|
|
|
|
সাঁওতালডিহি বিদ্যুৎকেন্দ্র |
মজুরি সংক্রান্ত চুক্তি রূপায়ণের দাবি, বিক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • সাঁওতালডিহি |
মজুরি বাড়ানো সংক্রান্ত চুক্তি অবিলম্বে রূপায়ণের দাবিতে বুধবার সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্রে ‘মেনটেন্যান্স’ বিভাগের বিক্ষোভ-অবস্থান করেন ঠিকা শ্রমিকেরা। বিদ্যুৎকেন্দ্রের প্রশাসনিক ভবনের সামনে ওই অবস্থান-বিক্ষোভ হয়।
সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গিয়েছে, ‘মেনটেন্যান্স’-এর কাজে যুক্ত থাকা শ্রমিকদের নিয়োগের আগে পিডিসিএল (রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগম), শ্রম দফতর এবং বিদ্যুৎকেন্দ্রের শ্রমিক সংগঠনগুলির মধ্যে ত্রিপাক্ষিক চুক্তি করা হয়। ওই চুক্তি শেষ হয়েছে ২০১০ সালের ডিসেম্বরে। চলতি বছর সেপ্টেম্বরে কলকাতায় সহকারী শ্রম কমিশনারের দফতরে পিডিসিএলের আধিকারিক ও শ্রমিক সংগঠনগুলির উপস্থিতিতে সেই চুক্তি নিয়ে বৈঠক হলেও তা ফলপ্রসূ হয়নি।
এ দিন মূলত সিটু-র নেতৃত্বে বিক্ষোভ হলেও তাতে অংশ নিয়েছিলেন অন্য শ্রমিক সংগঠনগুলির সদস্যেরাও। সিটু নেতা ভজন সরকার জানান, দীর্ঘদিন শ্রমিকদের নিয়োগের ক্ষেত্রে চুক্তির বিষয়টি পিডিসিএল কর্তৃপক্ষ স্থগিত রেখেছিলেন। সম্প্রতি কলকাতার বৈঠকে শ্রমিক সংগঠনগুলি দাবি করেছিল, সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্রের ‘মেনটেন্যান্স’-এর কাজে যুক্ত শ্রমিকদের কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকদের হারে মজুরি দিতে হবে। এসইউসি-র শ্রমিক সংগঠনের নেতা কাশীনাথ বসাক এবং ভজনবাবু বলেন, “পিডিসিএলের বিদ্যুৎকেন্দ্র হলেও সাঁওতালডিহি ও কোলাঘাটের ক্ষেত্রে মজুরির বহু তফাত রয়েছে। সেই প্রক্ষিতেই এখানেও কোলাঘাটের হারে মজুরির দাবি জানানো হয়েছিল।”
বস্তুত, ত্রিপাক্ষিক চুক্তি হওয়ার পরেই মজুরি বাড়ার কথা সাঁওতালডিহি বিদ্যুৎকেন্দ্রের অস্থায়ী শ্রমিকদের। পুজোর মুখেও চুক্তি সম্পন্ন না হওয়ায় ক্ষোভ ছড়িয়েছে। ওই বিদ্যুৎকেন্দ্রের শ্রমিক সংগঠনগুলির অভিযোগ, সেপ্টেম্বর মাসের আলোচনার পরে পিডিসিএল কর্তৃপক্ষ জানিয়েছিলেন, ফের দ্রুত আলোচনায় বসে চুক্তি সম্পন্ন করা-সহ শ্রমিকদের মজুরি বাড়ানোর বিষয়টি চূড়ান্ত করা হবে। এক মাস পেরিয়ে গেলেও সেই কাজ করা হয়নি। এই সময়ে তা সম্পন্ন হলে পুজোর আগে সুবিধা পেতেন শ্রমিকরা। বিদ্যুৎকেন্দ্রের কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, এ দিন শ্রমিক সংগঠনগুলির সঙ্গে আলোচনার পরে সমস্যাটি নিয়ে ঊধ্বর্র্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত ফের আলোচনার জন্য তাদের কলকাতায় ডাকা হবে বলে শ্রমিক সংগঠনগুলিকে জানানো হয়েছে।
অন্য দিকে, এ দিনই রঘুনাথপুরে ডিভিসি-র নির্মীয়মাণ তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকায় সামাজিক প্রকল্পে উন্নয়নের কাজ করা, পুজোর আগে বোনাসের ব্যবস্থা করা, বিদ্যুৎকেন্দ্রে ঢোকার জন্য শ্রমিকদের গেটপাসের ব্যবস্থা করা-সহ কয়েক দফা দাবিতে বিক্ষোভ দেখায় তৃণমূলের শ্রমিক সংগঠন। ওই বিক্ষোভ-অবস্থানের জেরে বিদ্যুৎকেন্দ্র মূল প্রবেশদ্বার বন্ধ হয়ে যায়। ফলে সকালের দিকে বিদ্যুৎকেন্দ্রে ঢুকতে বাধা পেয়েছিলেন কর্মীরা। ডিভিসি সূত্রে জানানো হয়েছে, পরে ওই দাবিগুলি নিয়ে জেলা প্রশাসনের উপস্থিতিতে শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনায় বসার আশ্বাস দেওয়ার পরে বিক্ষোভ উঠে যায়। |
|
|
|
|
|