তৃণমূল প্রভাবিত কর্মচারী সংসদের আন্দোলনের জেরে বুধবার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও সহকারী অধ্যাপক নিয়োগের জন্য ডাকা ইন্টারভিউ বাতিল হয়ে গেল। শেষমেষ বিশেষজ্ঞ ও পদপ্রার্থীরা ফেরত চলে যান।
নিয়ম মেনে শিক্ষক নিয়োগ করা হচ্ছে না এবং অশিক্ষক কর্মচারীদের নিয়োগ প্রক্রিয়া শুরু না হওয়ার প্রতিবাদে এদিন তৃণমূলের কর্মচারী সংগঠন কর্মচারী সংসদের কর্মীরা উপাচার্যের ঘরের সামনে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান। এর জেরেই স্থগিত হয়ে যায় প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। সংগঠনের সভাপতি অশোক হালদার বলেন, “শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণের কোনও নিয়ম নীতি মানা হচ্ছে না। বিষয়টি জেনে রাজ্যের উচ্চ শিক্ষা কাউন্সিলের চেয়ারম্যান সুগত মারজিৎ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে উপযুক্ত পদক্ষেপ করতে বলেছেন। এছাড়াও ২০০টি অশিক্ষক কর্মচারী পদ পূরণের ব্যাপারেও কর্তৃপক্ষের কোনও হেলদোল নেই।” ইন্টারভিউ বাতিল হওয়া প্রসঙ্গে তিনি বলেন, “আমরা যা করেছি তা ছাত্রদের কথা মাথায় রেখে করেছি। শিক্ষক নিয়োগ হলেই ছাত্রদের সমস্যা মিটবে না।”
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অলোককুমার বন্দ্যোপাধ্যায় বলেন, “নিয়ম মেনেই শিক্ষক নিয়োগ করা হচ্ছে। গত ১ অক্টোবর সমাজবিদ্যা বিভাগের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একটি অভিযোগের ভিত্তিতে সুগতবাবু আমাকে নিয়োগ বন্ধ রাখতে বলায় তা আপাতত স্থগিত রয়েছে। নতুন করে শিক্ষক নিয়োগের ব্যাপারে সরকারি সবুজ সংকেত মেলায় নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। কর্মী নিয়োগের ব্যাপারেও সরকারের কাছে আবেদন জানানো হয়েছে। অনুমতি পেলে শুরু হবে নিয়োগ প্রক্রিয়া।” তিনি বলেন, “এ দিন প্রাণিবিদ্যা বিভাগের একজন অধ্যাপক ও একজন সহকারী অধ্যাপক (সংরক্ষিত) পদে নিয়োগের জন্য যথাক্রমে ৪ জন ও ১৩ জন প্রার্থীকে ডাকা হয়। হাজির ছিলেন বিশেষজ্ঞরাও। ওদের আন্দোলনের জেরে তা বাতিল করতে হয়েছে।” |