বিতর্কের অবসান। অবশেষে নরম হল দু’পক্ষই।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড দলের হতাশাজনক পারফরম্যান্সের পর আর দেরি করল না ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। বিশ্বকাপ চলাকালীন কলম্বোতেই কেভিন পিটারসেনের সঙ্গে নতুন করে চার মাসের চুক্তি করে ফেলল ইসিবি। যেখানে টিভি বিশেষজ্ঞের ভূমিকায় রয়েছেন পিটারসেন। এই চুক্তির ফলে অদূর ভবিষ্যতে পিটারসেনের ইংল্যান্ড দলে ফেরা শুধু নিশ্চিত হয়ে গেল না, ভারত সফরে কেপিকে দেখতে পাওয়ার সম্ভাবনাও উজ্জ্বল হয়ে উঠল।
সপ্তাহ দু’য়েক আগে ভারত সফরের জন্য টেস্ট দল ঘোষণা করেছিল ইংল্যান্ড। সেখানে স্বভাবতই পিটারসেনের নাম ছিল না। কিন্তু পরিস্থিতি এখন সম্পূর্ণ ঘুরে গিয়েছে। ইংল্যান্ড ব্যাটসম্যানদের স্পিন খেলার ব্যর্থতা দেখার পরে আবার জাতীয় দলের প্রসঙ্গে পিটারসেনের নাম ভেসে উঠেছে। নতুন চুক্তি হওয়ার ফলে ইংল্যান্ড ক্রিকেট মহলের অনেকেই এখন মনে করছেন, হয়তো ভারত সফরেই পিটারসেনকে দলে ফিরিয়ে নেওয়া হবে। |
কলম্বোয় সাংবাদিক সম্মেলনে। ছবি: এএফপি। |
তবে জানা গিয়েছে, পিটারসেনকে কবে নাগাদ জাতীয় দলে ফেরানো হবে তা ঠিক করবেন ইংল্যান্ড কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। ইসিবি চেয়ারম্যান জাইলস ক্লার্ক কলম্বোতে সাংবাদিক সম্মেলন করে বলেছেন, “অ্যান্ডিই ঠিক করবে পিটারসেন কবে দলে ফিরবে। ব্যাপারটা তাড়াতাড়ি ঘটতে পারে, আবার সময়ও লাগতে পারে। প্রয়োজনে কেপির সঙ্গে চুক্তির মেয়াদ বেড়ে এক বছরও হতে পারে।”
মাসখানেক আগেই তাঁর আন্তর্জাতিক ক্রিকেট ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠে গিয়েছিল। এখন চুক্তি সাক্ষর করার পর খুশি পিটারসেন স্বয়ং। বলেন, “তাড়াতাড়ি মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি।”
তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট চলাকালীন নিজের দলের অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রস এবং কোচের সম্পর্কে নেতিবাচক মন্তব্য করে বিপক্ষ ক্রিকেটারদের কাছে এসএমএস পাঠিয়েছিলেন। পরে স্ট্রসের কাছে ক্ষমাও চেয়ে নেন তিনি। এ দিন সেই অতীত আচরণের জন্য ফের সতীর্থদের কাছে দুঃখপ্রকাশ করেন কেপি। সাংবাদিক সম্মেলনে জাইলস ক্লার্কের পাশে বসে তিনি বলেন, “ভয়ঙ্কর পরিস্থিতি শেষ হতে চলেছে। এ বার এগিয়ে যেতে হবে।” |