‘রুমমেট’-কে ছুরি দিয়ে আহত করার ঘটনায় অভিযুক্ত বিশ্বভারতীর শ্রীসদন গার্লস হস্টেলের আবাসিক ছাত্রী বুধবার বোলপুর আদালতে আত্মসমর্পণ করলেন। সরকারি আইনজীবী ফিরোজকুমার পাল বলেন, “বোলপুরের এসিজেএম পীযূষ ঘোষ অভিযুক্তের জামিন মঞ্জুর করেছেন। ওই ছাত্রীর বিরুদ্ধে বেআইনি ভাবে আটকে রাখা এবং অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ রয়েছে।” গত রবিবার শ্রীসদন গার্লস হস্টেলে কলাভাবনের ভাস্কর্য বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের আবাসিক ছাত্রী আত্রেয়ী ভট্টাচার্যকে ছুরি দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছিল তাঁরই এক রুমমেটের বিরুদ্ধে। আত্রেয়ী পিয়ার্সন মেমোরিয়াল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানোর পরে শান্তিনিকেতন তদন্তকেন্দ্রে অভিযোগ দায়ের করেন। ছাত্র পরিচালক শমিত রায়ের নির্দেশে গোটা ঘটনাটি বিশ্বভারতী কর্তৃপক্ষককে লিখিত ভাবে জানায় কলাভবন। যে ছাত্রী এ দিন আত্মসমর্পণ করে জামিন পেলেন, তিনিও বোলপুর আদালতে এ দিন আত্রেয়ীর বিরুদ্ধে মারধর করার পাল্টা অভিযোগ দায়ের করেছেন। তিনি অবশ্য এ দিন কোনও কথা বলতে চাননি। তাঁর আইনজীবী উদয় গরাই জানান, ১০ অক্টোবর দ্বিতীয় মামলাটির শুনানির দিন ধার্য হয়েছে।
|
রাজনগরের একটি সমবায়ের পরিচালন সমিতির নির্বাচনে ক্ষমতা হারাল বামফ্রন্ট। স্থানীয় সূত্র অনুযায়ী, ভবানীপুর পঞ্চায়েত এলাকার কুণ্ডিরা গ্রামের মহামায়া সমবায় সমিতির নির্বাচন ছিল মঙ্গলবার। ৯ আসন বিশিষ্ট সমবায়ে ৮টি আসনে জয়ী হন তৃণমূল-কংগ্রেস জোট সমর্থিত প্রার্থীরা। মাত্র একটি আসন পেয়েছেন সিপিএম সমর্থিত প্রার্থী। জোটের দাবি, বহুবছর ধরে এখানে নির্বাচন করাতে দেয়নি সিপিএম তথা বামফ্রন্ট। পাশাপাশি ৬৪৩ সদস্য বিশিষ্ট ওই সমবায়ে উন্নয়নও হয়নি। সেই জন্যই ফল তাঁদের পক্ষে গিয়েছে। অন্যদিকে সিপিএমের দাবি, বর্তমান পরিস্থিতিই এই ফলের জন্য দায়ী।
|
দু’টি লরির মুখোমুখি ধাক্কায় মৃত্যু হল এক চালকের। পুলিশ জানায়, মৃতের নাম ওসমান শেখ (৫০)। বাড়ি সিউড়িতে। বুধবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে রানিগঞ্জ-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে রামপুরহাট থানার জয়রামপুর সেতুর কাছে। এই দুর্ঘটনায় একটি লরির খালাসি জখম হয়েছেন। অন্য দিকে, বুধবার সকালে পুরুলিয়ার হুড়া থানা এলাকার কুলগোড়া-কাশীপুর রাস্তায় এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, ভোরবেলায় কোনও গাড়ি ওই যুবককে চাপা দিয়ে পালিয়ে যায়। সেখানেই তাঁর মৃত্যু হয়। দেহটি ময়না তদন্তের জন্য পুরুলিয়া সদর হাসপাতালে পাঠানো হয়।
|
গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিলের রান্নার মান খারাপ। চাল ভাল ভাবে বাছাই করা হয় না। পড়ুয়াদের পোশাকের জন্য বরাদ্দ টাকা প্রধান শিক্ষক ঠিক ভাবে খরচ করেননি। এই সব নানা অভিযোগে বুধবার মুরারই ২ ব্লকের বিডিও-র কাছে স্মারকলিপি দিলেন গোয়ালমাল গ্রামের বাসিন্দাদের একাংশ। গোয়ালমাল গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগন্নাথ মালের সঙ্গে যোগাযোগ করা যায়নি। বিডিও সোমনাথ পাল বলেন, “এ ব্যাপারে জানা নেই। খোঁজ নিয়ে দেখব।”
|
রামপুরহাট শহরের কামারপট্টি মোড়ে মঙ্গলবার রাতে একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র থেকে চুরি গেল ল্যাপটপ। পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। সম্প্রতি তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের রামপুরহাটের অফিস থেকে কম্পিউটার চুরি গিয়েছে। |