এ বার ৫৯ বছরে রায়গঞ্জের বিধাননগর |
ভিড় টানতে |
রথের আদলে ৬০ ফুট উঁচু ৫০ ফুট চওড়া মণ্ডপ। রথে সাবেক প্রতিমা।
চন্দননগরের আলোয় বিভিন্ন ঘটনা ও ছোটদের রূপকথার গল্প। |
|
গর্বের বিষয় |
|
চিন্তার বিষয় |
পাতপেড়ে খাওয়ানোর ব্যবস্থা। দুঃস্থদের
সাহায্য। দশমীর সন্ধ্যায় অনুষ্ঠান। |
রাস্তায় পুলিশ ও স্বেচ্ছাসেবকরা যানজট
সামাল দিতে পারবেন তো? |
সায়ন্তনী ভৌমিক, ছাত্রী |
হইচই ও আড্ডায় দিনগুলো কেমন করে চলে যায় বুঝি না। ওই কয়েকটা দিনের জন্য বছরভর অপেক্ষা করি। |
সুনীলচন্দ্র দাস, প্রবীণ |
বাসিন্দারা একজোট হয়ে পুজো পরিচালনা করেন। আচার ও নিষ্ঠা মেনে পুজো করার দিকে নজর রাখা হয়। |
|
দীপঙ্কর দাস, সম্পাদক |
|
সব মানুষকে আনন্দে সামিল করা লক্ষ্য। মহিলা
আর শিশুদের জন্য অভিনব আয়োজন রয়েছে। |
|
|
বাজেট ৬ লক্ষ |