টুকরো খবর
ভয় দেখিয়ে দ্বিগুণ ভাড়া, নালিশ
স্ট্যান্ডে নিয়ে গিয়ে মহিলা যাত্রীকে ভয় দেখিয়ে দ্বিগুণের বেশি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে এক সিটি অটো চালকের বিরুদ্ধে। মঙ্গলবার শিলিগুড়ির মিলনপল্লির বাসিন্দা ওই মহিলা মৌমিতা আচার্য বিষয়টি নিয়ে পুলিশ কমিশনার, ট্রাফিক এসিপি এবং মহকুমাশাসকের কাছে অভিযোগ করেন। মৌমিতাদেবী তৃণমূল যুব কংগ্রেসের দার্জিলিং জেলার সাধারণ সম্পাদক। তাঁর অভিযোগ, রবিবার তিনি ব্যক্তিগত কাজ সেরে মাটিগাড়ার সিটি সেন্টারের সামনে থেকে কোর্ট মোড়ে যাবেন বলে সিটি অটোতে উঠেছিলেন। মৌমিতাদেবীর মেয়েও সঙ্গে ছিলেন। সিটি অটো চালক ২০ টাকা করে ভাড়া চান। মৌমিতাদেবী বলেন, “যাওয়ার সময় আমি ১০ টাকা করে ভাড়া দিয়েছিলাম। ফেরার সময় বেশি টাকা দাবি করায় দিতে চাইনি। আমাকে কোর্ট মোড়ে না নামিয়ে বাগরাকোটে নিয়ে গিয়ে শাসানো হয়। বাধ্য হয়ে আমি ৪০ টাকা দিয়ে ফিরে আসি।” চালক অবশ্য দাবি করেছেন, মৌমিতাদেবীর সঙ্গে তিনজন ছিলেন। সিটি সেন্টার থেকে কোর্ট মোড়ের ভাড়া জনপ্রতি ৭টাকা। কিন্তু মৌমিতাদেবী ৫ টাকা করে দিতে রাজি ছিলেন। তা নিয়েই বচসা হয়। শিলিগুড়ি অটো অপারেটর্স ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক নির্মল সরকার বলেন, “বিষয়টি সংগঠনের তরফে খতিয়ে দেখা হচ্ছে।” প্রশাসনের তরফে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ট্রাক ধরল পুলিশ
ছবি: বিশ্বরূপ বসাক।
ময়দা মিলের সামনে থেকে সন্দেহজনক একটি গম বোঝাই ট্রাক আটক করেছে পুলিশ। মঙ্গলবার ঘটনাটি ঘটে ভক্তিনগর থানার দুই মাইল এলাকায়। ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু ওই গম এবং ট্রাক কার তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। জলপাইগুড়ি খাদ্য সরবরাহ দফতর থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ওই গম তাদের নয়। যে ময়দা মিলের সামনে থেকে ট্রাকটি আটক করেছে তার মালিক জানিয়েছেন, ওই গম এবং ট্রাক তাঁর নয়। যে ৩ জনকে পুলিশ গ্রেফতার করেছে তারা ময়দা মিলের কর্মী বলেই পুলিশ জানিয়েছে। কিন্তু ময়দা মিল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছেন, ধৃতদের সঙ্গে তাঁদের কোনও সম্পর্ক নেই। শিলিগুড়ির পুলিশ কমিশনার আনন্দ কুমার বলেন, “একটি মামলা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। গম কোথা থেকে এসেছে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তা তদন্ত করে দেখা হচ্ছে।” পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার আড়াই মাইলে একটি ময়দা মিলের সামনে ট্রাকটি দাঁড়িয়ে ছিল। ট্রাকে ৫০ কেজির ৩০০ বস্তা গম ছিল। সেখান থেকে পুলিশ পঙ্কজ মদেশিয়া, জিতেন্দ্র চৌধুরী এবং রণজিৎ দাসকে গ্রেফতার করে। ধৃতরা নিজেদের ময়দা মিলের কর্মী বলে দাবি করেছে বলে পুলিশ জানিয়েছে। কিন্তু, ময়দা মিল কর্তৃপক্ষ পুলিশকে জানিয়েছেন, তাঁদের তাঁরা চেনেন না।

অভিযুক্তদের জেল হাজত
নয়ন শর্মা (১৫) অপহরণ ও খুনের ঘটনায় অভিযুক্ত ২ জনকে সাতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে পুলিশ। বুধবার জলপাইগুড়ির এসিজেএম আদালতে তোলা হলে বিচারক ওই নির্দেশ দেন। আদালত সূত্রের খবর, ওই ঘটনায় প্রধান ২ অভিযুক্ত বিকাশ রায় এবং সূরজ যাদবের সাতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আরেক অভিযুক্ত সঞ্জয় ঠাকুরকে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। ৩ জনকে মঙ্গলবার এনজেপি ফাঁড়ির পুলিশ গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৫ লক্ষ টাকা আদায়ের চেষ্টায় গত ২২ সেপ্টেম্বর অষ্টম শ্রেণির ছাত্র নয়নকে অপহরণ করে অভিযুক্তরা। ২৩ সেপ্টেম্বর রাতে সাহুডাঙ্গি ক্যানালে নিয়ে জলে ডুবিয়ে তাঁকে খুন করা হয়। ২৫ সেপ্টেম্বর নয়নের দেহ উদ্ধার করে পুলিশ। যে তিনটি মোবাইল থেকে নয়নের বাবা নিত্যানন্দবাবুকে ফোন করে মুক্তিপণ চাওয়া হয়েছিল তার সূত্র ধরে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। শিলিগুড়ির ডেপুটি পুলিশ কমিশনার ও জি পাল বলেন, “ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরও কিছু তথ্য পাওয়া যাবে বলে আশা করছি।”

খুনে গ্রেফতার
শঙ্কর সাহানি (৪০) খুনের মামলায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে ভক্তিনগর থানার পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, ধৃতের নাম মহম্মদ গুড্ডু। সে মেটেলির বাসিন্দা। দীর্ঘদিন ধরে চেকপোষ্ট এলাকায় শ্রমিকের কাজ করে। মঙ্গলবার সকালে চেকপোষ্ট এলাকার একটি গ্যারেজ থেকে দিনমজুর শঙ্করবাবুর মৃতদেহ উদ্ধার করা হয়। তাঁর মাথায় পাথর দিয়ে আঘাত করে খুন করা হয়। ওই দিন রাতে গ্যারাজের নিরাপত্তারক্ষী ছাড়াও মহম্মদ গুড্ডু সেখানে ছিল বলে পুলিশ জানতে পারে। সেই শঙ্করবাবুকে খুন করে পালিয়ে যায় বলে সন্দেহে তাকে গ্রেফতার করা হয়। গ্যারেজের নিরাপত্তারক্ষী পুলিশকে জানিয়েছে, রাতে মদ্যপ অবস্থায় ওই দু’জনকে তর্ক করতে দেখেছেন তিনি। শিলিগুড়ির ডেপুটি পুলিশ কমিশনার ও জি পাল বলেন, “খুনে যুক্ত সন্দেহে একজনকে ধরা হয়েছে। ঘটনার তদন্ত হচ্ছে।”

স্মারকলিপি
জলপাইগুড়ি আনন্দচন্দ্র কলেজের অস্থায়ী কর্মীদের সকলের সমহারে ভাতা বৃদ্ধি এবং কাজের সময় নির্দিষ্ট করার দাবিতে বুধবার কলেজ কর্তৃপক্ষকে স্মারকলিপি দিয়েছে পশ্চিমবঙ্গ অধ্যাপক, শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি। তাঁদের অভিযোগ, কলেজের অস্থায়ী কর্মীদের ক্ষেত্রে সমান নীতি প্রয়োগ করা হচ্ছে না। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নহারে ভাতা বৃদ্ধি হয়েছে। পাশাপাশি অস্থায়ী কর্মীদের কাজের সময়ের ক্ষেত্র নিয়েও বৈষম্য হচ্ছে বলে সমিতির জেলার আহ্বায়ক প্রসেনজিৎ সাহা জানান। কলেজ সূত্রে জানানো হয়েছে, স্মারকলিপিতে উল্লেখ থাকা বিষয়গুলি নিয়ে পরিচালন সমিতিতে আলোচনা হবে।

৪৩টি খালি গুদাম পড়ে বাগরাকোটে
শুধুমাত্র বিদ্যুৎ সংযোগের অভাবে দীর্ঘ ১৮ বছর ধরে খাদ্য দফতরের ৪৩টি গুদাম অব্যবহৃত পড়ে আছে শিলিগুড়ির বাগরাকোটে। প্রতিটি গুদামের ক্ষমতা ৫ হাজার মেট্রিক টন করে। ওই গুদামগুলি শুধু মাত্র ভাড়া দিলে বছরে কমপক্ষে ৫০ লক্ষ টাকা আয় হত বলে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দাবি। তিনি বলেন,“এত বছর ধরে খাদ্য দফতরের তৈরি গুদাম কেন অব্যবহারে পড়ে থাকল তা জানতে চাওয়া হবে প্রক্তন খাদ্যমন্ত্রীর কাছে। বিষয়টি বিধানসভায় তুলে বিগত সরকারের কৈফিয়েত চাওয়া হবে।” মন্ত্রী জানান, ওই গুদামগুলিতে অবিলম্বে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য বিদ্যুৎমন্ত্রী মণীশ গুপ্তকে দফতরের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। খাদ্যমন্ত্রী বলেন, গুদাম সঙ্কটে খাদ্য দফতর রাজ্য থেকে সংগ্রীহিত চাল-ধান রাখতে পারছে না। বাধ্য হয়ে দফতর সারা রাজ্যে কয়েক শত গুদাম ভাড়া নিচ্ছে দীর্ঘ দিন থেকে। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের ৪৩টি গুদাম অবিলম্বে চালু করার জন্য খাদ্য দফতর ইতিমধ্যেই উদ্যোগী হয়েছে। ঠিক হয়েছে, যদি দেখা যায় উত্তরবঙ্গে অতগুলি দুদাম খাদ্য দফতরের প্রয়োজন হচ্ছে না, সে ক্ষেত্রে সেগুলি ভাড়া দেবে খাদ্য দফতর।

আলিপুরদুয়ারে অধ্যক্ষ ঘেরাও
অনিয়মিত ক্লাসের অভিযোগ নিয়ে আলিপুরদুয়ার কলেজের অধ্যক্ষকে ঘেরাও করল এসএফআই। বুধবার দুপুরে প্রায় ঘণ্টা খানেক অধ্যক্ষকে ঘেরাও করে স্মারকলিপি দেয় এসএফআই সদস্যরা। কলেজের ছাত্র সংসদের এসএফআইয়ের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ কিশোর মুন্সি জানান, কলেজে অনিয়মিত ক্লাস হওয়ায় বিপাকে পড়েছেন পড়ুয়ারা। আবার ছাত্রছাত্রীরা ৭৫ শতাংশ ক্লাসে উপস্থিত না থাকলে তাঁদের টেস্ট পরীক্ষায় বসতে দেওয়া হবে না। জুলাই মাস থেকে কম ক্লাসের জন্য পড়ুয়াদের উপস্থিতির হার কমছে। অনিয়মিত ক্লাসের জন্য ছাত্রছাত্রীদের সমস্যা পড়তে হলে আমরা বড় মাপের আন্দোলন করব। কলেজের অধ্যক্ষ সুব্রত পঞ্চানন জানান, স্নাতক বিভাগে ক্লাস কম হচ্ছে বলে অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে টির্চাস কাউন্সিল ও পরিচালন সমিতির সঙ্গে করব। ছাত্রদের কোন কোন ক্লাসে শিক্ষকরা উপস্থিত থাকছেন না তা লিখিতভাবে জানাতে। তবে দুপুর ১টা নাগাদ অনেক শিক্ষক শিক্ষিকা কলেজে আসেন কারণ তাঁদের ক্লাস দেরিতে থাকে। কলেজ সূত্রের খবর, কলেজের ছাত্রছাত্রী সংখ্যা প্রায় ৪ হাজার। সেখানে ১০০ জন শিক্ষক-শিক্ষিকা থাকার কথা থাকলেও আচেন মাত্র ৩৬ জন।

অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু
ভুটান পুলিশের হাতে আটক ট্যাঙ্কার চালককে ছাড়ার দাবিতে বুধবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করল ট্যাঙ্কার চালকেরা। প্রশাসনিক সূত্রের খবর, ওই চালকের খোঁজ নিতে ভুটানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে মহকুমা প্রশাসন। আলিপুরদুয়ারেরর মহকুমা শাসক অমলকান্তি রায় জানান, নাগেশ্বর মাহাত নামে এক ট্যাঙ্কার চালক কয়েক মাস আগে দুর্ঘটনার ঘটনায় ভুটানে মাস কয়েক আগে গ্রেফতার হন। তার জেরেই ট্যাঙ্কার চালকেরা কর্মবিরতি শুরু করেছেন। ভুটানের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। চালকদের কর্মবিরতির জেরে তেল সরবরাহ ব্যাহত হয়েছে।

স্মারকলিপি
চেংমারি গ্রাম পঞ্চায়েতে বার্ধক্য ভাতার সঠিক তালিকা তৈরী ও পানীয় জল সমস্যার সুরাহার দাবিতে প্রায় ৫ ঘন্টা কংগ্রেস ও যুব কংগ্রেস কর্মীরা বিক্ষোভ দেখালেন। পঞ্চায়েত প্রধানকে দলের তরফে ওই দাবিগুলি জানিয়ে স্মারকলিপিও দেওয়া হয়। প্রধান কৈলাশ ওঁরাও জানান, শীঘ্রই বেশ কিছু নতুন নলকূপও বসানো হবে। ভাতার বিষয়টিও দেখা হচ্ছে।

টাকা উদ্ধার
চুরির তিনদিনের মাথায় টাকা উদ্ধার করল পুলিশ। বুধবার ঘটনাটি ঘটে প্রধাননগর থানার চম্পাসারি এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত সোমবার চম্পাসারির বিনোদ সাহার বাড়ির জানালা দিয়ে ২৫ হাজার টাকা ভর্তি ব্যাগ চুরি করে পালিয়ে যায় এক দুষ্কৃতী। ঘটনার তদন্তে নেমে মঙ্গলবার চম্পাসারির সমীর রাহা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে বুধবার তার বাড়ি থেকে চুরির ২১,৮০০ টাকা উদ্ধার করে পুলিশ। ব্যাগটিও উদ্ধার হয়েছে।

উদাসীনতার নালিশ
মাথায় ঘায়ে পোকা ধরেছে। শিলিগুড়ি জেলা হাসপাতাল চত্বরে পড়ে থাকা ভবঘুরে এমনই এক মহিলাকে চিকিৎসা পরিষেবা দিতে উদাসীনতার অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। বুধবার এ ব্যাপারে অভিযোগ তোলেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের একাংশ। হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার সুধীন দাস বলেন, “ওই মহিলার মাথার ঘা এ দিন ‘ড্রেসিং’ করানো হয়েছে।” চিকিৎসায় সাহায্য করা হবে বলে তিনি আশ্বাস দেন।

পাচারে ধৃত দুই
নেশার ওষুধ পাচারের অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ঘটনাটি ঘটে প্রধানগর থানার সিকিম বাস স্ট্যান্ডে। পুলিশ জানায়, ধৃতদের নাম দীপেন পোড়েল বং সুনীতা ছেত্রী। তাদের বাড়ি সিকিমে। তারা স্বামী-স্ত্রী বলে পুলিশের কাছে দাবি করেছে। ধৃতদের কাছ থেকে প্রচুর পরিমান নেশার ওষুধ উদ্ধার করেছে পুলিশ।

পথ সংস্কার
আন্তর্জাতিক সমবায় বর্ষ উপলক্ষে জলপাইগুড়ি শহরের প্রায় আড়াইশো মিটার রাস্তার সংস্কার কাজ করল জেলার ইঞ্জিনিয়ারিং সমবায় সমিতি। শহরের প্রভাতমোড় থেকে রাজীবমোড় এবং কোতোয়ালি থানার রাস্তা সংস্কারের কাজ করেছে সমিতি। পুরসভার অনুমতি নিয়েই রাস্তার কাজ করা হয়েছে বলে জানানো হয়েছে। এই কাজে প্রায় তিন লক্ষ টাকা খরচ হয়েছে সমিতির. ইঞ্জিনিয়ারিং সমবায়ের জেলা সম্পাদক প্রসূন বাগচী জানান।

আত্মহত্যা
বিয়ের সাত মাসের মাথায় এত বধূর ট্রেন লাইনে শুয়ে আত্মঘাতী হওয়ার অভিযোগ উঠেছে। বুধবার ঘটনাটি ঘটে ফালাকাটার রবীন্দ্রনগরে। মৃতার নাম নিশা দাস (২৪)। তাঁর বাপেরবাড়ি রায়চেঙ্গা গ্রামে। সাত মাস আগে ব্যবসায়ী সঞ্জীব দাসের সঙ্গে তাঁর বিয়ে হয়।

অবস্থান বিক্ষোভ
পুজোর মুখে ঋণ, বার্ধক্য ভাতা-সহ বিভিন্ন দাবিতে অবস্থান বিক্ষোভ করলেন কয়েকশ তাঁত শিল্পী। বুধবার আলিপুরদুয়ার ভাঙাপুলের কাছে হস্ত তাঁত ও বস্ত্র বিভাগের দফতরে তাঁত শিল্পীরা এসে স্মারকলিপি জমা দেন। জেলা তন্তুবায় সমন্বয় কমিটির সম্পাদক দিলীপ দেবনাথ এই প্রসঙ্গে জানিয়েছেন, তাঁত শিল্পের সঙ্গে যুক্ত সমবায়গুলি ধুঁকছে। এর পাশাপাশি, সরকারি অনুদান সময়ে মিলছে না।

করিডরের দাবি
ডুয়ার্স রুট দিয়ে ফের ইস্ট ওয়েস্ট করিডর তৈরির দাবি উঠল। ওদলাবাড়ি উন্নয়ন কমিটির পক্ষ থেকে সম্প্রতি কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকে ওই দাবিপত্র পাঠানো হয়েছে।

বিক্ষোভ
ডালখোলা কলেজ মোড় এলাকাতে বাস স্টপের দাবিতে বিক্ষোভ মিছিল করলেন ডালখোলা শ্রীঅগ্রসেন কলেজের ছাত্রছাত্রীরা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.