টুকরো খবর |
গয়না চুরির অভিযোগ শাশুড়ির, মহিলা ধৃত
নিজস্ব সংবাদদাতা • নবদ্বীপ |
গয়না চুরির অভিযোগে অসমের এক পদস্থ পুলিশ কর্তার বৌমা’কে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম মায়া সরকার। বুধবার ভোররাতে নবদ্বীপের মুকুন্দপুর থেকে তাঁকে গ্রেফতার করে অসম পুলিশের একটি দল। অভিযোগ স্বামীর মৃত্যুর পরে শ্বশুরবাড়ি গুয়াহাটি থেকে প্রায় চার লক্ষ টাকা মূল্যের সোনার গহনা ‘চুরি’ করে পালিয়ে এসেছিলেন তিনি। তাঁর শাশুড়ি অসম পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। সেই সূত্রেই অসম পুলিশের একটি দল নবদ্বীপে এসে বুধবার ভোর রাতে বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে। পুলিশ ও পারিবারিকসূত্রে জানা গিয়েছে, ২০০৩ সালে মহিলার বিবাহ হয়েছিল। বছর ছয়েক পরে হঠাৎ মৃত্যু হয় তাঁর স্বামীর। তারপরে একমাত্র মেয়েকে নিয়ে শ্বশুরবাড়িতে বেশ কিছুদিন ছিলেন তিনি। পরে তিনি নবদ্বীপে ফিরে আসেন বলে তাঁর শ্বশুরবাড়ি সূত্রে দাবি করা হয়েছে। অভিযুক্ত মহিলার বক্তব্য, “মিথ্যে মামলায় ওরা আমাকে ফাঁসাতে চাইছেন। প্রথম থেকেই ওরা চেয়েছিলেন আমার মেয়েকে ওদের হেফাজতে রাখতে। আমি তাতে রাজি না হওয়ায় ওরা আমার বিরুদ্ধে পুলিশের কাছে মিথ্যে অভিযোগ দায়ের করেছেন।” অসম পুলিশের যে দলটি নবদ্বীপে এসেছিল তার সদস্য গুয়াহাটি থানার সাব ইন্সপেক্টর জীতেন ফুকন বলেন, “ভারতীয় দন্ডবিধির ৩৭৯ ধারায় অভিযোগের ভিত্তিতে মহিলাকে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘদিন ধরেই আমরা তাঁকে খুঁজছিলাম।” এদিন দুপুরে আদালতের নির্দেশে ট্রানজিট রিমাইন্ডে ওই মহিলাকে অসম পুলিশ নিয়ে যায়। নবদ্বীপ আদালতের সরকারি কৌঁসুলি নবেন্দু মণ্ডল বলেন, “আদালত ওই মহিলাকে আগামি ৯ অক্টোবরের মধ্যে কামরূপের সিজেএম আদালতে হাজির করানোর নির্দেশ দিয়েছেন। আগামি ১৬ অক্টোবরের মধ্যে সেই রিপোর্ট নবদ্বীপ আদালতে পেশ করতে বলা হয়েছে।” এদিন অভিযুক্ত পক্ষের আইনজীবী ওই মহিলার জামিনের আবেদন করলেও আদালত তা খারিজ করে দেয়।
|
বিকল্প চাষের উদ্যোগ জেলায়
নিজস্ব সংবাদদাতা • নবদ্বীপ |
পর্যাপ্ত বৃষ্টির অভাবে চলতি মরসুমে পাট থেকে আশানুরূপ লাভ করতে পারেননি বহু চাষি। বহু জমিতে পাট কাটতে বিলম্ব হওয়ায় সেখানে আমন চাষ করা সম্ভব হয়নি। ফলে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। পুজোর মরসুমে নদিয়ার কৃষকদের পাটজনিত লোকসানের মোকাবিলায় উদ্যোগী হয়েছে জেলা কৃষি দফতর। বিশেষ করে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য ‘বিশেষ বিকল্প চাষের’ পরিকল্পনা নিয়েছে জেলা কৃষি দফতর। জেলার যুগ্ম কৃষি অধিকর্তা হরেন্দ্রকুমার ঘোষ বলেন, “মরসুমের একেবারে শেষে জলের অভাব কিছুটা মিটলেও পাট কাটার আসল সময়ে নদিয়ার একটা বড় অংশে পাট কাটা বা পচানো সম্ভব হয়নি। এর ফলে পাট চাষিদের পাশাপাশি আমন ধানের ক্ষেত্রেও কিছুটা অসুবিধা তৈরি হয়েছে। এই ক্ষতিপূরণের জন্য স্বল্প দিনের মধ্যে ফসল পাওয়া যাবে এমন কিছু শস্যের বীজ বিনা মূল্যে কৃষকদের দেওয়া হচ্ছে। এর মধ্যে তৈলবীজ, ডালশস্য এবং বাদাম রয়েছে।” কৃষি দফতরসূত্রে জানা গিয়েছে, এই বিকল্প চাষে চাষিরা সত্তর দিনের মধ্যে ফলন পাবেন। ফলে কিছুটা হলেও ক্ষতি পূরণ করা সম্ভব হবে। চলতি মরসুমে নদিয়ার মোট তিনটি কৃষি মহকুমার মধ্যে সব থেকে খারাপ অবস্থা তেহট্টের। তুলনায় অনেকটা ভাল জায়গায় রয়েছে কৃষ্ণনগর ও রানাঘাট। হরেন্দ্রবাবু জানান, “নদিয়ায় বিকল্প চাষের জন্য কৃষকদের ১০ হাজার ৫০০ প্যাকেট সাদা সর্ষে, ১৫ হাজার টোরিয়া সর্ষে, ৮০০ প্যাকেট খেসারি, ৮০০ প্যাকেট বাদাম দেওয়া হচ্ছে।”
|
মহিলাকে উত্ত্যক্ত করায় গ্রেফতার ৩
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
এক মহিলা বাস যাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে তিন মদ্যপ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় কান্দি বাসস্ট্যান্ড চত্বর থেকে পুলিশ ওই তিন যুবককে ধরে। ধৃতদের নাম সামিরুল শেখ, ইব্রাহিম শেখ ও রহমত শেখ। তাদের সকলের বাড়ি কান্দির যশোহরি আনখা দু’নম্বর অঞ্চলের চৈতন্যপুর গ্রামে। ওই দিন সন্ধ্যা নাগাদ কান্দি বাসস্ট্যান্ড চত্বরে বাসের জন্য অপেক্ষা করছিলেন এক মহিলা যাত্রী। মদ্যপ তিন যুবক ওই মহিলাকে উত্ত্যক্ত করতে থাকে। এমনকী ওই মহিলার হাত ধরে টানে বলেও অভিযোগ। বিষয়টি অন্য বাসযাত্রী ও মোটর শ্রমিকদের নজরে আসলে তাঁরা রুখে দাঁড়ান। খবর যায় পুলিশে। ঘটনাস্থলে দ্রুত পুলিশ গিয়ে ওই তিন যুবককে গ্রেফতার করে। কান্দি বাস সিন্ডিকেটের সভাপতি ফুলু মিঞা বলেন, “বাসস্ট্যান্ডে এই ধরনের ঘটনা খুব ঘটত। বাস মালিক সমিতি ও বাস শ্রমিকদের যৌথ নজরদারিতে এখন অনেকটাই কমেছে। তবে পুলিশ যে তৎপরতার সঙ্গে অভিযুক্তদের গ্রেফতার করেছে তাতে আমরা খুশি।” কান্দি থানার আইসি সুনয়ন বসু বলেন, “বাসস্ট্যান্ডে মহিলা যাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় তিন যুবককে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। শহর জুড়ে নিরাপত্তা বাড়ানো হচ্ছে।”
|
স্বামীকে যাবজ্জীবন
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
স্ত্রীকে খুনের দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দিলেন কৃষ্ণনগর জেলা আদালতের বিচারক শম্ভুনাথ চট্টোপাধ্যায় বুধবার তিনি এই রায় ঘোষণা করেন সরকার পক্ষের আইনজীবী পরেশ পাল বলেন, “ ২০১১ সালের মার্চ মাসে কোতোয়ালির ভাতজাংলার বাসিন্দা কাবিল শেখের সঙ্গে ভালুকা গ্রামের আজনূর বিবির বিয়ে হয় কিন্তু স্ত্রীকে পছন্দ হয়নি বলে কাবিল প্রায়ই তাকে মারধর করত এরপর ২০১১ সালের ১৮ এপ্রিল স্ত্রীকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে পেশায় কসাই কাবিল।’’ অন্যদিকে প্রকাশ্যে এক ব্যবসায়ীকে গুলি করে খুন করার অপরাধে স্বপন মণ্ডল নামে এক ব্যক্তিকে বুধবার যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দিলেন কৃষ্ণনগরের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক শম্পা দত্ত পাল সরকার পক্ষের আইনজীবি প্রদীপ কুমার সরকার বলেন, “২০০৬ সালের ২০ অক্টোবর গাঙনাপুর স্টেশনে রামেশ্বরপুরের বাসিন্দা স্বপন মণ্ডল গুলি করে খুন করেন গাঙনাপুরের মিজানুর রহমান বিশ্বাস নামে এক ব্যবসায়ীকে।’’
|
স্কুল ফুটবল
নিজস্ব সংবাদদাতা • তেহট্ট |
তেহট্ট জোনাল স্কুল স্পোর্টস অ্যাসোসিয়েশনের পরিচালনায় ইন্টার স্কুল ২০১২ নকআউট ফুটবল প্রতিযোগিতা শেষ হল সোমবার। ওইদিন সিদ্ধেশ্বরীতলা ইন্সটিটিউশনের মাঠে ফাইনালে অনূর্ধ্ব ১৪ বিভাগে হাসপুকুরিয়া বিদ্যাপীঠ টাইব্রেকারে ৪-১ গোলে সাহেবনগর হাই স্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এই বিভাগে মোট ১৪ টি স্কুল অংশগ্রহণ করেছিল। সোমবার ওই একই মাঠে অনূর্ধ্ব ১৯ বিভাগে কুটিপাড়া রুরাল হাই স্কুল টাইব্রেকারে ৪-২ গোলে ভবানীপুর হাই স্কুলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। তেহট্ট আঞ্চলিক ক্রীড়া সংস্থার পরিচালনায় সম্প্রতি শুরু হয়েছে জুনিয়র বিভাগের সুপার লিগের খেলা। ২৬ অগস্ট থেকে মোট ১৮ টি দলকে তিনটে গ্রুপে ভাগ করে শুরু হয়েছিল জুনিয়র লিগ। প্রতি গ্রুপ থেকে দুটো দল সুপার লিগে যোগ্যতা অর্জন করেছে।
|
৩২ পাচারকারী ধৃত
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
মঙ্গলবার রাতে বাংলাদেশে গরু পাচার করার সময় ৩২ জনকে গ্রেফতার করল বি এস এফ। ধৃতদের মধ্যে ১৬ জন বাংলাদেশি। তাদের কাছ থেকে ১৬৪টি গরু আটক করেছেন জওয়ানেরা। বি এস এফের ২০ নম্বর ব্যাটেলিয়নের কমান্ড্যান্ট অরবিন্দ কুণ্ডু বলেন, “কয়েকশো গরু নিয়ে পাচারকারীরা সমরগঞ্জের ধুলিয়ানের গঙ্গার চর ও সুতির জগতাই-এর চর পার হয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল। তখনই জওয়ানরা তাড়া করে ১৬৪টি গরু-সহ ৩২ জনকে পাকড়াও করে। বাকিরা অন্ধকারের মধ্যে পালিয়ে যায়।”
|
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
ট্রেনের ধাক্কায় মারা গেলেন কেতাবুল শেখ (১৯) নামে এক তরুণ। বাড়ি রঘুনাথগঞ্জ থানার আইলেরউপর গ্রামে। বুধবার সকালে আজিমগঞ্জ-ফরাক্কা রেলপথের ধুলিয়ান গঙ্গা স্টেশনের কাছে ডাকবাংলোর ঘটনা। পেশায় লরির খালাসি কেতাবুল রেললাইনের উপর বসেছিলেন। আজিমগঞ্জ-বারহাড়োয়া প্যাসেনঞ্জার ট্রেনটি এসে পড়ে। তখন রেললাইনে ফাঁকে তাঁর পা আটকে যায়। ট্রেনের ধাক্কায় তিনি মারা যায়।
|
অস্বাভাবিক মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • বেলডাঙা |
নির্মীয়মাণ রেল ব্রিজ থেকে জলে পড়ে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নাম লাল্টু দত্ত (৪৮)। বাড়ি কালীগঞ্জ থানার জামালপুর গ্রামে। ওই যুবক ব্রিজের উপর বসেছিলেন। হঠাৎই তিনি জলে পড়ে যান। মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে। তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। |
|