পুজোর মুখে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের কর্মীদের আর্থিক সমস্যার সুরাহার আর্জি নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন সংস্থার চেয়ারম্যান তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। বুধবার রাতে কোচবিহারে এনবিএসটিসির বোর্ড মিটিঙের পর চেয়ারম্যান ওই কথা জানান। ঘটনাচক্রে এ দিনই দ্রুত মার্চ থেকে আংশিক করে বকেয়া থাকা বেতন, অবসরপ্রাপ্তদের অনিয়মিত পেনশন নিয়মিত করার দাবিতে এনবিএসটিসি’র কোচবিহারের ডিভিশনাল ম্যানেজারকে দিনভর ঘেরাও করে রাখেন ওয়ার্কাস ইউনিয়নের সদস্যরা। বোর্ড মিটিং শেষ হওয়ার পর ওই খবর পান নিগম চেয়ারম্যান। চেয়ারম্যান পরে বলেন, “বকেয়া বেতন মেটানোর চেষ্টা হচ্ছে। অবসরপ্রাপ্তদের পেনশন নিয়মিত করতে চাইছি। পুজোর আগে নির্দিষ্ট বেতন কাঠামোর মধ্যে যারা পড়ছেন তাঁদের ২ হাজার টাকা করে অগ্রিমও দিতে চাইছি। এই ব্যাপারে পরিবহণ দফতর ও মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব।” নিগম সূত্রেই জানা গিয়েছে, প্রতিমাসে গড়ে নিগমের ৬ কোটি টাকা ভর্তুকি বাবদ দরকার হয়। তার মধ্যে বেহাল রাস্তায় প্রচুর বাস বিকল হয়েছে। ডিজেলের দাম বৃদ্ধি, টোল ফি বেড়ে যাওয়া বাড়তি খরচের বোঝা চেপে যাওয়ায় সমস্যা বেড়েছে। নিগম চেয়ারম্যান বলেন, “বেহাল রাস্তায় খরচ বেড়েছে। ডিজেলের দাম বাড়ায় বছরে ৭ কোটি টাকা বাড়তি খরচ হবে। এছাড়াও জাতীয় সড়কে টোলের জন্য বছরে প্রায় ১ কোটি টাকা খরচ হবে।” গৌতমবাবু জানান, মহারাজা নৃপেন্দ্রনারায়ণের জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষে দু’টি নতুন দোতলা বাস কেনা হবে। পুজোর আগে ১২ টি নতুন বাস রাস্তায় নামছে। এ দিন নিগমের বৈঠকের আগে র্সাকিট হাউসে কোচবিহার ডেভলপমেন্ট ফান্ড কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকের পর মন্ত্রী জানান, কোচবিহারের বাসিন্দাদের জন্য তৈরি কলকাতার কোচবিহার ভবন তো বটেই শিলিগুড়িতে মেডিক্যাল কলেজ এলাকায় গড়া ভবনের পরিকাঠামোর উন্নয়ন করা হবে। কলকাতার সল্টলেকের ওই ভবন ঢেলে সাজার ব্যাপারেও উদ্যোগ নেওয়া হয়েছে। দুইটি ভবনের উন্নয়নেই অর্থের সমস্যা হবে না। নাটাবাড়ির বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ বৈঠকে কোচবিহারে যুব আবাস গড়ার দাবি জানান। আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া পূর্ত, সেচ দফতরের কর্তাদের সঙ্গেও মন্ত্রী বৈঠক করেন। |