|
|
|
|
সিপিএম দফতরে বোমা বিস্ফোরণ
|
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
গভীর রাতে সিপিএমের বন্ধ কার্যালয়ে একটি সকেট বোমা বিস্ফোরণের পরে অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের দিকে। তৃণমূল অবশ্য সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে।
মঙ্গলবার রাতে পশ্চিম মেদিনীপুরের সাঁকরাইলের বহড়াদাঁড়িতে সিপিএমের রগড়া লোকাল কমিটির অফিসে ওই বিস্ফোরণে বাড়িটির কিছুটা ক্ষতি হলেও হতাহতের কোনও খবর নেই। পুলিশের অনুমান, ওই অফিসের শৌচাগারের জানলা দিয়ে বিস্ফোরক-ভর্তি একটি পাইপ বা সকেট বোমা ঢুকিয়ে দিয়ে সেটি ফাটানো হয়। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। তদন্ত শুরু হয়েছে। আগামী ১৪ অক্টোবর স্থানীয় রগড়া রাজা নরসিংহ মল্ল উচ্চ বিদ্যালয়ের পরিচালন কমিটির নির্বাচন। বুধবারই ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এ দিন সকালে সিপিএমের মহাপাল লোকাল কমিটির সদস্য চিত্তরঞ্জন খাঁড়া ও বিকেলে রবীন্দ্র টুডু নামে স্কুল নির্বাচনের বামপন্থী এক প্রার্থীকে তৃণমূলের লোকজন অপহরণ করে বলেও অভিযোগ সিপিএমের। রাতে অবশ্য দু’জনকেই পুলিশ উদ্ধার করেছে। সিপিএমের অভিযোগ, বিকেলে মনোনয়ন দাখিল করে ৬ জন বাম সমর্থিত প্রার্থী গাড়িতে করে ফেরার সময় ‘আক্রান্ত’ হন। নেকড়াশোলের কাছে তাঁদের মারধর করে নামিয়ে দিয়ে গাড়িটিতে আগুন লাগানো হয় বলে অভিযোগ। তখনই রবীন্দ্রবাবুকে অপহরণ করা হয় বলে সিপিএম সূত্রে জানানো হয়েছে। সিপিএমের সাঁকরাইল জোনাল সম্পাদক বাদল রানা বলেন, “এক সময় স্থানীয় যাঁরা মাওবাদীদের সঙ্গে ছিলেন, তাঁরা এখন তৃণমূলে যোগ দিয়েছেন। স্কুল নির্বাচনে এক তরফা জিততে তৃণমূল সদস্য-সমর্থকেরা সন্ত্রাসের পরিবেশ তৈরি করছে।” যদিও তৃণমূলের সাঁকরাইল ব্লক সভাপতি সোমনাথ মহাপাত্রের দাবি, “স্কুল নির্বাচনে হার নিশ্চিত বুঝেই সিপিএম সন্ত্রাসের গল্প ফাঁদছে। পুরোটাই সাজানো অভিযোগ।”
ওই স্কুল নির্বাচনে মনোনয়ন পেশ ঘিরে কয়েকদিন ধরেই সিপিএম-তৃণমূলের মধ্যে বিক্ষিপ্ত গোলমাল হচ্ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে মঙ্গলবার সাঁকরাইল থানায় সর্বদল বৈঠক করা হয়। যুযুধান দু’পক্ষই শান্তিপূর্ণ ভাবে মনোনয়ন দাখিল করবে বলে কথা দেয়। তারপরই গভীর রাতে বহড়াদাঁড়িতে বোমা ফাটার আওয়াজ পান এলাকাবাসী। বুধবার সকালে দেখা যায়, সিপিএম পার্টি অফিসের দোতলা ভবনটির একতলায় শৌচাগার-সহ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পর কড়া পুলিশি প্রহরায় দু’পক্ষ মনোনয়নপত্র দাখিল করে। তবে দিনভরই এলাকায় বিক্ষিপ্ত গোলমাল হয়েছে। |
|
|
|
|
|