টুকরো খবর |
চ্যাম্পিয়ন্স লিগে নেই লক্ষ্মী
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বাবার অসুস্থতার জন্য চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি থেকে নিজেকে সরিয়ে নিলেন কলকাতা নাইট রাইডার্স ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্ল। বুধবার তিনি কেকেআর মহাকর্তা বেঙ্কি মাইসোরকে জানিয়ে দেন, পারিবারিক কারণে তাঁর পক্ষে চ্যাম্পিয়ন্স লিগ খেলা সম্ভব হবে না। ষোলো জনের স্কোয়াডে লক্ষ্মীর জায়গায় এসেছেন দেবব্রত দাস। যিনি আইপিএল ফাইভ চ্যাম্পিয়ন কেকেআরের হয়ে আটটি ম্যাচ খেলেছেন এ বছর। নাইটদের সিদ্ধান্ত চ্যাম্পিয়ন্স লিগ টেকনিক্যাল কমিটির অনুমোদনও পেয়ে গিয়েছে। ১৩ অক্টোবর দক্ষিণ আফ্রিকায় শুরু হচ্ছে নাইটদের অভিযান। প্রথম ম্যাচে গৌতম গম্ভীরদের প্রতিপক্ষ দিল্লি ডেয়ারডেভিলস। তবে গম্ভীর-বাহিনীর জন্য সুখবর, দিল্লি অধিনায়ক বীরেন্দ্র সহবাগের কাঁধে চোট লেগেছে। তাঁর চ্যাম্পিয়ন্স লিগ খেলা অনিশ্চিত।
|
রহমান তিন মাস নির্বাসনে
সংবাদসংস্থা • লন্ডন |
ডোপ পরীক্ষায় ধরা পড়ায় পাকিস্তানি স্পিনার আবদুর রহমানকে ১২ সপ্তাহের নির্বাসনে পাঠাল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। ৮ আগস্ট ইংলিশ কাউন্টির ম্যাচে গাঁজা খেয়ে মাঠে নেমেছিলেন তিনি। নটিংহামশায়ারের বিরুদ্ধে সমারসেটের হয়ে খেলা সেই ম্যাচেই তাঁর ডোপ পরীক্ষা হয় এবং তিনি ধরা পড়েন। ২১ ডিসেম্বর পর্যন্ত কোনও ম্যাচে খেলতে পারবেন না তিনি। আসন্ন চ্যাম্পিয়ন্স লিগে শিয়ালকোট স্ট্যালিয়েন্সের হয়ে নামার কথা ছিল তাঁর। তাতেও খেলতে পারবেন না রহমান। এই ভুলের জন্য অবশ্য সকলের জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন তিনি। কিন্তু তাতে শাস্তি কমার কোনও সম্ভাবনা নেই। এ দিকে পাক বোর্ডও এ দিন রহমানকে অনির্দিষ্ট কালের জন্য নির্বাসনে পাঠিয়ে দিল।
|
হ্যাটট্রিক একতার
সংবাদসংস্থা • কলম্বো |
মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম জয় ভারতের। আয়োজক দেশ শ্রীলঙ্কাকে প্লে-অফ ম্যাচে ৯ উইকেটে হারিয়ে পরবর্তী বিশ্বকাপের টিকিট পকেটে পুরল মিতালি রাজের দল। শ্রীলঙ্কা ইনিংসের শেষ ওভারে হ্যাটট্রিক করে জয় স্মরণীয় করে রাখলেন বাঁ হাতি স্পিনার একতা বিস্ত। ১৬ রান খরচ করে তিন উইকেট নেন তিনি। এ দিন, শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১০০ রান করে শ্রীলঙ্কা। জবাবে শুরুতেই ওপেনার সুলক্ষণা নায়েকের উইকেট হারায় ভারত। কিন্তু তার পরেই খেলা ধরে নেন অধিনায়ক মিতালি রাজ (২৮ নঃআঃ) এবং পুনম রাউত (৪৫ নঃআঃ)। দ্বিতীয় উইকেটে তাঁদের ৬৪ রানের জুটিই জয় এনে দেয় ভারতকে।
সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা ২০ ওভারে ১০০-৮ (চামারি আতাপাত্তু ২৮, শশীকলা সিরিবর্ধনে ২৩, একতা বিস্ত ৩-১৬)
ভারত ১৪.৪ ওভারে ১০২-১ (পুনম রাউত অপরাজিত ৪৫, মিতালি রাজ অপরাজিত ২৮ ইনোকা রণবীরা ১-২১)।
|
ফর্ম্যাটে আপত্তি গাওস্করের
সংবাদসংস্থা • কলম্বো |
পাঁচটির মধ্যে চারটিতে জিতেও টুর্নামেন্টের বাইরে ভারত। অথচ ওয়েস্ট ইন্ডিজ মাত্র দু’টি ম্যাচ জিতে পৌঁছে গেল শেষ চারে, এই ব্যাপারটা মেনে নিতে পারছেন না অনেকেই। প্রশ্ন তুলতে শুরু করেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাট নিয়েই। এঁদের মধ্যে রয়েছেন স্বয়ং সুনীল গাওস্করও। তাঁর বক্তব্য, বিষয়টি নিয়ে আইসিসি-তে আলোচনা হওয়া দরকার। অনেকেরই যুক্তি, প্রথম রাউন্ডে অর্জন করা পয়েন্ট সুপার এইটে পাওয়া পয়েন্টের সঙ্গে যোগ হওয়া উচিত ছিল। এই প্রসঙ্গে ভারতীয় ক্রিকেটের অন্যতম কিংবদন্তি গাওস্কর বলেন, “মনে করে দেখুন, ভারতকে সুবিধা করে দেওয়ার জন্য এর আগে অনেক নিয়ম পাল্টানো হয়েছে। ২০০৭-এর বিশ্বকাপে ভারতের ভরাডুবির পর অনেকেরই অনেক ক্ষতি হয়েছিল বলে পরের বিশ্বকাপের ফরম্যাটে পরিবর্তন করা হয়েছিল। তার পর থেকে ভারতের গ্রুপে প্রতিবারই একটি করে দুর্বল দল রাখা হয়, যাতে ওদের অন্তত হারাতে পারে ভারত।” তবে টুর্নামেন্টের এরকম গুরুত্বপূর্ণ অবস্থায় একসঙ্গে দুটো ম্যাচ হওয়ার পক্ষপাতী নন সানি।
|
ধোনিরা ‘সেকেন্ড বয়’
সংবাদসংস্থা • কলম্বো |
শেষ চারে না যেতে পারলেও র্যাঙ্কিংয়ে উঠে এল ভারত। পাঁচ ম্যাচে চার জয়ের সুবাদে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর দিনেই র্যাঙ্কিংয়ে দু’নম্বরে উঠে এল মহেন্দ্র সিং ধোনির দল। ভারতের পয়েন্ট ১২০। ১২৯ পয়েন্ট সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকাকে সরিয়ে প্রথম স্থানে রয়েছে শ্রীলঙ্কা। তৃতীয় এবং চতুর্থ পাকিস্তান এবং ইংল্যান্ড। ব্যাটসম্যানদের প্রথম স্থানে ব্রেন্ডন ম্যাকালাম। দ্বিতীয় ও তৃতীয় স্থানে শেন ওয়াটসন ও ক্রিস গেইল। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভাল পারফরম্যান্সের পর ভারতের বিরাট কোহলি উঠে এসেছেন দশ নম্বরে। দুর্দান্ত কামব্যাকের পর অলরাউন্ডারদের মধ্যে অষ্টম স্থানে রয়েছেন যুবরাজ সিংহ। এই তালিকায় প্রথম স্থানে রয়েোছন ওয়াটসন। তবে বোলারদের তালিকার প্রথম ২০ থেকে বেরিয়ে গেলেন হরভজন সিংহ। তাঁর সময় যে মোটেই ভাল যাচ্ছে না, প্রমাণ এটাই।
|
শীর্ষে স্বপ্নিল
নিজস্ব প্রতিনিধি |
গ্র্যান্ড মাস্টার এম আর ললিত বাবুকে ধরাশায়ী করে দিয়েই সবাইকে পিছনে ফেলে দিলেন ইন্টারন্যাশনাল মাস্টার স্বপ্নিল ধোরপাড়ে। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে চলতি জাতীয় দাবার তৃতীয় রাউন্ডের পর আপাতত তিনিই শীর্ষে। একই রকম অঘটন ঘটালেন বিস্ময় বালক ১৩ বছরের অরবিন্দ চিদাম্বরম। তিনি এদিন হারিয়ে দেন ভারতীয় দাবার প্রবীন তারকা প্রভিন থিপসেকে। এত বড় অঘটন না হলেও সপ্তর্ষি রায় গ্র্যান্ড মাস্টার অধিবানকে রুখে দিয়ে হইচই ফেলে দিলেন এদিন। ওদিকে টপ বোর্ডে আর এক গ্র্যান্ড মাস্টার নীলোৎপল দাস ড্র করেন গ্র্যান্ড মাস্টার জি এন গোপালের বিরুদ্ধে। আইএম স্বয়ম মিশ্রও এদিন সাড়া ফেলে দিলেন জিএম সেথুরমনকে হারিয়ে। প্রথম দুই রাউন্ডে স্বয়ম জিততে দেননি অধিবান ও অভিজিৎ কুন্তেকে। আইএম দেবাশিস দাসও ড্র করেন সহজ গ্রোভারের বিরুদ্ধে। বাংলার প্রথম গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া এদিন জয় পেলেন।
|
ভারত ১৬৮
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোল ভারত। বুধবার প্রকাশিত র্যাঙ্কিংয়ে সুনীল ছেত্রীদের দলের স্থান ১৬৮। প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারতের আগে রয়েছে আফগানিস্তান (১৬৬) এবং নেপাল (১৬৫)। তালিকায় প্রত্যাশা মতোই প্রথম দুইতে রয়েছে স্পেন এবং জার্মানি। তিন নম্বরে পর্তুগাল। তিন ধাপ এগিয়ে তার পরেই মেসির আর্জেন্তিনা। প্রথম দশের বাকি দলগুলো হল ইংল্যান্ড, নেদারল্যান্ডস,উরুগুয়ে, ইতালি, কলম্বিয়া এবং গ্রিস। তবে ফিফা তালিকায় ক্রমশ পিছোচ্ছে নেইমারের দল। দু’ধাপ পিছিয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এখন ১৪ নম্বরে।
|
চার বিদেশি নয় আই লিগে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
আই লিগে চার বিদেশিকে নথিবদ্ধ করা গেলেও মাঠে রাখা যাবে তিনজনকে। বুধবার ফেডারেশনের এমার্জেন্সি কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। উল্লেখ্য, সপ্তাহখানেক আগেই আই লিগ কোর কমিটির সভায় প্রস্তাব আনা হয়েছিল চার বিদেশিকেই খেলানোর ব্যাপারে। কিন্তু চলতি মরসুমে তা হচ্ছে না বলে জানিয়েছেন এআইএফএফ সচিব কুশল দাস।
|
রাজ্য দলে ছ’জন
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
২৯তম জাতীয় যুব বাস্কেটবলে ছেলে ও মেয়েদের রাজ্য দলে সুযোগ পেয়েছে বর্ধমানের ছ’জন খেলোয়াড়। তাদের মধ্যে ছেলেদের দলে রয়েছেন সৌম্যদীপ সামন্ত, শানু দে, উৎসব দাস ও কৃষ্ণ ঠাকুর। মেয়েদের দলে রয়েছেন দিয়া মুখোপাধ্যায় ও রাখি রাই। মধ্যপ্রদেশে ৬-১২ অক্টোবর এই প্রতিযোগিতা হবে।
|
চন্দননগরে ফুটবল |
মেরি পার্ক মাঠে আয়োজিত প্রদর্শনী ফুটবল ম্যাচে সুধীরকুমার শুর একাদশকে ৩-১ গোলে হারাল শৈলেন মান্না একাদশ। জয়ী দলের হয়ে খেলেন প্রাক্তন ফুটবলার বিজয় দিকপতি, কৃষ্ণগোপাল চৌধুরি প্রমুখ। |
|