সময়টা সত্যিই ভাল যাচ্ছে না মোহনবাগানের। আই লিগের প্রথম ম্যাচ খেলতে গিয়েই সমস্যার মুখে পড়লেন ওডাফারা। গুয়াহাটি বিমানবন্দর থেকে শিলং যাওয়ার জন্য ঠিকঠাক ব্যবস্থা ছিল না বলে দাবি মোহন শিবিরের। মোহনবাগান দলের ম্যানেজার উত্তম সাহা শিলং থেকে ফোনে বলেন, “স্কুল বাসের মতো ছোট্ট একটা বাস দেওয়া হয়েছিল। যাতে কোনও রকম সুযোগ-সুবিধাই ছিল না। পরে আমরা নিজেরা পাঁচটা গাড়ি ভাড়া করে সন্ধ্যার পর শিলং পৌঁছই।”
এ দিকে বিমানবন্দর থেকে পাঁচ ঘন্টা যাত্রা করে ফুটবলাররা প্রত্যেকেই ক্লান্ত। যে কারণে সকালে অনুশীলনের বদলে বেলা আড়াইটেয় অনুশীলন রেখেছেন কোচ। সন্ধ্যার পর পৌঁছনোর কারণে বুধবার আর মাঠ দেখতে যেতে পারেননি সন্তোষ কাশ্যপ। বৃহস্পতিবার অনুশীলনে গিয়ে তবেই মাঠের অবস্থা বুঝতে পারবেন। তবে, শিলংয়ের আবহাওয়া বেশ ভাল। একেবারেই গরম নেই। এমনকী দুপুরের দিকেও হালকা ঠান্ডা ভাব থাকছে। যে কারণে বেলা তিনটেয় ম্যাচ খেলতে কোনও সমস্যা হবে না বলে মনে করছে মোহনবাগান। এ দিকে দলকে উৎসাহিত করতে বৃহস্পতিবারই শিলং পৌঁছবেন মোহন সচিব অঞ্জন মিত্র।
প্রথম ম্যাচে লাজং এফ সি’কে হারিয়ে নিজেদের আত্মবিশ্বাস ফিরে পেতে মরিয়া টোলগেরা। একই সঙ্গে সমস্ত বিতর্কের হাত থেকে মুক্তি পেতে আই লিগের প্রথম ম্যচটা যেনতেন প্রকারেণ জিততে চায় মোহনবাগান। ঘরের মাঠে লাজং অবশ্য বেশ শক্তিশালী প্রতিপক্ষ। যে কোনও মুহূর্তে ঝামেলায় ফেলতে পারে যে কোনও দলকে। স্বভাবতই সাবধানি মোহন-কোচ। ফেড কাপের ব্যর্থতা ভুলতে এই মুহূর্তে লাজং ম্যাচই একমাত্র অক্সিজেন হতে পারে বাগানের। সবুজ-মেরুন সমথর্করা তাই তাকিয়ে রয়েছেন ৬ অক্টোবর আই লিগের প্রথম ম্যাচের দিকে। |