সিপিএম নেতাকে মারধরে গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • গোসাবা |
এক সিপিএম নেতাকে মারধরের অভিযোগে মঙ্গলবার রাতে এক জনকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম রবীন দাস। বাড়ি গোসাবার শম্ভুনগরে। তিনি তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। তৃণমূলের দাবি, তাদের ওই কর্মীকে ফাঁসানো হয়েছে। মঙ্গলবার সিপিএমের গোসাবার যুব নেতা তাপস মণ্ডলের নেতৃত্বে কচুখালি থেকে কর্মী-সমর্থকেরা বাসন্তীর সোনাখালিতে মিটিংয়ে যোগ দিতে আসছিলেন। সেই সময়ে বেলতলি ঘাটের কাছে তাপসবাবুকে মারধরের অভিযোগ ওঠে রবীনবাবু-সহ তৃণমূলের কয়েক জনের বিরুদ্ধে। |
২৪ জন প্রতিবন্ধী ও বেকার যুবককে নিয়ে মোবাইল ও টেলিফোন সারানোর প্রশিক্ষণ শিবির শুরু হল। উত্তর ২৪ পরগনার হায়দার বিলিয়া গ্রামে শ্রীরামকৃষ্ণ প্রেমবিহারের গুমা শাখায় এই প্রশিক্ষণ বিনা ব্যয়ে চলবে তিন মাস। আর্থিক সহায়তায় পশ্চিমবঙ্গ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ। প্রশিক্ষণ শেষে প্রত্যেক শিক্ষার্থীকে যন্ত্রপাতি দেওয়া হবে। অনুষ্ঠানের সূচনা করেন বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের অমিয়কুমার কালিদহ, প্রশিক্ষক সুব্রত রায়, স্বামী জ্যোতিপ্রিয়ানন্দ ও স্বামী সত্যদীপানন্দ। |
ক্যানিং স্টেশনের টিকিট কাউন্টারের সামনে পড়ে থাকা এক অসুস্থ প্রৌঢ়কে উদ্ধার করে মহকুমা হাসপাতালে ভর্তি করাল রেল পুলিশ। বুধবার দুপুরের ঘটনা। নারায়ণ হালদার নামে পিয়ালির বাসিন্দা ওই প্রৌঢ় এ দিন প্রায় সাড়ে তিন ঘণ্টা টিকিট কাউন্টারের সামনে পড়ে থাকলেও সাধারণ মানুষ এগিয়ে আসেননি। |