক জাকির হোসেন বলেন, “রাজ্য সরকার ধর্ষিতাদের ২০-৩০ হাজার টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছে। আমরা সরকারের ঘোষণাই হোর্ডিং করে ঝুলিয়েছি।” অধ্যক্ষের ঘরের সামনে ছাত্র পরিষদও বিক্ষোভ দেখিয়েছে। অধ্যক্ষ অনিরুদ্ধ সেনগুপ্ত বলেন, ‘‘বিতর্কিত হোর্ডিং ও পোস্টার , দলীয় পতাকা খুলে নেওয়ার জন্য বলা হয়েছিল। সংগঠনটি খোলেনি। পুলিশে জানানো হয়েছে।”

ধর্মঘটে নেই উত্তর
উত্তরবঙ্গের বাস মিনিবাস মালিকরা বাস ভাড়া বাড়ানোর দাবি করে পরিবহণমন্ত্রী মদন মিত্রকে চিঠি দিয়েছেন। বুধবার মহাকরণে পরিবহণমন্ত্রী মদন মিত্রের সঙ্গে বৈঠকের পর মালিকরা আশ্বাস দিয়েছেন, উত্তরবঙ্গে তাঁরা বাস ধর্মঘটে সামিল হবেন না। কিন্তু ভাড়া বাড়ানো এবং উত্তরবঙ্গের জাতীয় সড়ক, রাজ্য সড়ক এবং পূর্ত সড়কগুলির ভাঙা অবস্থা মেরামত করে যানচলাচলের সহায়ক করে তোলার দাবি জানিয়েছে নর্থবেঙ্গল প্যাসেঞ্জার ট্রান্সপোর্ট ওনার্স কো অডিনেশন কমিটি। পরিবহণমন্ত্রী মদন মিত্র বলেন, উত্তরবঙ্গের প্রায় ৮ হাজার বাস ধর্মঘটে যাবে না বলে মালিকরা আশ্বাস দিয়েছেন। ছ’টি জেলার ৩২টি বাস মালিক সংগঠন এর মধ্যে রয়েছেন। উত্তরবঙ্গ বাস মালিক সংগঠনের সাধারাণ সম্পাদক প্রণব মানি বেলন, কোচিবহার থেকে শিলিগুড়ি জাতীয় সড়ক বেহাল। অন্য রাস্তার অবস্থাও ভাল নয়। রাস্তা মেরামত করার দাবি জানিয়েছি।

দুর্ঘটনায় মৃত্যু
ট্রাক ও বাইকের মুখোমুখি সংঘর্ষে এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন। বুধবার দুপুরে করণদিঘির সালামপুর এলাকাতে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মতিকান্ত সিংহ (২২)। তাঁর বাড়ি আলতাপুরের হরিণতোড়ে। ওই যুবক সঙ্গী নব সিংহকে নিয়ে বাইকে করে টুঙ্গিদিঘি থেকে করণদিঘি যাচ্ছিলেন। সালামপুর এলাকাতে উল্টোদিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।

বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ
পুজোর মুখে বিদ্যুতের বিল নিয়ে বালুরঘাটের গ্রাহকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। দিনমজুর থেকে ব্যবসায়ী, প্রাক্তন চেয়ারম্যান থেকে প্রাথমিক শিক্ষকের বাড়িতে অগস্ট-অক্টোবর তিনমাসে লক্ষাধিক টাকার বিল পাঠানো হয়েছে বলে অভিযোগ। বিদ্যুৎ পর্ষদের অফিসারের বিলে ভুল হয়ে স্বীকার করলেও কোনও ব্যবস্থা নিচ্ছেন না বলে অভিযোগ। বালুরঘাট বিদ্যুৎ সরবরাহ দফতরের আধিকারিক দীপ্তম দত্ত বলেন, “অভিযোগগুলি দেখা হচ্ছে। বেশি বিলের বিষয়টিও দেখা হচ্ছে।”

তড়িদাহত হয়ে মৃত্যু
বিদ্যুৎ সরবরাহের খুঁটি পোঁতার সময় তড়িদাহত হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। মালদহের চাঁচলের গোরক্ষপুরে বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে। ঘটনার পর সংশ্লিষ্ট ঠিকাদার এলাকায় গেলে তাঁকে আটকে রেখে বিক্ষোভ দেখান বাসিন্দারা। মৃতের পরিবারের তরফে ঠিকাদারের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানানো হয়। পুলিশ জানায়, মৃতের নাম নজমূল হক (১৫)। সে স্থানীয় সদরপুর হাই স্কুলে দশম শ্রেণিতে পড়ত। আহত দুজনকে চাঁচল হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

যানজটে নাকাল
ইসলামপুর শহরের তীব্র যানজটে প্রতিনিয়ত নাকাল হতে হচ্ছে মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে আসা বাসিন্দাদের। পুরসভার বা মহকুমা প্রশাসনের পক্ষ থেকে স্বেচ্ছাসেবীদের দিয়ে যানজট নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হলেও তা কার্যকরী হয়নি বলে বাসিন্দাদের অভিযোগ। পুজোর আগে বাজারে এসে সমস্যায় পড়ছেন মহকুমার বিভিন্ন প্রান্তের বাসিন্দারা। ইসলামপুর পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল অগ্রবাল বলেন, “শহরের যানজট এড়াতে বৈদ্যুতিক ট্রাফিক ব্যবস্থা করা হচ্ছে। স্বেচ্ছাসেবীও রাস্তায় নামানো হবে।”

চাপা পড়ে মৃত্যু
নয়নজুলিতে পাট ধোয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়া একটি ছোট গাড়ির তলায় চাপা পড়ে এক মহিলার মৃত্যু হয়েছে। মালদহের সামসি-রতুয়া রাজ্য সড়কের উপর বুধবার বিকালে ঘটনাটি ঘটে। গুরুতর জখম হয়েছেন আরও এক শ্রমিক সহ ছোট গাড়ির ৭ যাত্রী। পুলিশ জানায়, মৃতার নাম বিশাখা মন্ডল(৫০)। জখম বিন্নু ঘোষ নামে এক শ্রমিককে রতুয়া হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

আন্দোলনে বিএসএনএল অস্থায়ী কর্মীরা
ছবি তুলেছেন তরুণ দেবনাথ।
সরকারি সুযোগ সুবিধার দাবিতে আন্দোলনে ভারত সঞ্চার নিগমের (বিএসএনএল) অস্থায়ী কর্মীরা। উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন টেলিফোন এক্সচেঞ্জে কর্মরত ১৬২ জন অস্থায়ী কর্মী বুধবার সকাল থেকে কর্ণজোড়ায় বিএসএনএলের উত্তর ও দক্ষিণ দিনাজপুরের জেনারেল ম্যানেজারের দফতরের সামনে অবস্থান শুরু করেছেন। শুক্রবার পর্যন্ত চলবে। রায়গঞ্জ বিএসএনএল শিল্প সহায়ক ইউনিয়নের যুগ্ম জেলা সম্পাদক কাজল সরকার বলেন, “অস্থায়ীরা ১৩ বছরের বেশি মাসে ২৯৭০ টাকা বেতনে জেলার নানা এক্সচেঞ্জে কাজ করছেন। কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হলেও সরকারি সুবিধা মিলছে না।” শুক্রবারের মধ্যে কর্তৃপক্ষ আশ্বাস না দিলে বৃহত্তর আন্দোলনে নামবেন।

প্রতিবাদ
ছবিটি তুলেছেন মনোজ মুখোপাধ্যায়।
রাজ্যের লোকশিল্পীদের ভাতা ও পুরস্কার তুলে দেওয়ার প্রতিবাদে বুধবার দুপুরে মালদহ জেলাশাসকের দফতরের সামনে লোকশিল্পীরা মুখোশ পরে, ঢাকঢোল বাজিয়ে অভিনব বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, সরকার ক্ষমতায় আসার পর লোকশিল্পীদের ভাতা বন্ধ করে দিয়েছে। পাঁচটি পুরস্কার তুলে দেওয়া হয়েছে। বন্ধ করা হয়েছে বাদ্য শিল্পীদের বাদ্যযন্ত্র কেনার সাহায্যও।

শাড়ি বিলি
পুজোর মুখে চার হাজার দুঃস্থ মহিলাদের মধ্যে শাড়ি বিলি করলেন সমাজবাদী পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ কিরণময় নন্দ। বুধবার দলের তরফে কালিয়াগঞ্জের ৮টি পঞ্চায়েতের একাধিক শিবিরে যোগ দিয়ে শাড়ি বিলি করেন তিনি। তিনি বলেন, “দুঃস্থ মহিলাদের মুখে হাসি ফোটাতে এই উদ্যোগ।”

জখম ৩০
দুটি বাসের সংঘর্ষে জখম ৩০ যাত্রী। বুধবার ঘটনাটি ঘটে কালিয়াগঞ্জের বাঘন-বটতলিতে। ৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ জানায়, এ দিন বালুরঘাট থেকে রায়গঞ্জগামী একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোদিক থেকে আসা আর একটি বেসরকারি বাসকে মুখোমুখি ধাক্কা মারে।

৫ বাড়ি ছাই
শট সার্কিট থেকে আগুন ছড়িয়ে ৫টি বাড়ি পুড়ে গিয়েছে। মালদহের চাঁচলের শাওরগাছি এলাকায় বুধবার সকালে ঘটনাটি ঘটে। দমকলের একটি ইঞ্জিন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ধৃত
হাটে জাল টাকা চালানোর চেষ্টায় এক ব্যক্তিকে পুলিশ ধরেছে। মালদহে চাঁচল হাটে বুধবার সন্ধ্যায়। ধৃত আবুল কালাম কালিয়াচকের ভাগলপুর এলাকার বাসিন্দা। ধৃতের থেকে হাজার টাকার ৩টি ও ৫০০ টাকার ১১টি জাল নোট উদ্ধার হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.