বুধবার প্রকাশিত হল সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয়ের বিএড পরীক্ষার ফলাফল। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সমূহের নিয়ামক সুবলচন্দ্র দে বলেন, “প্রথমবার এই বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএড পরীক্ষা হয়েছিল। মোট ৩৯৩ জন পরীক্ষা দেন। তার মধ্যে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন ৩৭৩ জন, দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছেন ১৭ জন। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও ফল জানা যাবে।
|
বুধবার সকালে হুড়া থানা এলাকার কুলগোড়া-কাশীপুর রাস্তায় এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, ভোরবেলায় কোনও গাড়ি ওই যুবককে চাপা দিয়ে পালিয়ে যায়। সেখানেই তাঁর মৃত্যু হয়। দেহটি ময়না তদন্তে পাঠনো হয়।
|
জেলার উন্নয়নে স্থানীয় সংবাদপত্রের ভূমিকা নিয়ে মঙ্গলবার একটি আলোচনা সভা হল পুরুলিয়া পুরসভার গাঁধী হলে। উদ্যোক্তা পুরুলিয়া জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন। বক্তব্য রাখেন বিশিষ্টজনেরা। |