|
|
|
|
জাতীয় সড়ক বেহাল, ক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • নলহাটি |
রানিগঞ্জ-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কের নলহাটি থেকে মোরগ্রাম পর্যন্ত ২১ কিলোমিটার রাস্তা সংস্কারের দাবিতে সরব হল সিপিএম। ওই রাস্তা সংস্কারের দাবিতে বুধবার নলহাটি ২ ব্লকের বিডিও-র কাছে সিপিএমের লোহাপুর জোনাল কমিটির তরফ থেকে স্মারকলিপি দেওয়া হয়।
জোনাল কমিটির সম্পাদক আব্দুস সালাম বলেন, “সংস্কারের অভাবে জাতীয় সড়কে চলাচল করাই দায়। ছোটখাটো দুর্ঘটনা প্রায়ই ঘটছে।” তাঁর ক্ষোভ, “বেহাল রাস্তার জন্য দুই মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুর পরেও রাস্তা সংস্কারের জন্য ব্যবস্থা নেওয়া হয়নি। অথচ জায়গায় জায়গায় খানাখন্দে রাস্তা বলতে কিছুই নেই। বিশেষ করে নলহাটি থানার ন-পাড়া মোড় থেকে কাঁটাগড়িয়া এবং কাঁটাগড়িয়া থেকে তিলোড়া পর্যন্ত রাস্তায় খুব সাবধানে চলাচল করতে হয়।”
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই রাস্তার উপরে নলহাটি ২ ব্লক কার্যালয় পড়ে। প্রশাসন যদি অবিলম্বে রাস্তা সংস্কারে উদ্যোগী না হয় তা হলে আগামীদিনে লাগাতার আন্দোলন হবে বলে হুমকি দিয়েছেন আব্দুল সালাম।
এলাকার বাসিন্দা খাইরুল হাসান, সালাম শেখ, কৃষ্ণপদ ভুঁইমালিদের ক্ষোভ, “ব্লক অফিস সূত্রে জানা গিয়েছে, এলাকার সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রী যখন বোলপুরে জেলার সমস্ত বিডিওদের নিয়ে বৈঠক করেছিলেন তখন ৬০ নম্বর জাতীয় সড়কের বেহাল অবস্থার কথা উল্লেখ করা হয়েছিল। মুখ্যমন্ত্রী রাস্তা সংস্কারের বিষয়ে আশ্বাস দিয়েছিলেন। তার পরেও আজও নলহাটি-মোরগ্রাম রাস্তা সংস্কার হয়নি। পুজো আসছে। সমস্যা আরও বাড়বে।” নলহাটি ২ ব্লকের বিডিও গঙ্গাধর দাস বলেন, “রাস্তাটির বেহাল অবস্থা নিয়ে একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে। ফের জানানো হবে।” এ দিকে, জেলাশাসক জগদীশ প্রসাদ মিনা বলেন, “রাস্তা সংস্কারের ব্যাপারে জাতীয় সড়কের নির্বাহী বাস্তুকারের সঙ্গে কথা হয়েছে। খুব শীঘ্রই কাজ শুরু হবে বলে উনি আশ্বাস দিয়েছেন।”
রানিগঞ্জ-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কের মহম্মদবাজার থেকে মোরগ্রাম পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত বাস্তুকার অনলজ্যোতি রায় বলেন, “নলহাটি থেকে মোরগ্রাম পর্যন্ত ২১ কিমি অংশ সংস্কারের জন্য কেন্দ্রীয় সরকার থেকে ৪১ কোটি ৭৭ লক্ষ টাকা অমুমোদন হয়েছে। ওই টাকায় যে যে অংশ দুর্বল হয়ে আছে সেই অংশ সংস্কার করা হবে। আর যে সব অংশ অপেক্ষাকৃত কম খারাপ সেই অংশগুলি সংস্কার করে পিচ (বিটুমিন) দেওয়া হবে।” তিনি জানান, কাজের ওয়ার্ক অর্ডার হয়ে গেলে সংস্কারের কাজ শুরু হবে। |
|
|
|
|
|